For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাখি ভালো লাগে? তবে যেতেই হবে কুলিক

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

পাখি দেখতে ভালোবাসেন? ওদের সংসারের খুঁটিনাটি বুঝতে চান? বেশ তো, বেশি দূরে যাওয়ার দরকার নেই। কম খরচে চলুন কুলিক পাখিরালয়।

কেন যাবেন: উত্তর দিনাজপুরের কুলিক পাখিরালয় এশিয়ার অন্যতম বৃহৎ বার্ড স্যাংচুয়ারি। কিছু পাখি আছে যা সারা বছর ভিড় জমায়। যেমন হোয়াইট ব্রেস্টেড ওয়াটার হেন, গ্রে ওয়াগটেল, কোয়েল, গ্রেটার কুকাল, বি ইটার, ব্রাউন শ্রাইক, ব্ল্যাক হুডেড ওরিওল, রেড হুইস্কার্ড বুলবুল ইত্যাদি। দেখা পাবেন নানা জাতের ময়না পাখির। ঋতুভেদে আসে ক্যাটল ইগ্রেট, গ্রেট ইগ্রেট, লিটল ইগ্রেট, পন্ড হেরন, এশিয়ান ওপেন বিল ইত্যাদি। আসন্ন শীতে কুলিক ভ্রমণে গিয়ে দেখে নিতে পারেন পরিযায়ী পাখিদের।

আরও পড়ুন: ওক-পাইনের স্নিগ্ধ ছায়ায় মায়াবী পাহাড়ি গন্তব্য পেডং

কীভাবে যাবেন: কুলিক পৌঁছনো যায় ট্রেন অথবা বাসে। কলকাতা স্টেশন থেকে ছাড়ছে ১৩১৪৫ রাধিকাপুর এক্সপ্রেস। এই ট্রেনে প্রথমে আপনাকে পৌঁছতে হবে রায়গঞ্জ। সেখান থেকে কুলিক তিন কিলোমিটার রাস্তা। এ ছাড়া, মালদহ স্টেশন থেকেও কুলিক পাখিরালয় পৌঁছতে পারেন। হাওড়া ও শিয়ালদহ থেকে অনেক ট্রেন আসছে মালদহ। মালদহ থেকে জায়গাটির দূরত্ব ৭৩ কিলোমিটার।

কোথায় থাকবেন: থাকতে পারেন রাজ্য পর্যটন দফতর পরিচালিত রায়গঞ্জ ট্যুরিস্ট লজে। বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন: ৯৭৩৩০০৮৭৯১/9733008791

এ ছাড়া উত্তর দিনাজপুর জেলা পরিষদের অতিথিশালায় থাকা যাবে। যোগাযোগ: ২৫২২৭২/252272

রয়েছে সাধারণ মানের কিছু হোটেল। যেমন, হোটেল আনন্দ (২৫২০৬২/252062), হোটেল নটরাজ (২৫২০০৭/252007) ইত্যাদি।

জেলা পরিষদের অতিথিশালা বা উক্ত হোটেলগুলিতে ফোন করার সময় নম্বরের আগে '০৩৫২৩/03523' বসিয়ে নেবেন। এটি রায়গঞ্জের এসটিডি কোড।

English summary
Kulik is a must if your are a bird lover
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X