For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দার্জিলিংয়ের কোলাহল থেকে অল্প দূরে স্বর্গীয় তিনচুলে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে ঘুরে আসুন তিনচুলে। চোখজুড়ানো সবুজ আর গ্রাম্য মানুষের আতিথেয়তা সারা জীবন মনে থাকবে।

কেন যাবেন: তিনচুলের আকর্ষণ এর নিসর্গ। কাছের সবুজ পাহাড় আর দূরের তুষারধবল শৃঙ্গ আপনার মন কাড়বে। এ ছাড়া তিনচুলের আকর্ষণ হল কমলালেবুর বাগান। যদি শীতের সময় যান, তা হলে দেখবেন গাছে গাছে টসটসে পাকা কমলালেবু। দীর্ঘ জায়গা জুড়ে বিস্তৃত এখানকার কমলালেবুর বাগান। রয়েছে তাকদা অর্কিড সেন্টার। নানা ধরনের অর্কিড দেখে তাক লেগে যাবে। পায়ে পায়ে দেখে নিন তিনচুলে মনাস্ট্রি। যারা পাখি ভালোবাসেন, তাদের কাছে তিনচুলে গুরুত্বপূর্ণ। হরেক রকমের রংবেরঙের পাখি আছে এখানে।

আরও পড়ুন: কালিম্পংয়ের হট্টগোল থেকে দূরে নিরালা নিসর্গ ছিবো
আরও পড়ুন: ডুয়ার্সে এক টুকরো স্বর্গ সবুজ চামুর্চি

কীভাবে যাবেন: দার্জিলিং, কালিম্পং ও শিলিগুড়ি থেকে গাড়িতে তিনচুলে আসা যায়। দূরত্ব যথাক্রমে ৩২ কিলোমিটার, ৩৫ কিলোমিটার ও ৮০ কিলোমিটার। হাওড়া বা শিয়ালদহ থেকে যে কোনও ট্রেনে নিউ জলপাইগুড়ি এসে সেখান থেকে দার্জিলিং বা কালিম্পং হয়ে পৌঁছনো যাবে তিনচুলে।

কোথায় থাকবেন: এখনও পর্যটক মহলে তেমনভাবে পরিচিত হয়নি তিনচুলে। তাই ভিড় কম। ফলে থাকার জায়গার অভাব রয়েছে। একমাত্র গুরুং কটেজে থাকা যায়। ডবল বেড ও ফোর-বেড রুম ছাড়াও আছে কটেজ।

সরাসরি কথা বলতে ফোন করুন: ৯৯৩৩০৩৬৩৩৬/99033036336

English summary
Only few kilometres away from noisy Darjeeling, Tinchuley is nature's paradise
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X