For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সূর্যের জীবন সংকটে! মাঝ বয়সেই ‘মৃত্যু’ কড়া নাড়ছে, তবে কি ধ্বংস হয়ে যাবে পৃথিবীও

সূর্যের জীবন সংকটে! মাঝ বয়সেই ‘মৃত্যু’ কড়া নাড়ছে, তবে কি ধ্বংস হয়ে যাবে পৃথিবীও

Google Oneindia Bengali News

সূর্য রয়েছে ভয়ানক বিপদে! যাঁকে কেন্দ্র করে গোটা সৌরজগৎ চলছে, পৃথিবীতে টিকে রয়েছে জীবন, সেই সূর্যের জীবনই মহাসংকেট পড়েছে। এমনই অবস্থা যে, যেকোনও মূহূর্তে চির ঘুমে ঘুমিয়ে পড়তে পারে সূর্য। ভয়নাক বিপদের সম্মুখ পড়তে পারে আমাদের পৃথিবী, গোটা সৌরজগৎই! কিন্তু কেন ঘটতে চলেছে এমন ঘটনা!

সূর্যের জীবন সংশয় দেখা দিয়েছে!

সূর্যের জীবন সংশয় দেখা দিয়েছে!

সূর্যে এতই সৌর-ঝড় চলছে যে, তার শিখা বেরিয়ে আসছে, বেরিয়ে আসছে করোনাল ভর। সৌর ঝড়ের সঙ্গে সঙ্গে করোনাল ভর নির্গমন হওয়ায় সূর্যের জীবন সংশয় দেখা দিয়েছে। সম্প্রতি গাইয়া মহাকাশযান সূর্যে একটি মানচিত্র প্রকাশ করেছে। তাতেই স্পষ্ট হয়েছে এই নক্ষত্রের অতীত ও ভবিষ্যৎ। জ্যোতির্বিজ্ঞানীরা এই ধারণায় উপনীত হয়েছে যে, সূর্যের এখন মাঝবয়সী অবস্থা। সূর্যের আনুমানিক বয়স ৪.৫৭ বিলিয়ন বছর।

কীভাবে ভবিষ্যতে বিবর্তিত হবে সূর্য!

কীভাবে ভবিষ্যতে বিবর্তিত হবে সূর্য!

২০২২-এর জুন মাস গাইয়া মহাকাশযান নতুন যে তথ্য প্রকাশ করেছে, তার সাম্প্রতিক ডেটাসেটে শত কোটি নক্ষত্রের অন্তর্নিহিত বৈশিষ্ট্য সম্বন্ধে বিশেষ তথ্য প্রদান করা হয়েছে। সেখানে ধরা পড়েছে কোন নক্ষত্র কত বড়, তারা কতটা উষ্ণ, কতটা ভর ধারণ করে, সবকিছুই রয়েছে ওই ডেটাসেটে। এই ডেটা ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা সূর্যের অনুরূপ ভর এবং গঠনের নক্ষত্রগুলিতে চিহ্নিত করেছে। এবং তারা কীভাবে ভবিষ্যতে বিবর্তিত হবে, তাও তুলে ধরা হয়েছে।

মাঝ বয়সেই এক সঙ্কটের মুখে পড়েছে সূর্য

মাঝ বয়সেই এক সঙ্কটের মুখে পড়েছে সূর্য

সূর্য ইতিমধ্যে তার মধ্যবয়সী অবস্থায় পৌঁছে গিয়েছে। ইউরোপীয় স্পেস এজেন্সি জানিয়েছে, প্রায় ৪.৫৭ বিলিয়ন বছর বয়স হয়েছে সূর্যের। কিন্তু মাঝ বয়সেই এক সঙ্কটের মুখে পড়েছে সূর্য। নতুন সৌর চক্রের শীর্ষে যাওয়ার সঙ্গে সঙ্গে সূর্য গত সপ্তাহে ১৭টি করোনাল ভর নির্গমন এবং ন-টি সানস্পট সহযোগে বিস্ফোরিত হয়।

বিজ্ঞানীরা খুঁজে বের করার চেষ্টা করছে কারণ

বিজ্ঞানীরা খুঁজে বের করার চেষ্টা করছে কারণ

বিজ্ঞানীরা এখন খুঁজে বের করার চেষ্টা করছে, এই পরিস্থিতি কী কারণে হল। নক্ষত্রের কত ভর রয়েছে, তার রাসায়নিক গঠন কী, তার মধ্যে দিয়েই খোঁজার চেষ্টা চালানো হচ্ছে। আর এই কাজে বিজ্ঞানীদের সহযোগী হয়ে উঠেছে গাইয়া মহাকাশ যানের প্রেরিত ডেটাসেট। ফ্রান্সের অবজারভেটারি দে লা সিটি ডি'আজুর এ ব্যাপারে সবথেকে সঠিক পর্যবেক্ষণ দিতে সক্ষম হয়েছে।

মাঝ বয়সে লাল দৈত্য নক্ষত্রে পরিণত হবে সূর্য

মাঝ বয়সে লাল দৈত্য নক্ষত্রে পরিণত হবে সূর্য

এই পরিস্থিতিতে আমাদের সূর্যের ভবিষ্যৎ কী হতে চলেছে। গবেষকরা এ ব্যাপারে উপসংহারে পৌঁছেছে। সূর্য চার বিলিয়ন বছর বয়সে সর্বোচ্চ তাপমাত্রায় পৌঁছবে। তারপর এটি শীতল হবে। আকারেও বৃদ্ধি পাবে। এবং লাল দৈত্য নক্ষত্রে পরিণত হবে। ১০১১ বিলিয়ন বছর বয়সে সূর্য তাঁর জীবনের শেষ পর্যায়ে পৌঁছে যাবে।

জীবনের শেষ পর্যায়ে ম্লান সাদা বামন নক্ষত্র

জীবনের শেষ পর্যায়ে ম্লান সাদা বামন নক্ষত্র

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যে আমাদের নক্ষত্রে হলেও, আমরা সূর্য সম্বন্ধে অনেক কিছুই জানি না। কীভাবে আমাদের বিস্ময়কর ছায়াপথ তৈরি হয়েছে, তা আমরা জানি না। অথচ আমরা অন্য নক্ষত্রকে বোঝার চেষ্টা করি। ইউরোপীয় স্পেস এজেন্সি জানিয়েছে, সূর্য যখন তাঁর জীবনের শেষ পর্যায়ে পৌঁছে যাবে, তারপর এটি ম্লান সাদা বামন নক্ষত্রে পরিণত হবে।

English summary
Sun is going through crisis in middle life and indicates the danger for earth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X