For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাইক্রোসফটে ১০ হাজার কর্মী ছাঁটাই! ভবিষ্যত সুযোগের দিকে মনোনিবেশ, বললেন সিইও সত্য নাদেলা

কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করল বিল গেটসের সংস্থা মাইক্রোসফট। তাদের তরফে বলা হয়েছে, যে ১০ হহাজার কর্মী ছাঁটাই করা হচ্ছে, তা মোট কর্মীর প্রায় ৫ শতাংশের মতো। তবে ভারতে কত কর্মীকে ছাঁটাই করা হচ্ছে সে বিষয়টি নিশ্চিত

  • |
Google Oneindia Bengali News

কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করল বিল গেটসের সংস্থা মাইক্রোসফট। তাদের তরফে বলা হয়েছে, যে ১০ হহাজার কর্মী ছাঁটাই করা হচ্ছে, তা মোট কর্মীর প্রায় ৫ শতাংশের মতো।

তবে ভারতে কত কর্মীকে ছাঁটাই করা হচ্ছে সে বিষয়টি নিশ্চিত করেনি তারা। ছাঁটাইয়ের কারণ হিসেবে তারা বলছে, অর্থনৈতিক অবস্থা এবং গ্রাহকদের অগ্রাধিকার পরিবর্তনের কথা।

 মাইক্রোসফটে ১০ হাজার কর্মী ছাঁটাই! ভবিষ্যত সুযোগের দিকে মনোনিবেশ, বললেন সিইও সত্য নাদেলা

সাম্প্রতিক সময়ে মাইক্রোসফট জানিয়েছিল, তারা ছাঁটাই সম্পর্কে কর্মীদের জানিয়েছে। সিইও সত্য নাদেলা কর্মীদের করা ইমেলে বলেছেন, কিছু ক্ষেত্রে তারা কাজ বন্ধ করছেন। তবে কৌশলগত ক্ষেত্রে নিয়োগ অব্যাহত থাকবে। সিইও নতুন কম্পিউটার প্ল্যাটফর্ম তৈরির গুরুত্বে জোর দিয়েছেন। ইমেলে তিনি বলেছেন, কোম্পানির তরফে প্রভাবিত কর্মীদের সম্পূর্ণ সহায়তা করা হবে। তবে ছাঁটাইয়ের সিদ্ধান্ততে কঠিন বলেও প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন। কর্মীদের দেওয়া ঘোষিত সুবিধার মধ্যে রয়েছে বাজারের থেকে বেশি বেতন, ছয়মাসের জন্য স্বাস্থ্যবিমা, ৬০ দিনের নোটিশের সুবিধা। তবে ভারতের কর্মীদের কী সুবিধা দেওয়া হবে তা তিনি বলেননি। তিনি বলেছিলেন, আমেরিকার বাইরের কর্মীদের জন্য সুবিধাগুলি প্রত্যেকটি দেশের কর্মসংস্থানের আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

ইঞ্জিনিয়ারিং এবং মানবসম্পদ বিভাগের কর্মী ছাঁটাই সব থেকে আগে করা হচ্ছে। ছাঁটায়ের কথা জানানো ছাড়াও নাদেলা বলেছেন, মাইক্রোসফট ভবিষ্যতে কৌশলগত ক্ষেত্রে বিনিয়োগ অব্যাহত রাখবে। কোম্পানি যাতে দীর্ঘমেয়াদি বৃদ্ধির পাশাপাশি প্রতিযোগিতা করতে পারে সেদিকে নজর দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

মাইক্রোসফটের আগে আমাজন, টুইটার, মেটার মতে সংস্থা গত কয়েকমাসে কর্মীদের একটা বড় অংশকে ছাঁটাই করেছে। আমাজন খারাপ অর্থনীতির কথা বলে প্রায় ১৮ হাজারের বেশি কর্মীকে ছাঁটাই করতে চলেছে। ইউরোপ-সহ বিভিন্ন দেশে সব থেকে বেশি কর্মী ছাঁটাই করা হচ্ছে।

পরামর্শ দিন তালিবান সরকারকে! ২০২৪-এর ভোট প্রশ্নে অমর্ত্য সেনকে চড়া আক্রমণ শুভেন্দু অধিকারীরপরামর্শ দিন তালিবান সরকারকে! ২০২৪-এর ভোট প্রশ্নে অমর্ত্য সেনকে চড়া আক্রমণ শুভেন্দু অধিকারীর

English summary
Microsoft CEO Satya Nadella makes email to employees about confirming lay off 10000 jobs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X