For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জি বাংলায় আসছে ‘সারেগামাপা ’, কিন্তু কবে থেকে?

জি বাংলায় আসছে ‘সারে গা মা পা ’, কিন্তু কবে থেকে?

  • |
Google Oneindia Bengali News

এবার জি বাংলায় আসছে 'সারেগামাপা ’। প্রকাশ্যে এল সেই ট্রিজার ২। যা দেখে সকলেই খুব খুশী। এখানে দেখা মিলবে আপনাদের জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে। তবে, কখন, কোন সময়ে এটি সম্প্রচারিত হবে তা কিন্তু এখনও জানা যায়নি।

জি বাংলায় আসছে ‘সারে গা মা পা ’, কিন্তু কবে থেকে?


ট্রিজারে দেখা যাচ্ছে, এক ক্যাফেতে অনেকে এক সঙ্গে বসে চা খেতে খেতে মজা করে গান গাইছে। তবে, জানেন কী গান, বারান্দায় রোদদ্দুর, আমি আরাম কেদারায়…!এত সুন্দর গান গেয়ে সকলের মন ভরিয়ে দিচ্ছেন তারা। আর সেখানেই দেখা গেল অভিনেতাকে। গরম এক কাপ চায়ে এক চুমুক দিয়ে তিনি বলেন, 'গান থাক জীবন জুড়ে, আসছে সারে গা মা পা’। এমনই এক সুন্দর ট্রিজার দেখে অনুগামীরা কিন্তু খুব খুশী। তবে, সকল নেটিজেনরা জানতে চাইছেন কবে থেকে এটি সম্প্রচার হবে, আর কোন সময়েই বা দেখানো হবে। কারণ গান কে না ভালোবাসেন বলুন। যেকোনোও সময় গান শুনতে সকলেই বিশেষ পছন্দ করে থাকেন। সে পুরানো গান হোক কিংবা নতুন।

অপরদিকে, আপনাদের মন ভালো করতে স্টার জলসায় আসছে 'সাহেবের চিঠি’। স্টার জলসার আসছে মোহরখ্যাত প্রতীক সেন। বিপরীতে থাকছেন সকলের প্রিয় টেলি অভিনেত্রী দেবচন্দ্রিমা

সাইকেল নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে চিঠি বিলি করে দেবচন্দ্রিমা। অপরদিকে অভিনেতা কিন্তু গল্পে একজন বড় তারকা। চরিত্রের নাম সাহেব মুখোপাধ্যায়। তিনি ভালো অভিনয় ও গান করেন, কিন্তু কেন তিনি তা থেকে সরে যেতে চাইছেন। কিন্তু কেন তিনি এমন করছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি পৃথ্বীরাজ দেখবেন? সোজা সাপটা জবাব অক্ষয় কুমারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি পৃথ্বীরাজ দেখবেন? সোজা সাপটা জবাব অক্ষয় কুমারের

এমনই একদিন সাহেবের বাড়িতে আসেন অভিনেত্রী। সাহেবকে বলেন এটা তাঁর এক ভক্তের শেষ ইচ্ছা। তখন তিনি জানতে পারেন সাহেবের একটা পা নেই। তখন তিনি সাহেবকে উৎসাহ দিয়ে বলেন, সবার সামনে তাঁকে ফিরতে হবেই। এমনই দেখা গিয়েছে প্রোমোতে। তবে, কোনদিকে নেবে গল্পের মোড়, সেদিকেই তাকিয়ে অনুগামীরা।

English summary
coming to sare ga ma pa in zee bangle this treasure 2 in public
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X