
জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘সোহাগ জল’, অভিনয়ে কারা থাকছেন দেখুন
নতুন ধারাবাহিক আসা মানে সকল অনুগামীদের মধ্যে এক খুশি খুশি ভাব, তাও যদি আবার পুরনো জনপ্রিয় ধারাবাহিকের নায়ক নায়িকারা থাকেন তাহলে তো আর কোন কথাই নেই। কালীপুজোর দিনেই একটি সুখবর রয়েছে সিরিয়াল প্রেমীদের জন্য। এবার জনপ্রিয় চ্যানেল জি বাংলায় আসতে চলছে নতুন ধারাবাহিক। সেই ধারাবাহিকে অভিনয় করবেন যমুনা ঢাকি অভিনীত শ্বেতা ভট্টাচার্য। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন হানি বাফনা। সিরিয়ালের নাম 'সোহাগ জল’। চ্যানেলের তরফে এই ধারাবাহিকের একটি প্রোমো শেয়ার করা হয়েছে। যা দেখে উন্মাদনার শেষ নেই সিরিয়াল প্রেমীদের।

কিন্তু কি নিয়ে এই ধারাবাহিকের গল্প? অন্য ধারাবাহিকের যেমনি প্রেম, বিয়ে দিয়েই শুরু হয় গল্প, তবে এই সিরিয়ালের গল্প একটু অন্যরকম। এখানে বরং বিয়ে ভেঙে যাওয়ার পর কিভাবে তা ভালোবাসায় পরিণত হবে তা দিয়েই শুরু হবে ধারাবাহিকের গল্প এমনটাই বোঝা যাচ্ছে সিরিয়ালের প্রোমো দেখে।
শুভ্র স্ত্রী সংসারকে প্রচন্ড ভালোবাসেন, কিন্তু তার স্বামীর সঙ্গে তার তেমন সদভাব নেই। তাই তার সাধের সংসার ছেড়ে চলে যেতে হচ্ছে জয়ীকে। সংসার ছেড়ে যেতে মন চাইছে না জয়ীর। তবুও তাকে যেতে হবে। প্রোমোতে দেখা গেল নিজের সংসারকে কিভাবে জয়ী অর্থাৎ এই ভূমিকায় অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য। কিভাবে নিজের হাতে পুরো সংসারকে ধরে রেখেছেন। সকল বাড়ির সদস্যদের তিনি কত ভালোবাসেন। শুধু তাই নয় বাড়ির সকল সদস্য তাকে খুব ভালোবাসে। তবে এর মাঝেই একটা ভাঙ্গন দেখা যায়।
তবে এটাও দেখা গিয়েছে যে বৃষ্টি শুরু হতেই বাড়ির ছাদে গিয়ে বাড়ির সকলের জামা কাপড় তুলে আনা থেকে ননদ যে গানের রেওয়াজ করবে সেদিকে নজর রাখছে জয়ী। তাছাড়া শাশুড়িকে খয়ের ছাড়া পান দেওয়া, দেওরকে পছন্দের খাবার বানিয়ে দেওয়া, তাছাড়া শ্বশুরকে বারবার চা দেওয়া এই সব কিছুতেই বেশ পটু জয়ী। তবে স্বামীকে যখন সে সকালের ব্রেকফাস্ট দিতে যান তার তখনই ঘটে বিপদ। এ দেখে মোটেও খুশি হন না তার স্বামী শুভ্র।
এরপর দেখা যায়, জয়ী তার কপালে টিপ খুলে সংসারের চাবি টেবিলের উপর রেখে সেই শ্বশুরবাড়ি থেকে বিদায় নিচ্ছে। সে চলে যাবার সময় অর্থাৎ তার বিদায় বেলায় তার জেঠি শাশুড়ির কন্ঠে খুব দুঃখের করুন সুর তিনি বলছেন, শুভ্রর সঙ্গে ছাড়াছাড়িটা না হলেই হয়তো ভালো হতো। তবে জয়ীর এই চলে যাওয়া মন থেকে মেনে নিতে পারছে না শুভ্র। যখন যেই বাড়ির বাইরে পা রাখল ঠিক সেই সময়ে এত বৃষ্টিতে ও ছাতা নিয়ে এগিয়ে এলো শুভ্র। সে জয়ী কে বলল আর কিছুক্ষন থেকে গেলে হয় না। তবে জয়ী জানায় এমনিতেই আমাদের আমার আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছে। এরপর কী ঘটবে তা জানতে হলে আপনাকে দেখতে হবে এই ধারাবাহিকটি।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই’ আসছে নতুন সময়ে, দেখুন নয়া প্রোমো