For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দোলের ছুটিতে ঘুরে আসুন শান্তিনিকেতনের কাছে দমদমা থেকে, আদিবাসী গ্রাম মন ভরিয়ে দেবে

দোলের ছুটিতে ঘুরে আসুন শান্তিনিকেতনের কাছে দমদমা থেকে, আদিবাসী গ্রাম মন ভরিয়ে দেবে

Google Oneindia Bengali News

দোলের ছুটিতে অনেকেই বেড়িয়ে আসতে চান কাছে পিঠের জায়গা। শান্তিনিকেতনে আগে বসন্তোউৎসবের জন্য ভিড় করতেন পর্যটকরা। গত কয়েক বছর ধরে শান্তিনিকেতনে বসন্তোৎসব হচ্ছে না। সেকারণে পর্যটকদের ভিড়ও এখনঅনেকটাই কমে গিয়েছে। তবে লাল মাটির দেশে অনেকেই বসন্তোৎসবের দিন কাটাতে চান অনেকেই। শান্তিনিকেতনে যাঁকা বেড়াতে যাবেন ভাবছেন তাঁরা ঘুরে আসতেই পারেন কাছাকাছির দমদমা থেকে। শান্তিনিকেতনের কাছেই রয়েছে আদিবাসী গ্রাম দমদমা।

শান্তিনিকেতনের কাছেই দমদমা

শান্তিনিকেতনের কাছেই দমদমা

শান্তিনিকেতনে যাঁরা ভাবছেন দোলে ছুটি কাটাতে যাবেন ভাবছেন তাঁদের একটা জায়গার সন্ধান দিয়ে দেওয়া জরুরি। শান্তিনিকেতনের কাছেই রয়েছে দমদমা আদিবাসী গ্রাম। বসন্তে আরও রঙ্গিন হয়ে ওঠে লাল মাটির সেই আদিবাসী গ্রাম। লাল মাটির রাস্তার দুই ধারে পরিপাটি করে নিকোনো বাড়ি। শিমুলে রাঙা গাছ। মন ভরে যাবে গ্রামে ঢুকলেই। ক্ষেত জুড়ে সরষে গাছ। পুকুর পাড়ে সারি সারি তাল গাছ। পুকুরে খেলা করে বেরাচ্ছে হাসের দল।

কীভাবে যাবেন

কীভাবে যাবেন

শান্তিনিকেতন থেকে কেউ ঘুরে আসতে পারেন। আবার অনেকে থাকতেও পারেন সেখানে। তার জন্য রয়েছে হোমস্টে। বোলপুর থেকে দমদমার দূরত্ব ১০ কিলোমিটার। বোলপুর থেকে চাইলে গাড়ি ভাড়া করেও সেখানে যাওয়া যায়। তার জন্য দিতে হবে ১০০০ টাকা। আর প্রান্তিক বা কোপাই থেকে যেতে হলে গাড়ি ভাড়া লাগবে সাড়ে ছশো থেকে পাঁচশো টাকা। আবার টোটো করেও সেখানে যাওয়া যায়।

কোথায় থাকবেন

কোথায় থাকবেন

দমদমায় থাকার বন্দোবস্তও রয়েছে। সেখানে হোমস্টেতে অনায়াসে থাকা যায়। তপোবন হোমস্টে রয়েছে সেখানে। তবে সেখানে বেশি হোমস্টে নেই। কাজেই সেই হোম স্টে আগে থেকে বুক করে নিতে হবে। না হলে শান্তিনিকেতনে হোটেলে থেকে সেখানে গাড়িতে বেড়িয়ে আলতে হবে। এসি, ননএসি ২ রকমের হোটেলই সেখানে পাওয়া যায়।এখানে থাকার আরেকটি সুবিধা হল পোষ্যকে নিয়েই এই হোম স্টেতে থাকার বন্দোবস্ত রয়েছে। তবে সেখানে হোম স্টেতে থাকতে গেলে ৭২ ঘণ্টা আগের কোভিড নেগেটিভ রিপোর্ট লাগবে। সঙ্গে রাখতে হবে ভ্যাকসিনেশন সার্টিফিকেট।

কী কী দেখার জায়গা

কী কী দেখার জায়গা

অনেকেই হয়তো বলতে পারেন আদিবাসী গ্রামে আর নতুন কি দেখার জায়গা রয়েছে। শান্তিনিকেতনের কাছেই তো রয়েছে সংখ্য আদবাসী গ্রাম। কিন্তু তাদের থেকে একটু হলেও আলাদা দমদমা। হোম স্টেতে থাকলে আরও বেশি করে এই গ্রামের সৌন্দর্য অনুভব করতে পারবেন তাঁরা। হেঁটেই ঘুের বেড়াতে পারেন গ্রাম। এখানকার গ্রামীণ সৌন্দর্য মুগ্ধ করবে সকলকে। ঘুরে আসতে পারেন আলবান্দা, দেবাননদপুর, স্বপ্নলেহনা নামের গ্রামগুলি। দোলের কয়েকদিন মুদ্ধ করে দেবে সকলকে।

প্রতীকী ছবি

English summary
nearest travel destination of West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X