কে জিতবেন বিগ বস ১৪? শোয়ের প্রাক্তন সদস্যদের মুখে রুবিনা ও রাহুলের নাম
বিগ বস ১৪–এর ফাইনাল কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। প্রত্যেক দর্শক এখন গোপনভাবে তাঁদের নিজেদের পছন্দের সদস্যকে জেতানোর জন্য চ্যালেঞ্জ করছেন। দর্শকদের পাশাপাশি বিগ বসের প্রাক্তনীরাও অনুমান করছেন কে হতে পারেন এই মরশুমের বিগ বসের বিজয়ী। নিকি তাম্বোলি, রাখি সাওয়ান্ত, রুবিনা দিলায়েক, আলি গনি ও রাহুল বৈদ্যর মধ্যে বিগ বসের ট্রফি নিয়ে লড়াই চলছে।
রবিবার এই রিয়ালিটি শোয়ের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। তার আগে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম বিগ বসের কিছুজন প্রাক্তনীদের কাছে তাঁদের চিন্তা–ভাবনা অনুযায়ী কে হতে চলেছেন বিজয়ী তা জানতে চেয়েছিলেন।

অভিনব শুক্লা (বিবি ১৪)
‘আমি চাই এবং আমার ধারণা রুবিনাই জিতবে। রুবিনাকে মানুষ প্রচণ্ড সমর্থন করছে। তাঁকে ভোটে ভোটে ভরিয়ে দিয়েছে তার ফ্যান ক্লাব। রুবিনা এখন টুইটারে সবচেয়ে বেশি ট্রেন্ড। রবিনা বিগ বসের একদম প্রথম থেকে রয়েছেন এবং সে কখনও খেলা ছেড়ে বেরিয়েও যায়নি বা এভিকটেডও হয়নি।'

নিশান্ত সিং মালখানি (বিবি ১৪)
‘আমার বাজি ধরেছি রুবিনা দিলায়েকের ওপর'।

জান কুমার শানু (বিবি ১৪)
‘গত সপ্তাহে অভিনবের বাড়ি ছেড়ে যাওয়ার পর এই শোয়ে পরবর্তীতে কি হতে চলেছে তা এখন থেকে বলা অসম্ভব। তাই আমি অনুমান করা ছেড়ে দিয়েছি। যদিও আমি ব্যক্তিগতভাবে চাইব রুবিনা বা নিকির মধ্যে কেউ একজন বিজয়ী হোক।'

নয়না সিং (বিবি ১৪)
‘রুবিনা দিলায়েক জিতবেন।'

রাহুল মহাজন (বিবি ২ এবং বিবি ১৪–এর চ্যালেঞ্জার)
‘রুবিনা অবশ্যই'।

শার্দুল পণ্ডিত (বিবি ১৪)
‘আমি আমার হৃদয় ও মনের মাঝখানে ফেঁসে রয়েছি। আলি গনি আমার ভাইয়ের মতো তাই আমি চাই আলি জিতুক। রুবিনার ক্ষেত্রে আমার বাড়িতে থাকাকালীন তিনি আমার সঙ্গে ভালো ব্যবহার করছেন। এমনকী তিনি খুব ভালো খেলছেন। আমি জানি না কি বলব আমি, উভয়কেই আমার অভিনন্দন।

আরশি খান (বিবি ১১ ও বিবি ১৪–এর চ্যালেঞ্জার্স)
‘এটা খুব কঠিন প্রশ্ন। যদিও আমি এটা উল্লেখ করতে চাই যে আমি যখন পর্বগুলি দেখি, আমার মনে হয়েছে, আমি জেতা উচিত ছিল।'

কামিয়া পাঞ্জাবি (বিবি ৭)
‘রাহুল বৈদ্য ও রুবিনা দিলায়েকের মধ্যে বিজয়ী হওয়ার সম্ভাবনা প্রবল। তবে দর্শকরা মনে করছেন শুধুমাত্র কালার্সের মুখই এই শো জেতে, না এটা ভুল ধারণা। আমি রুবিনা ও রাহল ২জনকেই ভালোবাসি, তবে বাড়ির আসল বিজয়ী রাখি সাওয়ান্ত।'

বিন্দু দারা সিং (বিবি ৩)
‘আমি জানি কে বিজয়ী হবেন, কিন্তু এটা আমি দর্শকদের ওপর ছাড়তে চাই। এই শোতে সকলেই তাঁদের ভালো প্রদর্শন দেখিয়েছেন।'

শেফালি বাগ্গা (বিবি ১৩)
‘আমি চাই রাহুল জিতুক কিন্তু রুবিনার বেশি সম্ভাবনা রয়েছে বিজয়ী হওয়ার।'

এ বছরের বিগ বসে রাহুল বৈদ্য বা রুবিনা দিলায়েকের বিজয়ী হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি রয়েছে বলে মনে করছেন অনেকেই।