For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ভরা শীতে দক্ষিণ ভারতের এই জায়গাগুলি ঘুরে দেখুন

  • |
Google Oneindia Bengali News

নিত্যদিনের কাজের মাঝে কয়েকদিনের ছুটি পেলে মন্দ হয় না। নতুন বছরের শুরুতেই অফিসে কাজের চাপ খুব বেশি থাকে না। তার উপরে এই সময়ে আবহাওয়াও একেবারে মনোরম থাকে। [দক্ষিণ ভারতের এই জায়গাগুলি জনপ্রিয় হয়েছে বলিউডের দৌলতে]

তাই ছুটি পেলেই অবসর সময় কাটাতে কয়েকদিন ঘুরে এলে শরীর, মন দুটোই ভালো হয়ে যেতে পারে। তার উপরে পরিবারের সঙ্গেও বেশ চুটিয়ে মজা করতে পারবেন।

এই সময়ে দক্ষিণ ভারতের আবহাওয়া খুব মনোরম থাকে। তাই চাইলেই দক্ষিণ ভারতে ঘোরার প্ল্যান করে ফেলতেই পারেন। কিন্তু এই সময়ে যেতে চাইলে কোথায় কোথায় যাবেন তা জেনে নিন নিচের স্লাইড থেকে।

লাক্ষাদ্বীপ

লাক্ষাদ্বীপ

ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে জানুয়ারি মাসে যাওয়াই সবচেয়ে আরামের। সমুদ্র ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই জায়গাটি শীতের সময়ে এলে দারুণ উপভোগ করা যায়।

পোল্লাচি

পোল্লাচি

তামিলনাড়ুর কোয়েম্বাটুরে অবস্থিত পোল্লাচিতে অনেকগুলি পর্যটনস্থল রয়েছে। আন্নামালাই অভয়ারণ্য, আঝিয়ার বাঁধ, তিরুমূর্তি পাহাড়, তিরুকোইল মন্দির ইত্যাদি।

মুল্যাণগিরি

মুল্যাণগিরি

চিকমাগালুরের সবচেয়ে উচ্চতম পাহাড় চূড়া হল মূল্যাণগিরি। এখানে পর্যটকেরা আসেন ট্রেকিং করতে। সাধক মুল্লাপ্পা স্বামীর নামানুসারে এই পাহাড়ের চূড়ার নামকরণ হয়েছে।

অমরাবতী

অমরাবতী

সাহবাহন রাজত্বের সময়ে অমরাবতী ছিল সেখানকার রাজধানী। বর্তমানে অন্ধ্রপ্রদেশের গুন্টুরে এটি অবস্থিত। দক্ষিণ ভারতের অন্যতম দর্শনীয় স্থান এটি।

কালপেট্টা

কালপেট্টা

কেরলের ওয়েনাড়ের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল কালপেট্টা। এখানকার নানা জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে একাধিক পুরনো স্থাপত্য ও দর্শনীয় স্থল। এখানকার চেমব্রা পাহাড়, এড়াক্কল গুহা, মীনমুট্টি জলপ্রপাত ইত্যাদি নানা দর্শনীয় স্থল রয়েছে।

আইহোল

আইহোল

কর্ণাটকের বাগলকোটে-তে অবস্থিত আইহোল একটি হেরিটেজ সাইট। এটি চালুক্যদের স্থাপত্য অনুযায়ী তৈরি। এখানে আরও অনেকগুলি চালুক্য রাজবংশের তৈরি স্থাপত্য রয়েছে।

ইয়েলাগিরি

ইয়েলাগিরি

তামিলনাড়ুর একটি হিল স্টেশন হল ইয়েলাগিরি। এখন এই জায়গাটি বেশ জনপ্রিয় হয়েছে। এই হিল স্টেশনের তিনদিকে ঘিরে রয়েছে স্বামীমালাই পাহাড়, জাভাদি পাহাড় ও পালামাথি পাহাড়। বেঙ্গালুরু থেকে মাত্র ১৬৭ কিলোমিটার দূরে অবস্থিত এই হিল স্টেশন।

মুন্নার

মুন্নার

কেরলের পরিচিত হিল স্টেশনের অন্যতম হল মুন্নার। জানুয়ারিতে ঘুরতে এলে এখানে সবচেয়ে বেশি উপভোগ করা সম্ভব। এখানকার পাহাড়ি শোভা, চা-বাগান দেখতে দেশ-বিদেশ থেকে পর্যটকেরা এখানে আসেন।

ভ্রমণ সংক্রান্ত আরও খবর পড়ুন এখানে :

মহীশূর প্যালেস সম্পর্কে অজানা নানা তথ্যমহীশূর প্যালেস সম্পর্কে অজানা নানা তথ্য

নতুন বছরের শুরুতেই আপনার গন্তব্য হোক এই জায়গাগুলিনতুন বছরের শুরুতেই আপনার গন্তব্য হোক এই জায়গাগুলি

ভরা বর্ষায় দক্ষিণ ভারতে ঘোরার আদর্শ জায়গা একনজরেভরা বর্ষায় দক্ষিণ ভারতে ঘোরার আদর্শ জায়গা একনজরে

বরফ আর অ্যাডভেঞ্চার চাইলে এই শীতেই ঘুরে আসুন গুলমার্গবরফ আর অ্যাডভেঞ্চার চাইলে এই শীতেই ঘুরে আসুন গুলমার্গ

English summary
Places to Visit in South India this January
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X