পুলের ধারে হট লুকে কৃষ্ণকলির মুন্নি, শীতেও উন্মুক্ত শরীর থেকে ঝরছে ঘাম
জি বাংলার প্রায় প্রতিটি সিরিয়ালই হিট। TRP এর দৌড়ে কৃষ্ণকলির স্থান প্রায় প্রথম দিকেই থাকে। জাস্ট সন্ধে হওয়ার অপেক্ষা ব্যাস রিমোট হাতে টিভির সামনে বসে পড়ল সবাই। প্রতিক্ষণে যেন এই সিরিয়াল টান টান উত্তেজনা।

কৃষ্ণকলির মুন্নি আসলে কে
এই কৃষ্ণকলি ধারাবাহিকে প্রায় চরিত্রই দর্শকদের পছন্দের। কিন্তু নিখিল চরিত্রটি একটু অপছন্দের সকলের কাছে। ধারাবাহিকে সবচেয়ে পছন্দের ও গুরুত্বপূর্ণ চরিত্র হল 'মুন্নি'। এই মুন্নি বাস্তবে আসলে কে? কৃষ্ণকলির মুন্নি আসলে অনন্যা গুহ। মুন্নি নামেই তিনি দর্শকদের কাছে পরিচিত। এই ধারাবাহিকে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করেছেন।

কিভাবে নেটদুনিয়া কাঁপাচ্ছেন অভিনেত্রী
জি বাংলার ধারাবাহিকে কৃষ্ণকলির গল্পের নায়ক নিখিলের ভাইঝির চরিত্রে অভিনয় করছেন এই মুন্নি। সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় এই মুন্নি। মুন্নি ওরফে অনন্যা মাঝেমধ্যেই শ্যুটিংয়ের ফাঁকে সহ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে রিল ভিডিও বানান ৷ সেগুলি যথারীতি ভাইরাল হয়। তা বলার অপেক্ষা রাখে না। এবার অন্য হট লুকে ধরা দিলেন সোশ্যাল মিডিয়ায়। নেট দুনিয়া যেন কাঁপিয়েছেন তিনি। সুইমিং পুলের নীল জলরাশির পাশে বিকিনি পরে রোদ গায়ে মেখে এক গুচ্ছ ছবি শেয়ার করলেন অনন্যা মুন্নি।

ব্যাচেলর্স পার্টি সেলিব্রেট
ছবিতে দেখা যাচ্ছে সাদা কালো বিকিনির ফাঁকে উন্মুক্ত নাভি। চুল খোলা, বান্ধবীদের সঙ্গে একেরপর এক ছবি তুলেছেন মুন্নি। কারণ, খুব তাড়াতাড়ি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী অলকানন্দা গুহ, তাঁর ব্যাচেলারেট সেলিব্রেট করতেই পুল পার্টিতে মজেছিলেন মুন্নি। মুন্নি লেখাপড়া ও অভিনয় দুটোই সমানভাবে সামলান। সাদা-কালো বিকিনিতে বান্ধবীর সঙ্গে হাসিমুখে পোজ দিচ্ছেন অভিনেত্রী। খোলা চুল,মাথায় সানগ্লাস- যেন এক অন্য মেজাজে অভিনেত্রী মুন্নি। তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বিকিনি পড়া একগুচ্ছ ছবি। যা দেখে ভক্তরা বেশ খুশী হয়েছে।
ছবি সৌ:ইনস্টাগ্রাম