For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বছর শেষের সূর্যগ্রহণের প্রহর গোনা শুরু! ভারতের কোন কোন অঞ্চলে দৃ্শ্য

বছর শেষে সূর্যগ্রহণের প্রহর গোনা শুরু! ভারতের কোন কোন অঞ্চলে দৃ্শ্য

Google Oneindia Bengali News

সূর্য, চাঁদ আর পৃথিবী ফের এক সরলরেখায় আসছে। এবার তা আসছে অসমভাবে। ফলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে না। কিন্তু আংশিক সূর্যগ্রহণ হতে চলেছে আগামী সপ্তাহেই। ২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ। এই মহাজাগতিক ঘটনা ভারতের কোন কোন অঞ্চল থেকে দেখা যাবে, স্টারগ্যাজারদের মধ্যে জানার আগ্রহ তুঙ্গে উঠেছে।

সূর্যগ্রহণ কী?

সূর্যগ্রহণ কী?

সূর্য ও পৃথিবীর মাঝে যখন চাঁদের উপস্থিতি ঘটে। তখন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে বাধাপ্রাপ্ত হয় চাঁদের দ্বারা। ক্রমেই চাঁদ ঢেকে দেয় সূর্যকে। পৃথিবীর বুকে চাঁদের ছায়া পড়ে। ফলে অন্ধকার নেমে আসে দিনের বেলাতেও। ২৫ অক্টোবর তা আংশিকভাবে ঘটবে। অর্থাৎ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ হবে। পূর্ণগ্রাস বা বলয়গ্রাস সূর্যগ্রহণ এবার হবে না। ৮ নভেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণ হবে। ওইদিন হবে পূ্র্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

খণ্ডগ্রাস সূর্যগ্রহণ কী

খণ্ডগ্রাস সূর্যগ্রহণ কী

খণ্ডগ্রাস বা আংশিক সূর্যগ্রহণ ঘটে যখন সূর্য, চাঁদ ও পৃথিবী পুরোপুরি এক সরলরেখায় আসে না। সূর্যের একাংশে পৃথিবী থেকে অন্ধকার ছায়া দেখায়। আংশিক সূর্যগ্রহণের তিনটি পর্যায় রয়েছে। একটি গ্রহণ স্পর্শ বা গ্রহণ আরম্ভ। গ্রহণ মধ্য বা সর্বাধিক অবস্থান পৌঁছনো। আর তৃতীয় পর্যায়টি হল গ্রহণ মোক্ষ বা গ্রহণ সমাপ্তি। প্রাথমিকভাবে চাঁদ ঢাকতে শুরু করে সূর্যকে। তারপর তা সর্বাধিক ঢেকে ফেলে। তৃতীয় পর্যয়ায়ে চাঁদে সরে যেতে থাকে। ফের সূর্যের উদয় হয়।

নতুন চাঁদে আংশিক সূর্যগ্রহণ

নতুন চাঁদে আংশিক সূর্যগ্রহণ

আংশিক সূর্যগ্রহণের অনন্য বৈশিষ্ট্য হল শুধুমাত্র তা নতুন চাঁদেই ঘটে। বিড়লা তারামণ্ডলের বিজ্ঞানী শিল্পী ঘোষ ব্যাখ্যা করেন, সূর্য ও পৃথিবীর কৌণিক অবস্থান আর চাঁদ ও পৃথিবীর কৌণিক অবস্থান এক নয়। চাঁদ ও পৃথিবী ৫.১ ডিগ্রি কোণে একে অপরের দিকে হেলে রয়েছে। পৃথিবী ও চাঁদের কক্ষপথের ছেদকারী বিন্দুকে নোড বলে। এর ফলে এক চান্দ্র-মাসে একটি অমাবস্যা হয়, কিন্তু একটি গ্রহণ তখনই ঘটে, যখন চাঁদ এই নোডগুলির একটিতে কোনও অমাবস্যার দিনে অবস্থান করে

আংশিক সূর্যগ্রহণ কখন শুরু হবে

আংশিক সূর্যগ্রহণ কখন শুরু হবে

২৫ অক্টোবর গ্রহণ স্পর্শ হবে দুপুর ২টো ২৯ মিনিটে। আর শেষ হবে ৬টা ৩২ মিনিটে। গ্রহণের মধ্য ৪টে ৩০ মিনিটে। গ্রহণের স্থিতি ৪ ঘণ্টা ৩ মিনিট। এবার গ্রহণের গ্রাসমান ০.৮৬১। এই গ্রহণের মোক্ষ সূর্যাস্তের পর। অর্থাৎ গ্রহণ সমাপ্তি হবে সূর্যাস্তের পর। গ্রহণ শেষের পর সূর্যকে আর দেখা যাবে না ভারতে।

২৫ অক্টোবরের আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে ইউরোপ

২৫ অক্টোবরের আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে ইউরোপ

২৫ অক্টোবরের আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর-পূর্ব আফ্রিকা, পশ্চিম এশিয়া, উত্তর আটলান্টিক মহাসাগর, পশ্চিম চিন, ভারত, উত্তর ভারত মহাসাগর-সহ প্রতিবেশী দেশগুলি থেকে। কলকাতা-সহ ভারতে দৃশ্য এই আংশিক সূর্যগ্রহণ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে যেমন আইজল ডিব্রুগড়, ইটানগর, কোহিমা, শিবসাগর, শিলচর, তামেলাং থেকে দেখা যাবে না সূর্যগ্রহণ।

পরবর্তী সূর্যগ্রহণ কবে

পরবর্তী সূর্যগ্রহণ কবে

পরবর্তী সূর্যগ্রহণ হবে ২০২৭ সালের ২ অগাস্ট। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে ওইদিন। কলকাতা-সহ ভারতে গ্রস্তোদয় দৃশ্য। আর পরবর্তী আংশিক সূর্যগ্রহণ হবে ২০২৫-এর ২৯ মার্চ। এটি ভারতে দৃশ্যমান হবে না। এরপর ২০৩২-এর ৩ নভেম্বর আংশিক সূর্যগ্রহণ ভারতে দৃশ্য হবে।

মহাকাশে বিপজ্জনকভাবে ঘুরছে একটি গ্রহাণু, পৃথিবী কি ফের বিপদের সম্মুখীনমহাকাশে বিপজ্জনকভাবে ঘুরছে একটি গ্রহাণু, পৃথিবী কি ফের বিপদের সম্মুখীন

English summary
Partial Solar eclipse will be shown on October 25 in 2022 and where it will be show in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X