For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রামায়ণ, মহাভারতের পর এবার ফিরতে চলেছে শক্তিমান

রামায়ণ, মহাভারতের পর এবার ফিরতে চলেছে শক্তিমান

Google Oneindia Bengali News

রামায়ণ, মহাভারতের পর এবার ফিরতে চলেছে ছোটদের প্রিয় ধারাবাহিক শক্তিমান। ভারতীয় টেলিভিশনের সুপারহিরো শো শক্তিমান আবার লকডাউনের সময় ফিরতে চলেছে বলে জানিয়েছেন খোদ এই ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনীত মুকেশ খান্না।

সম্প্রচার হবে শক্তিমান

সম্প্রচার হবে শক্তিমান

এর আগেই ঘোষণা হয়েছিল যে ২১ দিনের লকডাউন চলাকালিন পৌরাণিক ধারাবাহিক রামায়ণ, মহাভারতের পাশাপাশি শাহরুখ খান অভিনীত সার্কাস ও রজিত কাপুর অভিনীত ব্যোমকেশ বক্সী ফের সম্প্রচার করা হবে দূরদর্শন ও তার সিস্টার চ্যানেলে। রবিবার মুকেশ খান্না টুইটারে শক্তিমান দেখানোর কথা প্রকাশ করেন। মুকেশ খান্না বলেন, ‘আমাদের দেশের দুই মহাকাব্য রামায়ণ ও মহাভারত একদিনে দেখতে পাওয়া ১৩৫ কোটি লোক যারা লকডাউনের আওতায় রয়েছে তাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় ছিল। বাড়িতে বসে এই ধারাবাহিকের মজা নিন। এর থেকে ভালো খবর আর কি হতে পারে। কিন্তু আমি এর সঙ্গে আরও কিছু ভালো খবর আমার শক্তিমান ভক্তদের জন্য বলতে চাই, যে শক্তিমানও খুব শীঘ্রই ফিরে আসতে চলেছে।'‌ মুকেশ খান্না ভিডিও ক্লিপের মাধ্যমে এই খবর জানান।

৯০ দশকের জনপ্রিয় সিরিয়াল

৯০ দশকের জনপ্রিয় সিরিয়াল

যদিও অভিনেতা-প্রযোজক এই ধারাবাহিকটি কবে থেকে বা কোন সময়ে দেখানো হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। তিনি ভক্তদের অপেক্ষা করার জন্য জানিয়েছেন। মুকেশ খান্না মহাভারতে তাঁর ভীষ্ম চরিত্রের জন্য বিআর চোপড়াকে ধন্যবাদ জানিয়েছেন এই টুইটে। ৯০ দশকের শিশুদের জন্য শক্তিমান খুবই জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল। শক্তিমান তথা পণ্ডিত গঙ্গাধর বিদ্যাধর মায়াধর ওমকারনাথ শাস্ত্রী আজ কি আওয়াজ সংবাদপত্রের ফটোগ্রাফার ছিলেন। এই ধারাবাহিকটি ডিডি-১-এ ১৯৯৭ থেকে ২০০৫ পর্যন্ত চলেছে। এটা পরে অন্য ভাষায় তৈরি হয় ও বিভিন্ন চ্যানেলে সম্প্রসার হয়।

শক্তিমানের সিক্যুয়েল

শক্তিমানের সিক্যুয়েল

২০১১ সালে শক্তিমানঃ দ্য অ্যানিমেটেড সিরিজ ও ২০১৩ সালে হামারা হিরো শক্তিমান সিনেমা হয়। সূত্রের খবর, মুকেশ খান্না এই শোয়ের সিক্যুয়েলে কাজ করবেন এবং লকডাউনের পরই এর কাজ শুরু হবে।

English summary
Khanna, who was already a household names thanks to his role as the duty-bound Bhishma in BR Chopra's
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X