For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনের পর একঘেয়ে জীবনের স্বাদ বদলাতে ঘুরে আসুন এই জায়গাগুলোতে

লকডাউনের পর একঘেয়ে জীবনের স্বাদ বদলাতে ঘুরে আসুন এই জায়গাগুলোতে

  • |
Google Oneindia Bengali News

করোনা অতিমারীর কারণে দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর দেশের পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হচ্ছে। বিভিন্ন পর্যটন কেন্দ্র পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে। হোটেল, কটেজ, রেস্তোরা সহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্র পুনরায় হয়ে উঠেছে প্রাণবন্ত। স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়াচ্ছেন সব বয়সের মানুষ। করোনা আতঙ্কে দীর্ঘদিন ঘরবন্দি থাকার ফলে এক ধরনের অবসাদ মানুষকে ঘিরে ধরেছে। বিশেষ করে শিশুরা ঘরবন্দি থেকে অনেকটা বিমর্ষ। এর থেকে মুক্তি পেতে মানুষ ছুটছে সমুদ্র কিংবা পাহাড় ঘেরা প্রাকৃতির কাছে। এখানে ভারতের কিছু জায়গার কথা তুলে ধরা হয়েছে, যেই জায়গাগুলো অতিমারী পরবর্তী সময়ে দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন ভ্রমণপিয়াসুরা।

ঋষিকেশ

ঋষিকেশ

বন্য পাহাড়ের মাঝখানে অবস্থিত ঋষিকেশ হল ভারতের অন্যতম আধ্যাত্মিক ও যোগার রাজধানী। বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এখানকার নির্জন পরিবেশের মধ্যে মানসিক শান্তির খোঁজে আসেন। প্রকৃতির অপার সৃষ্টি ঋষিকেশ দু:সাহসিক কার্যকলাপের জন্য পরিচিত। রিভার র‍্যাফটিং, ক্যাম্পিং, ট্রেকিং, প্যারাগ্লাইডিং এবং বাঞ্জি জাম্পিংয়ের মতো অসংখ্য আকর্ষণীয় স্পোর্স্টস রয়েছে এখানে।

লেহ-মানালি হাইওয়ে

লেহ-মানালি হাইওয়ে

লেহ-মানালি হাইওয়ে ভারতে অবস্থিত একটি উঁচু পাহাড়ি রাস্তা। এটি বিশ্বের কিছু উচ্চতম পর্বতপথের মধ্য দিয়ে যায়, যার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ২ থেকে ৩ মাইলের মধ্যে। এই রাস্তাটি জম্মু ও কাশ্মীর রাজ্যের লাদাখের লেহ এবং হিমাচল প্রদেশ রাজ্যের মানালিকে সংযুক্ত করে। মানালি-লেহ হাইওয়ে বরাবরই জনপ্রিয়। এটি গ্রুপ বা একাকী ভ্রমণকারীদের জন্য পারফেক্ট। এই রুটটি ভারতে যেকোন ব্যাকপ্যাকিং ট্রিপকে ছাড়িয়ে যায়। অ্য়াডভেঞ্চারের সন্ধানে বেরোলে এই হাইওয়েতে নানা জানা অজানা দৃশ্যের সাক্ষী থাকবেন আপনি।

 কুর্গ

কুর্গ

কর্ণাটকে অবস্থিত একটি ছোট্ট হিল স্টেশন হল কুর্গ। প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের সাথে, কুর্গ একটি চিরসবুজ গন্তব্য। কুর্গ "ভারতের স্কটল্যান্ড' নামেও পরিচিত। প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং মনোরম জলবায়ু জায়গাটিকে স্কটল্যান্ড-এর সদৃশ করে তুলেছে। পশ্চিমঘাট পর্বতমালার পাশাপাশি সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মনমুগ্ধকর দৃশ্য চিরস্মরণীয় থাকবে। কুর্গের মাডিকেরির অ্যাবে ঝরনা বিখ্যাত। এখানে আপনি কিছু শ্বাসরুদ্ধকর দৃশ্যের সাক্ষী হবেন। কুর্গে কিছু সেরা ট্র্যাকিং ট্রেইল এবং ক্যাম্পিং স্পট রয়েছে। এছাড়াও এখানে আপনি ঘন বনের মধ্যে রাতে সাফারিতেও যেতে পারেন।

