For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কালিম্পংয়ের হট্টগোল থেকে দূরে নিরালা নিসর্গ ছিবো

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ছিবো
দার্জিলিং, কালিম্পং তো চেনা জায়গা। ছুটিতে এ বার চলুন ছিবো। যে কোনও সময় যাওয়া যায় ছিবো। যদি শীতের কামড় সহ্য করতে পারেন, তা হলে শীতকালেও যেতে পারেন।

কেন যাবেন: উত্তুঙ্গ পাহাড়। তার গায়ে ছোটো ছোটো বাড়ি, যেন দেশলাইবাক্স। পাইন আর ধুপি গাছ ঠেসে ধরতে চায় চারদিক থেকে। সকালে সূর্য উঠলে গাছের ফাঁক দিয়ে দেখা যায় সোনালি কাঞ্চনজঙ্ঘা। পাহাড়ের গায়ে ধাপ কেটে চাষের ব্যবস্থা। ওপর থেকে দেখতে বেশ লাগে। আলসেমি করে দু'টো দিন কাটিয়ে দিন। যদি ট্রেকিংয়ের শখ থাকে, তা হলে বেরিয়ে পড়ুন। জঙ্গল ঠেলে পাহাড়ি পথে যেতে হবে অজানা ফুলের গন্ধ মেখে। পাখির কাকলি মন মাতাবে। দুরপিনদাঁড়া ভিউপয়েন্ট থেকেও ঘুরে আসা যায়।

আরও পড়ুন: জল-ছবি দর্শনে চলুন চিলিকা, অলস ছুটি হোক বা মধুচন্দ্রিমা
আরও পড়ুন: দার্জিলিংয়ের কোলাহল থেকে অল্প দূরে স্বর্গীয় তিনচুলে

কীভাবে যাবেন: কালিম্পং থেকে পাঁচ কিলোমিটার দূরে ছিবো। প্রথমে আপনাকে আসতে হবে নিউ জলপাইগুড়ি বা এনজেপি। হাওড়া ও শিয়ালদহ থেকে অনেক ট্রেনই যাচ্ছে নিউ জলপাইগুড়ি। তবে পাহাড়ি রাস্তায় সকাল-সকাল যাওয়াই ভালো। আপনাকে সকালে এনজেপি পৌঁছে দিচ্ছে ১৫৯৫৯ কামরূপ এক্সপ্রেস, ১৩১৪৭ উত্তরবঙ্গ এক্সপ্রেস, ১৩১৪৯ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ১২৩৪৩ দার্জিলিং মেল এবং ১২৩৭৭ পদাতিক এক্সপ্রেস। এখান থেকে কালিম্পং হয়ে পৌঁছতে হবে ছিবো।

কোথায় থাকবেন: ছিবোতে একটি মাত্র থাকার জায়গা। ছিবো ইন। খাওয়া খরচ ৩২৫ টাকা মাথাপিছু। ঘরভাড়া আলাদা। আগে থেকে জানিয়ে রাখলে এরা আপনাকে নিতে নিউ জলপাইগুড়ি স্টেশনে গাড়ি পাঠিয়ে দেবে।

সরাসরি কথা বলতে পারেন এই নম্বরে: ৯৮৭৪৬১৩২৬৭/9874613267

English summary
Away from crowded Kalimpong, Chhibo may be your ideal destination. The nearest railhead is New Jalpaiguri.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X