For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন করে খুলল বক্সার সিকিয়াঝোরা পর্যটন কেন্দ্র

পুজোর মুখে খুলে গেল বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত সিকিয়াঝোরা পর্যটন কেন্দ্র। স্থানীয় দুটি গোষ্ঠীর বিবাদের জেরে গত ১৫ জুন বন্ধ হয়ে গিয়েছিল পর্যটন কেন্দ্রটি

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

পুজোর মুখে খুলে গেল বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত সিকিয়াঝোরা পর্যটন কেন্দ্র। স্থানীয় দুটি গোষ্ঠীর বিবাদের জেরে গত ১৫ জুন বন্ধ হয়ে গিয়েছিল পর্যটন কেন্দ্রটি। স্থানীয় ব্লক এবং জেলাপ্রশাসনের কর্তাদের উপস্থিতিতে মঙ্গলবার খুলে দেওয়া হয় পর্যটন কেন্দ্রটি।

নতুন করে খুলল বক্সার সিকিয়াঝোরা পর্যটন কেন্দ্র

গত বছর ১৬ ধরে উত্তরবঙ্গের জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি। আলিপুরদুয়ার রেলস্টেশন থেকে গাড়ি ভাড়া করে যাওয়ার ব্যবস্থা আছে। হোমস্টের সুবিধাও আছে এই পর্যটন কেন্দ্রের আশপাশে।

পর্যটন কেন্দ্রের এলাকার মধ্যে রয়েছে নৌকা বিহারের বন্দোবস্ত। ঝোরা জলে নৌকা বিহারের জন্য রয়েছে একাধিক বোট। আগে থেকে একটি বোট ছিল। আনা হয়েছে আরও ৪টি বোট। রয়েছে শিশু উদ্যানও। পর্যটন কেন্দ্রে আমোদ-প্রমোদের জন্য নানা রকমের ব্যবস্থাও রয়েছে।

নতুন করে খুলল বক্সার সিকিয়াঝোরা পর্যটন কেন্দ্র

স্থানীয় বন পরিচালন কমিটির মহিলা সদস্যরা পর্যটন কেন্দ্রটি চালাতেন। কিন্তু এরই মধ্যে দুটি গোষ্ঠী তৈরি হয়ে যায় এবং তাদের মধ্যে বিবাদের জেরেই ১৫ জন বন্ধ হয়ে গিয়েছিল পর্যটন কেন্দ্রটি। অনিয়ম থামাতে হস্তক্ষেপ করে বনদফতর। কয়েক মাস বন্ধ থাকায় সময় পর্যটন কেন্দ্রের সংস্কার করা হয়। বন দফতর, স্থানীয় প্রশাসন এবং পঞ্চায়েতের সহযোগিতায় সাজিয়ে তোলা হয়েছে পর্যটন কেন্দ্রটি। নতুন গেট তৈরির সঙ্গে পর্যটকদের জন্য রেস্তোরাঁও তৈরি করা হয়েছে। পর্যটকদের জন্য বসার জায়গাও রাখা হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এই পর্যটন কেন্দ্রে কম করে ২৫০ জন কর্মসংস্থানের বন্দোবস্ত রয়েছে। পর্যটন কেন্দ্রের লভ্যাংশও ভাগ করে দেওয়া হয় সদস্যদের মধ্যে। ফলে সিকিয়াঝোরা পর্যটন কেন্দ্রটি খুলে যাওয়ায় স্বভাবতই খুশি বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের মানুষজন।

English summary
West Bengal Forest department again opens Sikiajhora tourist spot. It is under Buxa tiger project in Alipurduar Block no. 2 under Alipurduar district.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X