For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাহারা মরুভূমিতে তুষারপাত ৪২ বছরে পঞ্চমবার! জানেন, বিরল ঘটনাটির কী কারণ

সাহারা মরুভূমিতে তুষারপাত ৪২ বছরে পঞ্চমবার! জানেন, বিরল ঘটনাটির কী কারণ

  • |
Google Oneindia Bengali News

সাহারা মরুভূমিতে সম্প্রতি তুষারপাত হয়েছে। উত্তর আফ্রিকার এই মরুভূমির তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে। যার ফলে বালিতে তুষারপাত হয়ে তা জমাট বেঁধে গিয়েছে। বিশ্বের বৃহত্তম উত্তর আফ্রিকার সাহারা মরুভূমিতে তুষারপাতের সেই বিরল ঘটনার ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে সম্প্রতি। কিন্ত কেন ঘটল এমন বিরল ঘটনা?

বালুভূমির উপর শ্বেতশুভ্র তুষারে সে অনির্বচনীয় রূপ

বালুভূমির উপর শ্বেতশুভ্র তুষারে সে অনির্বচনীয় রূপ

সাহারার বুকে তুষারপাতে নান্দনিক সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। দিগন্ত বিস্তৃত বালুভূমির উপর শ্বেতশুভ্র তুষারে সে অনির্বচনীয় রূপ প্রকৃতির। এই ছবির দিকে তাকালে প্রকৃতিপ্রেমীরা হারিয়ে যান অন্য জগতে। সেই স্বপ্নময় জগতের ছবি উপহার দিয়েছে সাহারা মরুভূমির উপর তুষারপাত। এর ফলে সাহারা মরুভূমিতে বালির উপর তুষার জমাট বেঁধে সৃষ্টি হয়েছে অপরূপ বালির টিলা। সেই টিলায় আবার তুষারাবৃত হচ্ছে।

সাহারা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা যখন মাত্রাছাড়া

সাহারা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা যখন মাত্রাছাড়া

বিশ্বের বৃহত্তম মরুভূমিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩৬.৪ ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ ৫৮ ডিগ্রি সেলসিয়াস। এটি ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি, ইথিওপিয়ার ডাল্লোল এবং সুদানের ওয়াদি হালফার মতো বিষুব রেখার কাছাকাছি অবস্থান করে। এই সাহারার কিছু শহর ও পারিপার্শ্বিক এলাকা বিশ্বের অন্যতম উষ্ণ স্থান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই ছবি মহূর্তে ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই ছবি মহূর্তে ভাইরাল

বিশিষ্ট ফটোগ্রাফার করিম বোচেতাটা সম্প্রতি তুষার ও বরফে ঢাকা 'আইন সেফ্রা' শহরের অপরূপ সব ছবি তুলেছেন এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন। তারপরই সেইসব ছবি মহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। প্রকৃতিপ্রেমী মানুষ চোখ ফেরাতেই পারছে না নান্দনিক সৌন্দর্যের সেই ছবি দেখে।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফুট উঁচু শহর

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফুট উঁচু শহর

উত্তর-পশ্চিম আলজেরিয়ার নামা প্রদেশে অবস্থিত আইন-সেফ্রা শহরটি সাহারার প্রবেশদ্বার নামে পরিচিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফুট অর্থাৎ প্রায় ১ হাজার মিটার উপরে। শহরটি আটলাস পর্বত দ্বারা বেষ্টিত। এই অঞ্চলে জলের অভাব প্রচন্ড। এবং এই শহরের বালির টিলাগুলি ১৮০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে।

৪২ বছরের মধ্যে পঞ্চমবার তুষারপাত হল সাহারায়

৪২ বছরের মধ্যে পঞ্চমবার তুষারপাত হল সাহারায়

আইন সেফ্রা শহরের তাপমাত্রা রাতারাতি মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। তার ফলে তুষারপাত হয়েছে বিশ্বের উষ্ণতম স্থানে। তবে বিশ্বের বৃহত্তম মরুভূমিতে তুষারপাত এই প্রথম নয়। সাহারা মরুভূমিতে ৪২ বছরে পঞ্চমবারের তুষারপাত হল। এর আগে ১৯৭৯, ২০১৬, ২০১৮ ও ২০২১ সালে মরুভূমিতে তুষারপাত হয়েছিল।

গ্রীষ্ম এবং শীতের মাসগুলিতে তাপমাত্রা বিস্তর ফারাক

গ্রীষ্ম এবং শীতের মাসগুলিতে তাপমাত্রা বিস্তর ফারাক

উত্তর আফ্রিকায় গত বছর গ্রীষ্ম এবং শীতের মাসগুলিতে তাপমাত্রা চরম অবস্থানে পৌঁছেছিল। ছবিগুলিতে দেখা যায়, সাহারার টিলাগুলি তুষার-কম্বলে আবৃত হয়ে রয়েছে। উট এবং ভেড়াগুলিও তুষার-বেষ্টিত৷ প্রতিবারই তুষারপাতের পরিমাণ বিভিন্ন রকম হয়। ১৯৭৯ সালে একটি তুষারঝড় হয়েছিল। তারপর ২০১৮ সালে সাহারা মরুভূমিতে ৪০ সেন্টিমিটার তুষারপাত হয়েছিল।

১৫ হাজার বছরের মধ্যে সবুজ হয়ে উঠতে পারে সাহারা

১৫ হাজার বছরের মধ্যে সবুজ হয়ে উঠতে পারে সাহারা

গত কয়েক লক্ষ বছর ধরে সাহারা মরুভূমি তাপমাত্রা এবং আর্দ্রতার পরিবর্তন লক্ষ্যণীয়। মরুভূমি বর্তমানে খুব শুষ্ক। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন ১৫ হাজার বছরের মধ্যে এটি আবার সবুজ হয়েও উঠতে পারে। ফলে পরিবর্তনশীল মরুভূমিতে তুষারপাতে একেবারে অবাক হওয়ার কিছু নেই। বৈজ্ঞানিকরা ব্যাখ্যাও দিয়েছেন তুষারপাতের।

সাহারা মরুভূমিতে তাপমাত্রার রকমফের

সাহারা মরুভূমিতে তাপমাত্রার রকমফের

গ্রীষ্মের সময় আইন সেফ্রার তাপমাত্রা নিয়মিতভাবে ১০০ ডিগ্রি ফারেনহাইট বা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়। তবে এই জানুয়ারিতে তাপমাত্রা অনেক কমে যায়। সাধারণভাবে সাহারার তাপমাত্রা ৫৭ ডিগ্রি ফারেনহাইট বা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। কিন্তু হিমাঙ্কের নিচে নেমে যাওয়া খুবই বিরল ঘটনা।

সাহারা মরুভূমিতে তুষারপাতের কারণ কী?

সাহারা মরুভূমিতে তুষারপাতের কারণ কী?

বৈজ্ঞানিকরা মনে করছেন, জলবায়ু সংকটের কারণে এই ধরনের বিরল ঘটনা ঘটছে। সায়েন্স জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, শীতল আবহাওয়ার কারণ হিসেবে আর্কটিক উষ্ণায়নকে দায়ী করা যেতে পারে। রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর হাইড্রোমেটিওরোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল মনিটরিং-এর প্রধান রোমান ভিলফান্ডকে উদ্ধৃত করে একটি প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু সংকট সাহারায় তুষারপাতের কারণ।

English summary
Snowfall in Sahara Desert for 5th time in 42 years due to climate change
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X