For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওরিয়ন মহাকাশযান নিয়ে আর্টেমিস ওয়ান রকেটের পাড়ি চাঁদে, ইতিহাস তৈরি করল নাসা

ওরিয়ন মহাকাশযান নিয়ে আর্টেমিস ওয়ান রকেটের পাড়ি চাঁদে, ইতিহাস তৈরি করল নাসা

  • |
Google Oneindia Bengali News

ওরিয়ন মহাকাশযান নিয়ে আর্টেমিস ওয়ান রকেট পাড়ি দিল চাঁদের উদ্দেশে। তিনবারের প্রচেষ্টায় ইতিহাস তৈরি করল নাসা। চাঁদে মানুষ পাঠানোর মহড়ায় অবশেষে শুরু হল অভিযান। অ্যাপোলো মিশনের অনুরূপ আর্টেমিস মিশন সমস্ত বাধা কাটিয়ে বুধবার বেলা ১২টা ১৭ মিনিটে উড়ে গেল মহাকাশে।

ওরিয়ন মহাকাশযান নিয়ে আর্টেমিস ওয়ান রকেটের পাড়ি চাঁদে, ইতিহাস তৈরি করল নাসা

এদিন উৎক্ষপণের প্রায় আট মিনিট পর কোর স্টেজের ইঞ্জিনগুলি কেটে যায়। মূল স্টেজটি রকেট থেকে পৃথক হতে শুরু করে। তারপর ওরিয়ন মহাকাশযানটি অন্তর্বর্তী ক্রায়োজেনিক প্রপালশন স্টেজ দ্বারা চালিত হয়েছিল। নাসার ওরিয়ন মহাকাশযান চারটি সৌর অ্যারেও মোতায়েন করে। নাসার তরফে জানানো হয়েছে, এই সৌর অ্যারেগুলি চাঁদের কক্ষপথ ছেড়ে পৃথিবীতে ফিরে যাওার জন্য ওরিয়েনকে শক্তি জোগাবে।

এদিন সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টার উইন্ডো সিস্টেমে আর্টেমিস ওয়ান যাত্রা শুরু করে চাঁদে। ১২টা ১৭-য় কেনেডি স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণের পর নাসার বিজ্ঞানীরা নিশ্চিয় ৫০ বছর পর তাঁদের মানব অভিযানের দুয়ার খুলে যাবে। উল্লেখ্য, নাসা আর্টেমিস মিশন শুরু করেছে চাঁদে মানব অভিযানের উদ্দেশে। ৫০ বছর আগে অ্যাপোলো মিশনে চাঁদে গিয়েছিল নাসা। তারপর আর্টেমিস মিশনে নভশ্চররা তারা পাড়ি দেবে চাঁদে।

নাসা জানিয়েছে, এই প্রথম এসএলএস রকেট ও ওরিয়ন মহাকাশযান একসঙ্গে চাঁদের উদ্দেশে পাড়ি দিল। আর্টেমিস ওয়ান মিশন এবার কার্যত অসম্ভবকে সম্ভবে পরিণত করে দেখাল। আর আর্টেমিস মিশন ওয়ান সফল হওয়ার পর নাসা বার্তা দিল, "আমরা যাচ্ছি।" আড়াই মাস বিলম্বিত হল এই মিশনের, তবে চন্দ্রাভিযানে এক বড় লক্ষ্য নিয়ে পাড়ি দিল নাসার মহাকাশযান।

নাসার এই আর্টেমিস মিশন শুধু চাঁদে মানুষ পাঠানোর জন্য নয়, এরপর মঙ্গলেও শুরু হবে মানব অভিযান। এই আর্টোমিস ওয়ান পাঠানো হচ্ছে চাঁদ ও মহাকাশে জৈব পরীক্ষার উদ্দেশ্যে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস মুন মিশনের প্রথম পর্ব সফল হলে আর্টেমিস-২ মানব অভিযানে চাঁদে যাবে। তারপর আর্টেমিস-৩ পাঠানো হবে মঙ্গলে।

নাসা চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা সফল কররা লক্ষ্যমাত্রা রেখেছে ২০২৫-এর মধ্যে। আর ২০৩০-এর মধ্যে মঙ্গলে মানব অভিযান করবে নাসা। এদিন তৃতীয় প্রচেষ্টায় আর্টেমিস মিশন শুরু করতে সফল হন নাসার বিজ্ঞানীরা। জ্যোতির্বিজ্ঞানীরা অনেক আশা নিয়ে নাসার চন্দ্রযান আর্টেমিস ওয়ানকে ফ্লোরিডার কেনেডি স্পেস স্টেশনে সংযোগ করছিল। কিন্তু তারপরেই আঘাত হেনেছিল হারিকেন নিকোলে। তবে এবার তা কাবু করতে পারেনি বিজ্ঞানীদের।

English summary
Nasa’s Artemis mission lifts off toward Moon from Kenedi space station of Florida at last
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X