For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘুরে আসুন দেশের এই অজানা সুন্দর জায়গাগুলোতে, দেখবেন ভালো লাগবে

ঘুরে আসুন দেশের এই অজানা সুন্দর জায়গাগুলোতে, দেখবেন ভালো লাগবে

  • |
Google Oneindia Bengali News

না জানাকে জানার আনন্দ সকলেই পেতে চান। তাছাড়া ঘুরতে কে না ভালবাসে বলুন। অনেকেই আছেন যারা শত ব্যস্ততার মধ্যেও ঘুরতে বেরিয়ে পড়েন। আগে তো দেশের অজানা সুন্দর জায়গাগুলোতে ভালো করে ঘুরুন তারপর নয় বিদেশে ঘুরতে যাবেন। ভারতে ঘোরার জন্য এমন অনেক জায়গা আছে যেগুলিতে খুব কম খরচেই ঘোরা যায়। জেনে নিন সেই জায়গা গুলি কী কি।

সিকিমের ইয়ুম্থাং ভ্যালি

সিকিমের ইয়ুম্থাং ভ্যালি

যদি পারেন একবার সিকিমে ঘুরে আসুন। ওখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। ওখানে গেলে সিকিমের ইয়ুম্থাং ভ্যালি, নাথুলা পাস, সমগো লেক অবশ্যই ঘুরে আসবেন। চারপাশে পাহাড় ঘেরা, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর লাচুং গ্রামে অবস্থিত ইয়ুমথাং ভ্যালি । যারা পাহাড় ভালোবাসেন তারা একবার হলেও এখানে ঘুরে আসুন। এখানে রয়েছে বাবা মন্দির। যা খুব জাগ্রত বলে মনে করে পর্যটকেরা।

হিমাচল প্রদেশের খাজ্জিয়ার

হিমাচল প্রদেশের খাজ্জিয়ার

যদি হিমাচল প্রদেশে ঘুরতে যান অবশ্যই খাজ্জিয়ারে একবার ঘুরে আসুন। ডালহৌসি থেকে ২৬ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গা। এখানকার সবুজ তৃণভূমি আপনাকে বিশেষ আকর্ষণ করবেন। অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য এই জায়গাটা খুব ভালো। দেশের এই জায়গাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। এখানে হ্রদ, চারণভূমি, নানা বন্য ফুল আছে। বর্ষাকালে এর সৌন্দর্য দ্বিগুণ হয়ে ওঠে। এখানে একটি বিখ্যাত মন্দির রয়েছে। খাজ্জিয়ারের এলে প্যারাগ্লাইডিং, ঘোড়সওয়ারি, ট্র্যাকিং অবশ্যই করবেন।

মহারাষ্ট্রের মাথেরান

মহারাষ্ট্রের মাথেরান

মাথেরান ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার একটি জায়গায়। এখানে আপনি তেমন যানবাহন পাবেন না। হাঁটা পথেই আপনার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হবে। এর প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। এখানে গেলে অবশ্যই লুইস পয়েন্ট, শালট লেক, প্রবালগড় দুর্গ, চান্দেরি জায়গায় একবার হলেও ঘুরে আসবেন।

 মহারাষ্ট্রের কাস মালভূমি

মহারাষ্ট্রের কাস মালভূমি

মহারাষ্ট্রে কাস মালভূমি জায়গাটি অবস্থিত। এখানকার বন্য ফুল দেখার মতো। বর্ষার সময় এখানকার প্রাকৃতিক আরও দ্বিগুণ হয়ে ওঠে। যে সকল পর্যটক মহারাষ্ট্রে ঘুরতে আসেন তারা এই কাস মালভূমিতে একবার হলেও ঘুরে যান। কারণ এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করা খুব কঠিন।

 হিমাচল প্রদেশের স্পিতি

হিমাচল প্রদেশের স্পিতি

স্পিতি কথার অর্থ 'মধ্যভূমি'। এই উপত্যকা তিব্বত ও ভারতের মধ্যভূমিতে অবস্থিত, তাই এই জায়গায় নাম স্পিতি। ঘুরতে যদি যেতেই হয় তাহলে হিমাচল প্রদেশে একবার যান। এখানে সবথেকে সুন্দর ঘোরার জায়গা হল স্পিতি। চন্দ্রভাগা নদীর তীরে অবস্থিত এই জায়গা। শীতল ম্রুভূমি, পর্বত উপত্যকা রয়েছে, সেই সঙ্গে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মোহিত করে তুলবে। পারলে এখানে একবার ঘুরে আসুন।

 জম্মু কাশ্মীরের পহেলগাঁও

জম্মু কাশ্মীরের পহেলগাঁও

যদি ঘুরতে যেতে হয় তাহলে একবার জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘুরে আসুন। এখানকার নৈসর্গিক সৌন্দর্য, পাহাড়ি পথ, লিডার নদী আপনাকে মুগ্ধ করবে। সব ঋতুতেই পর্যটকেরা এখানে ঘুরতে আসেন। শুধু কিন্তু দেশের না বিদেশী পর্যটকেরা এখানে ঘুরতে আসেন। এখানে এলে একদমই কিন্তু মিস করবেন না আরু ভ্যালি ও বেতাব ভ্যালি জায়গাটি দেখতে। যারা গলফ খেলতে খুব ভালোবাসেন তাদের জন্য সবথেকে সুন্দর জায়গা এটি।

রাজস্থানের জয়সালমির

রাজস্থানের জয়সালমির

রাজস্থানের জয়সালমির এই জায়গাটিতে পারলে একবার ঘুরে আসুন। এখানে গেল আপনি উটের পিছনে ঘুরতে পারবেন। বালির টিলা এখানকার দেখার জিনিসের মধ্যে একটি। এখানে রয়েছে পাটওয়ান কি হাভেলি পর্যটন কেন্দ্রের মধ্যে একটি। পাঁচটি ছোট ছোট হাভেলি নিয়ে গঠিত এই জায়গা। এই জায়গা ঘোরার জন্য দূরদূরান্ত থেকে বহু মানুষ এখানে আসেন।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

যদি আপনি কোলাহল ছেড়ে রোমান্টিক জায়গা উপভোগ করতে চান তাহলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঘুরে আসুন। এখানকার সমুদ্র সৈকত, প্রাকৃতিক পরিবেশ, স্কুভা ড্রাইভিং আপনাকে বিশেষ নজর কাড়বে আপনার। এখানে গেলে রাধারনগর সৈকত, হ্যাবলক জায়গাটি ঘুরে আসবেন। এখানে রসদ্বীপ রয়েছে, যা খুব সুন্দর। এখানে রয়েছে ভাইপার দ্বীপ, যা দেখার টানে দূরদূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন।

ভারতের কিছু অফ-দ্য-বিট স্থান,পর্যটকদের কাছে অ্যাডভেঞ্চারের সেরা জায়গাভারতের কিছু অফ-দ্য-বিট স্থান,পর্যটকদের কাছে অ্যাডভেঞ্চারের সেরা জায়গা

English summary
visit these beautiful places of the country it will be good to see
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X