For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের প্রায় অর্ধেক প্রজাতির পাখি বর্তমানে বিপন্ন, দাবি রিপোর্টের

বিশ্বের প্রায় অর্ধেক প্রজাতির পাখি বর্তমানে বিপন্ন, দাবি রিপোর্টের

Google Oneindia Bengali News

পৃথিবীতে পাখিদের প্রায় অর্ধেক প্রজাতি বিলুপ্তির মুখে। বর্তমানে যা পরিস্থিতি তাতে পাখিদের প্রতি আটটি প্রজাতির মধ্যে একটি এখন বিলুপ্তির মুখে রয়েছে। অনুমান করা হয়, শুধুমাত্র উত্তর আমেরিকায় ১৯৭০ সাল থেকে প্রায় তিন বিলিয়ন পাখি হারিয়ে গিয়েছে। ১৯৮০ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে আরও ৬০০ মিলিয়ন পাখি হারিয়ে গিয়েছে বলে স্টেট অফ দ্য ওয়ার্ল্ডস বার্ডসের সর্বশেষ সংস্করণে জানানো হয়েছে। বার্ডলাইফ প্রতি চার বছর পরপর তার ল্যান্ডমার্ক স্টেট অফ দ্য ওয়ার্ল্ডস বার্ডস রিপোর্ট প্রকাশ করে। সর্বশেষ যে রিপোর্টটি প্রকাশ করেছে, তা উদ্বেগজনক বলে পক্ষী বিশেষজ্ঞরা জানাচ্ছেন।

বনাঞ্চলের পরিমাণ কমে যাচ্ছে

বনাঞ্চলের পরিমাণ কমে যাচ্ছে

পক্ষী বিশেষজ্ঞরা জানিয়েছে, পৃথিবী জুড়ে পাখিদের অবলুপ্তির নেপথ্যে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ রয়েছে। যন্ত্রপাতি ও রাসায়নিকের ক্রমবর্ধমান ব্যবহারের মাধ্যমে পাখিরা নানাভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। ৭৩ শতাংশ পাখির মানুষের কারণে অবলুপ্তি হয়েছে। গাছ কাটা ও বনাঞ্চল সাফ করা পাখিদের অবলুপ্তর নেপথ্যে অন্যতম প্রধান কারণ। গবেষকরা জানিয়েছেন, প্রতি বছর সাত মিলিয়ন হেক্টরের বেশি বন নষ্ট করা হয়। এই আয়তন প্রায় আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের চেয়েও বড় একটি এলাকা। যার জেরে পাখিদের প্রায় অর্ধেক প্রজাতি হুমকির মুখে পড়েছে। বিশেষ করে যে পাখিগুলো পুরনো, বড় গাছে আশ্রয় নিয়ে থাকে, সেই ধরনের শিকারি পাখি যেমন ঈগল, চিল সব থেকে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে বলে রিপোর্টে জানানো হয়েছে।

জলবায়ুর পরিবর্তন

জলবায়ুর পরিবর্তন

জলবায়ু পরিবর্তনের জেরে বেশ কিছু পাখির অবলুপ্তি ঘটছে বলে গবেষকরা জানিয়েছেন। জলবায়ুর পরিবর্ন ৩৪ শতাংশ বিপন্ন পাখির প্রজাতিকে প্রভাবিত করেছে। ঝড়, দাবানল এবং খরার মতো ঘটনা আগামী বছরগুলিতে নিঃসন্দেহে পাখিদের বিভিন্ন প্রজাতিকে আরও বিপন্ন করে তুলবে তা বলার অপেক্ষা রাখে না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উপায়

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উপায়

বার্ডলাইফ ইন্টারন্যাশনালের প্রধান বিজ্ঞানী ডঃ স্টুয়ার্ট বুচার্ট বলেন, পরিস্থিতি যে ভয়ানক তা অস্বীকার করার কোনও জায়গা নেই। তবে আমরা জানি কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। আমাদের গবেষণা দেখায গিয়েছে যে ১৯৯৩ সাল থেকে ২১ থেকে ৩২টি পাখির প্রজাতি বিলুপ্ত হয়ে যেত তাদের সংরক্ষণের প্রচেষ্টা না করলে।' ল্যান্ডমার্ক স্টেট অফ দ্য ওয়ার্ল্ডস বার্ডস রিপোর্টে বলা হয়েছে, 'ইকো প্যারাকিট, ক্যালিফোর্নিয়া কনডর, নর্দার্ন বাল্ড আইবিস এবং ব্ল্যাক স্টিল্টের মতো প্রজাতিগুলি যাদুঘরের বাইরে আর বিদ্যমান থাকত না যদি এটি বার্ডলাইফ পার্টনারশিপ এবং এর বাইরে অনেক সংস্থার নিবেদিত প্রচেষ্টার জন্য না হত৷ আমরা যদি প্রকৃতিকে একটি সুযোগ দেই, তবে এটি পুনরুদ্ধার করা সম্ভব হয়।'

English summary
A report said that about half of the world's bird species are currently endangered
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X