For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পর্যটনে আরও জোয়ার আসবে দিঘায়, কনভেনশন সেন্টারের উদ্বোধনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন দিঘাকে গোয়ায় পরিণত করার।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন দিঘাকে গোয়ায় পরিণত করার। আর সেই কারণেই দিঘায় একাধিক প্রকল্পের মাধ্যমে একের পর এক উন্নয়ন করে আমূল পরিবর্তন ঘটিয়েছেন। ফলে রাজ্যের অন্যতম পর্যটনের কেন্দ্রে হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে দিঘা। আগের থেকে দিঘা পর্যটকদের আনাগোনা বেড়ে গিয়েছে অনেক গুণ। এবার সেই দিঘার মুকুটে যোগ হতে চলেছে নতুন পালক।

পর্যটনে আরও জোয়ার আসবে দিঘায়, কনভেনশন সেন্টারের উদ্বোধনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা

পাঁচ একর জমির ওপর দিঘায় আন্তর্জাতিক কনভেনশন সেন্টার নির্মাণ। সেই সেন্টারের কাজ শেষ হয়েছে।এখন জোরকদমে চলছে 'ফিনিশিং টাচ'র কাজ। তৎপরতার কারণ, আগামিকাল ২০ অগাস্ট কনভেনশন সেন্টারের দ্বারোদ্ঘাটনে এদিন বিকেলেই দিঘায় যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সৈকতের পর্যটনকে পুঁজি করেই কর্পোরেট দুনিয়াকেও কাছে টানতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্যই ৭০ কোটি ২৬ লক্ষ টাকা খরচে মুখ্যমন্ত্রীর পরিকল্পনাতেই এই আন্তর্জাতিক কনভেনশন সেন্টার তৈরির কাজ শুরু হয় বাংলা-ওড়িশার সীমান্ত উদয়পুরের কাছে ফোরশোর রোডের পাশে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পাঁচ একর জমিতে।

২০১৭ সালের ১১ জুলাই এই কনভেনশন সেন্টারের শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী। গত ডিসেম্বরে জেলা সফরে এসে দিঘার প্রশাসনিক বৈঠকে দ্রুত কনভেসনহান সেন্টার নির্মাণের কাজ সম্পন্ন করার পাশাপাশি অন্যান্য নানা বিষয়ে তিনি নির্দেশ দিয়ে গিয়েছিলেন জেলা প্রশাসনকে।রাজ্য নগরোন্নয়ন দপ্তরের তত্বাবধনায় কনভেসনহান সেন্টারের যাবতীয় কাজ ইতিমধ্যে শেষ করে ফেলেছে দায়িত্বে থাকা ডি এম পি নির্মাণ প্রাইভেট লিমিটেড সংস্থা।

[দিনের বাছাই করা সেরা ছবিগুলি দেখুন একঝলকে]

চলতি মাসে মুখ্যমন্ত্রীর পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসার কথা রয়েছে।২০ জানুয়ারি দিঘাতে কনভেনশন সেন্টারের উদ্বোধন করবেন তিনি।তার আগে দিঘাকে সমস্ত দিক থেকে সাজিয়ে তোলার প্রয়াস নিচ্ছে জেলা প্রশাসন।

আন্তর্জাতিক এই কনফারেন্স সেন্টারে এক হাজার বর্গমিটারের প্রদর্শন শালা, সেমিনার হল, ভিআইপি লাউঞ্জ ও এক হাজার আসন বিশিষ্ট অডিটোরিয়াম থাকছে। সেই সঙ্গে থাকছে চারতারা আতিথেয়তার হাতছানি। সেখানে সুইমিং পুল, স্পা ব্লক, চিলড্রেন্স পার্ক, জিম, ব্যাঙ্কোয়েট হলের পাশাপাশি থাকছে ককটেল, স্পা ইত্যাদি।

English summary
CM Mamata Banerjee to inaugurate convention centre in Digha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X