গোয়া

গোয়া

চমৎকার প্রাকৃতিক দৃশ্য, রূপালি সৈকত, সবুজ পাহাড়, সুস্বাদু সামুদ্রিক খাদ্য এবং অলীক সৌন্দর্যে পরিপূর্ণ গোয়া। ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত, এই ক্ষুদ্র পান্নার দেশ গোয়া পশ্চিমঘাট পর্বতমালার মধ্য়ে অবস্থিত। এই ছোট নবীন রাজ্য বিশ্বের একটা বিশিষ্ট সৈকত গন্তব্য। অগণিত মানুষ গোয়া ভ্রমণে আসেন।

আল্লেপ্পি

আল্লেপ্পি

ব্যাকওয়াটার বলতেই অজান্তেই মনের মধ্যে উঁকি দেয় কেরালার কথা । হাউসবোটে চেপে প্রাকৃতিক সৌন্দর্য অনুধাবন করার মধ্যে একটা অন্যধরণের রোম্যান্টিসিজিম লুকিয়ে রয়েছে ।

তাই এমনি স্মৃতিমধুর ছুটি কাটাতে পৌঁছে যেতে পারেন আল্লেপ্পিতে। এছাড়াও এই শহরের দৃশ্যপটের সাথে ইতালির ভেনিস শহরের বেশ অনেকখানি সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। আলেপ্পিকে তাই ভেনিস অফ দ্য ইস্ট বা প্রাচ্যের ভেনিস বলা হয়।

জিম করবেট জাতীয় উদ্যান

জিম করবেট জাতীয় উদ্যান

জিম করবেট জাতীয় উদ্যান নৈনিতালের পার্বত্য জেলার কোলে অবস্থিত। বৃহত্তর করবেট টাইগার রিজার্ভের একটি অংশ, যেখানে আপনি সাদা বাঘ দেখতে পাবেন।

বাঘ ছাড়াও আপনি এখানে দাগযুক্ত হরিণ, হাতি, গোল্ডেন ফক্স দেখার সুযোগ পাবেন। কোসি নদী এবং করবেট জলপ্রপাতের সৌন্দর্য বেশ আকর্ষণীয়।

জয়পুর

জয়পুর

রাজস্থান রাজধানী ও সবচেয়ে বড় শহর জয়পুর। শহরটিতে রয়েছে সুপ্রাচীন সব দূর্গ ও ঐতিহাসিক প্রাসাদ। ভারতের উত্তরাঞ্চলের পর্যটনের সোনালি ত্রিভুজের অন্তর্ভুক্ত শহরগুলোর মধ্যে জয়পুর একটি। ঐতিহাসিক প্রাসাদের অপরূপ সৌন্দর্যের জন্য শহরটি পিংক সিটি নামেও পরিচিত। স্থাপত্য ও শিল্প উদ্ভাবনের জন্য ইতিহাসে জয়পুর শহরটি বিখ্যাত হয়ে আছে। বিশ্বের সবচেয়ে সুন্দর হোটেলের তালিকার মধ্যে জয়পুর শহরের হোটেলগুলোর নাম রয়েছে।

 কচ্ছের রন

কচ্ছের রন

গুজরাটের কচ্ছের রন অঞ্চলটি ভ্রমণপ্রিয় মানুষের কাছে এখনও তেমন পরিচিতি পায়নি । তবে এই মরুভূমি অঞ্চলটির মধ্যেও রয়েছে নজরকাড়া সৌন্দর্য।

এই মরুভূমিটি মূলত সাদা লবনাক্ত জলাভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। মরুভূমির বুকে নির্মায়মান ছোট ঘরগুলোতে রাত্রিবাস করে, পূর্ণিমার রাতে চাঁদের আলোয় কচ্ছের রনের মোহনীয় রূপ দেখে মুগ্ধ হবেন।

ঘুরে আসুন দেশের এই অজানা সুন্দর জায়গাগুলোতে, দেখবেন ভালো লাগবেঘুরে আসুন দেশের এই অজানা সুন্দর জায়গাগুলোতে, দেখবেন ভালো লাগবে


English summary
indian destination to visit after the pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X