For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) উত্তরাখণ্ডে স্বর্গ আছে এই জায়গাতেই

উত্তরাখণ্ড সবসময়ই পর্যটকদের অত্যন্ত পছন্দের। হিমালয়ের পাদদেশে এই রাজ্য দেশের অন্য সব রাজ্যের থেকে আলাদা, অপূর্ব সুন্দর। কাশ্মীরকে ভারতের স্বর্গ হলেও উত্তরাখণ্ডের কৌশানীও কোনও দিক থেকে কম যায় না।

  • |
Google Oneindia Bengali News

উত্তরাখণ্ড সবসময়ই পর্যটকদের পছন্দের তালিকায় একেবারে উপরের দিকে থাকে। হিমালয়ের পাদদেশে এই রাজ্য দেশের অন্য সব রাজ্যের থেকে আলাদা, অপূর্ব সুন্দর। কাশ্মীরকে ভারতের স্বর্গ বলা হয় ঠিকই, তবে উত্তরাখণ্ডের কৌশানীও কোনও দিক থেকে কম যায় না।

গরমে ঘুরে আসুন উত্তর ভারতের সেরা এই হিল স্টেশনগুলির কোনও একটিতে

এই অদ্ভুত জায়গাগুলি ভারতে রয়েছে তা আপনি নিশ্চিত জানেন না!

এখানকার হিমালয় শৃঙ্গ ত্রিশূল, নন্দা দেবী ও পাঞ্চাচুলির শোভা এককথায় মনমুগ্ধকর। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮৯০ মিটার উঁচুতে অবস্থিত কৌশানী পাইন গাছের সারিতে সুসজ্জিত। উত্তরাখণ্ডের সেরা হিল স্টেশনগুলির অন্যতম এই জায়গা।

কোন সময়ে যাবেন

কোন সময়ে যাবেন

কৌশানীতে সারাবছরই কম-বেশি ভিড় লেগে থাকে। তবে যাওয়ার সেরা সময় সেপ্টেম্বর থেকে মে মাস। এই সময়েই সবচেয়ে বেশি পর্যটকের সমাগম হয়। [ভারতের সেরা 'রোমান্টিক ডেস্টিনেশন']

ভারতের সুইজারল্যান্ড

ভারতের সুইজারল্যান্ড

মহাত্মা গান্ধী এই জায়গায় এসেছিলেন। তিনি এই জায়গার নাম দেন ভারতের সুইডারল্যান্ড। কারণ এই জায়গার সঙ্গে সুইজারল্যান্ডের অনেক মিল রয়েছে। সেই বিষয়টি দেখেন মহাত্মা গান্ধী এমন নামকরণ করেন। [ভারতে সেরা জঙ্গল সাফারি করতে পারবেন এই জায়গাগুলিতে]

ভিলেজ ট্যুরিজম

ভিলেজ ট্যুরিজম

বরফাবৃত হিমালয়ের চূড়া, পাইন গাছের সারি, কৌশানীতে মনমাতানো অনেক কিছুই রয়েছে। তবে এখানকার আর একটা জিনিস বেশ আকর্ষণীয়, তা হল ভিলেজ ট্যুরিজম। এর ফলে আপনি হিমালয়ের কোলে অপরূপ সুন্দর গ্রামগুলিতে ছুটি কাটাতে পারবেন আপনি। [দেশের এই জায়গাগুলিতে এখনও আদিম উপজাতির বসবাস]

কৌশানীর উপরে কবিতা

কৌশানীর উপরে কবিতা

কৌশানীতে বিখ্যাত হিন্দি কবি সুমিত্রা নন্দন পান্থের জন্ম। তিনি এই জায়গার উপরে অনেক সুন্দর কবিতাও লিখেছেন। দিল্লি থেকে সপ্তাহান্তে ছুটি কাটানোর এর চেয়ে ভালো জায়গা আর কিছু হতে পারে না। [হিমাচলের এই গ্রামগুলি স্বর্গের মতো সুন্দর]

অনাশক্তি আশ্রম

অনাশক্তি আশ্রম

এটা কৌশানীর আর এক দ্রষ্টব্য স্থান। ১৯২৯ সালে গান্ধীজি এখানে এসে ছিলেন। পরে তাই এর নামকরণ হল গান্ধী আশ্রম নামে। এখানে এখন মিউজিয়াম গড়ে উঠেছে। এছাড়া পর্যটকদের থাকার জন্য আলাদা করে ২৪টি ঘরও রয়েছে। [ভারতে এমন আজব সংগ্রহশালা রয়েছে আপনি জানতেন?]

English summary
Considered as the paradise for the backpackers and also as a mystical land that inspires writers, Kausani, is a small yet a very impressive land in the state of Uttarakhand.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X