For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যাডভেঞ্চার রাইড খুব প্রিয়? ঘুরে আসতে পারেন ভারতের এইসব ভয়ঙ্কর সুন্দর জায়গায়

অ্যাডভেঞ্চার রাইড খুব প্রিয়? ঘুরে আসতে পারেন ভারতের এইসব ভয়ঙ্কর সুন্দর জায়গায়

Google Oneindia Bengali News

চার দেওয়ালের গণ্ডি পেরিয়ে ঘুরতে যেতে কে না ভালোবাসেন। অজানাকে জানার, অদেখাকে দেখার বাসনা কম বেশি রয়েছে সকলেরই মধ্যে। ব্যস্ত সময়ের মধ্যে কয়েকদিনের ছুটি নিয়ে অনেকেই বেরিয়ে পড়েন অজানার উদ্দেশ্যে। পাহাড়, সমুদ্র,জঙ্গলের মধ্যেই বহু জায়গা রয়েছে, যা থাকে চক্ষুর আড়ালে। চাইলেই সেখানে সহজে পৌঁছানো সম্ভব হয় না। কিন্তু সাহসে ভর করে সেখানে দুদিন ঘুরে আসলে অনেক কিছুই জানতে পারা যায়। ভারতের বহু জায়গায় রয়েছে, যেখানে গেলে অপূর্ব দৃশ্য পরিলক্ষিত হয়। আর সেইসঙ্গে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য এই সকল স্থান স্বর্গের থেকে কম কিছু নয়। কারণ এখানে প্যারাগ্লাইডিং থেকে পাহাড়ের কোল দিয়ে বয়ে যাওয়া খরস্রোতা নদীর মধ্যে রিভার র‍্যাফটিং, সবই করতে পারেন ইচ্ছামত।

ঋষিকেশ

ঋষিকেশ

খরস্রোতা নদীতে ওয়াটার রাফটিং করেছেন কখনও? বাঞ্জি জাম্পিং, প্যারা গ্লাইডিংয়ের মত এটিও একটি অ্যাডভেঞ্চার। প্রতিমুহূর্তে বিপদের হাতছানি। তা সত্ত্বেও রয়েছে অত্যন্ত ভালো লাগা। ঋষিকেশের খরস্রোতা গঙ্গাতে ওয়াটার রাফটিং করার সুযোগ রয়েছে। ঋষিকেশ থেকে ব্রক্ষ্মপুরি অবধি ওয়াটার রাফটিং করার সুযোগ রয়েছে।

 জান্সকার উপত্যকা

জান্সকার উপত্যকা

জান্সকার উপত্যকার কথা শুনেছেন? ট্রেকিং করতে অনেকেই ভালোবাসেন। 'চাদার' ট্র্যাক হল ভারতের দুঃসাহসিক ট্রেকিং রুটের মধ্যে অন্যতম। তবে শুধুমাত্র ভারত নয়, গোটা বিশ্বের মানুষ এই রমাঞ্চে ভরা ট্রেকের প্রতি আকৃষ্ট হন। 'চাদার' ট্র্যাকের কাছে জান্সকার নদীর হিমায়িত জলের অসাধারণ দৃশ্যও উপভোগ করা যায় এখানে গেলে।

আউলি

আউলি

পাহাড়ে গিয়ে অ্যাডভেঞ্চার করতে চাইলে প্রথমেই মনে আসে ট্রেকিং এর কথা। ট্রেকিং এরপরে যে বিষয়টি মাথায় আসে, সেটি হল বরফের মধ্যে স্কিইং। উত্তরাখণ্ডের গুলিতে গেলে আপনি করতে পারবেন স্কিইং। প্রতি বছরে শীতকালে আউলিতে গেলে আপনি দেখতে পাবেন স্কিইং প্রতিযোগিতা। মোটা বরফের আস্তরণের ওপরে স্কিইং অত্যন্ত দুঃসাহসিক। ভয় কে জয় করার মধ্যেই রয়েছে আনন্দ।

 মানালি

মানালি

ভারতের সেরা পর্যটন কেন্দ্রের কথা উঠলে সকলের আগেই চোখের সামনে ভেসে ওঠে সিমলা কুলু ও মানালীর নৈসর্গিক প্রাকৃতিক শোভার দৃশ্য। হিমগিরি হিমালয়, একের পর এক চিরতুষারে ঢাকা পর্বতশৃঙ্গ সবকিছুই দেখা যায় এখানে এলে। কিন্তু নানা রকম অ্যাডভেঞ্চার রাইডের জন্যও এই অঞ্চল খুব বিখ্যাত। পাহাড়ে বাঞ্জি জাম্পিংএর মতো প্যারা প্যারাগ্লাইডিংও খুব অ্যাডভাঞ্চেরাস। মানালিতে গেলে সেখানে রয়েছে প্যারাগ্লাইডিং করার সুযোগ।

 বান্ধবগড় ন্যাশনাল পার্ক

বান্ধবগড় ন্যাশনাল পার্ক

বাঞ্জি জাম্পিং, প্যারা গ্লাইডিং, ট্রেকিং, স্কিইং সবকিছুর মধ্যেই রয়েছে ভয়কে জয় করার হাতছানি। পাহাড়ের পাশাপাশি জঙ্গলেও রয়েছে অনেক দুঃসাহসিক জায়গা। সেইরকম একটি জায়গা মধ্যপ্রদেশের বান্ধবগড় ন্যাশনাল পার্ক। এখানে রয়েছে নানা রকমের হিংস্র বন্যপ্রাণ। আর এই সকল প্রাণীকে চোখের সামনে দেখার সঙ্গে সঙ্গে গভীর অরণ্যে জঙ্গল সাফারির মজাই আলাদা।

হানিমুনে সঙ্গীকে নিয়ে কোথায় যাবেন ভাবছেন, কম খরচে ঘুরে আসুন এই জায়গাগুলোতে হানিমুনে সঙ্গীকে নিয়ে কোথায় যাবেন ভাবছেন, কম খরচে ঘুরে আসুন এই জায়গাগুলোতে


English summary
some most adventurous tourist spots in india for travelers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X