For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের সাত জনপ্রিয় শহর বিশ্ব সেরা, তালিকায় স্থান কলকাতারও

ধীরে ধীরে বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রে পরিণত হচ্ছে ভারত। দেশের সাতটি ঐতিহাসিক শহর বিশ্বের পর্যটকদের বেশি করে আকর্ষণ করে। তাতে যুক্ত হতে চলেছে নতুন পালক।

  • |
Google Oneindia Bengali News

ধীরে ধীরে বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রে পরিণত হচ্ছে ভারত। দেশের সাতটি ঐতিহাসিক শহর বিশ্বের পর্যটকদের বেশি করে আকর্ষণ করে। তাতে যুক্ত হতে চলেছে নতুন পালক। ইউরোমনিটর ইন্টারন্যাশনাল রিসার্চ সংস্থা প্রকাশিত বিশ্বের সেরা ১০০ ভ্রমণ-বান্ধব শহরের তালিকার প্রথম সারিতে উঠে আসতে পারে ভারতের বেশ কয়েকটি জনপ্রিয় নগরী। জেনে নিন সেই তালিকায় কততম স্থানে রয়েছে কলকাতা।

দিল্লি

দিল্লি

২০১৮ সালে জনপ্রিয়তার দিক থেকে তালিকার ১১ নম্বর স্থান দখল করে ভারতের রাজধানী দিল্লি। চলতি বছরের ক্রম তালিকায় এই শহর তিন ধাপ উঠতেও পারে বলে মনে করা হচ্ছে। দিল্লির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐতিহাসিক স্থান, স্থাপত্য, ভ্রমণমূলক পরিকাঠামো, বিশ্বমানের বিমানবন্দর, ক্রীড়া ও সাংস্কৃতিক পর্যটন ব্যবস্থা বিশ্বের মানুষকে বেশি করে টানে।

মুম্বই

মুম্বই

তালিকার ১৪তম স্থানে রয়েছে ভারতের বাণিজ্যনগরী মুম্বই। শহরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও অত্যাধুনিক পরিকাঠামো ব্যবস্থা মুম্বই-কে তালিকায় আরও ওপরে তুলে আনতে পারে বলে মনে করা হচ্ছে।

আগ্রা

আগ্রা

বিশ্বের অন্যতম আশ্চর্য তাজমহলের শহর আগ্রা, ইউরোমনিটর ইন্টারন্যাশনাল রিসার্চ সংস্থা প্রকাশিত বিশ্বের সেরা ১০০ ভ্রমণ-বান্ধব শহরের তালিকায় ২৬তম স্থানে রয়েছে। চলতি বছর সেই তালিকায় আট ধাপ উঠতে পারে উত্তরপ্রদেশের এই শহর।

জয়পুর

জয়পুর

তালিকার ৩৪তম স্থানে রয়েছে রাজস্থানের পিঙ্ক সিটি জয়পুর। শহরের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা রাজপুত ও মোঘল রাজাদের দুর্গগুলি এই শহরকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে।

চেন্নাই

চেন্নাই

মন্দিরে ঘিরে থাকা ভারতের দাক্ষিণাত্যের অন্যতম শহর চেন্নাই ইউরোমনিটর ইন্টারন্যাশনাল রিসার্চ সংস্থা প্রকাশিত বিশ্বের সেরা ১০০ ভ্রমণ-বান্ধব শহরের তালিকায় ৩৬তম স্থানে রয়েছে।

কলকাতা

কলকাতা

তালিকার ৭৬তম স্থানে থাকা কলকাতা, চলতি বছর বেশ কয়েকধাপ ওপরে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি বিশ্বের প্রচুর পর্যটক দেশের প্রাক্তন রাজধানী শহর ভ্রমণ করতে আসছেন বলে জানানো হয়েছে।

বেঙ্গালুরু

বেঙ্গালুরু

দাক্ষিণাত্যের অন্যতম জনপ্রিয় শহর কর্নাটকের বেঙ্গালুরু ইউরোমনিটর ইন্টারন্যাশনাল রিসার্চ সংস্থা প্রকাশিত বিশ্বের সেরা ১০০ ভ্রমণ-বান্ধব শহরের তালিকায় একশোতম স্থানে রয়েছে।

আলো-আধারির মায়াবী খেলায় আজও অকৃত্রিম শৈল শহর দার্জিলিং আলো-আধারির মায়াবী খেলায় আজও অকৃত্রিম শৈল শহর দার্জিলিং

কংসাবতীর তীরে পাথরা গ্রাম রাজ্যের পর্যটন মানচিত্রে যোগ দিচ্ছেকংসাবতীর তীরে পাথরা গ্রাম রাজ্যের পর্যটন মানচিত্রে যোগ দিচ্ছে

English summary
World's most popular city destination resides in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X