For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মঙ্গল গ্রহে চমক দেখালেন ভারতীয় বিজ্ঞানীরা, এ ধরনের আবিষ্কার এই প্রথম

মঙ্গল গ্রহে চমক দেখালেন ভারতীয় বিজ্ঞানীরা, এ ধরনের আবিষ্কার এই প্রথম

  • |
Google Oneindia Bengali News

মঙ্গল গ্রহে অবাক আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীদের। এ ধরনের আবিষ্কার এর আগে করেননি ভারতীয় বিজ্ঞানীরা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিওম্যাগনেটিজমের গবেষকরা অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থাকে তাক লাগিয়ে মঙ্গল চৌম্বমণ্ডলে এক বিশেষ তরঙ্গের উপস্থিতি শনাক্ত করেছেন।

মঙ্গল গ্রহে চমক দেখালেন ভারতীয় বিজ্ঞানীরা, এ ধরনের আবিষ্কার এই প্রথম

সম্প্রতি ভারতীয় গবেষকরা এ বিষয়ে এক প্রতিবেদনে জানিয়েছেন, তাঁরা মঙ্গল গ্রহে এক বিশেষ তরঙ্গের উপস্থিতির বিষয়ে জানতে পেরেছেন। এই তরঙ্গগুলির ব্যাপারে তাঁরা জানতে পেরেছেন মঙ্গল চৌম্বকমণ্ডলের স্বতন্ত্র বৈদ্যুতিক ক্ষেত্রের ওঠানামা, প্লাজমা ক্ষয় এবং তরঙ্গ-কণার মিথস্ক্রিয়ায় পরিবর্তন দেখে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিওম্যাগনেটিজমের গবেষকরা নাসার মহাকাযান থেকে প্রাপ্ত উচ্চ রেজোলিউশনযুক্ত ডেটার সাহায্যে মঙ্গল চৌম্বকমণ্ডলে নির্জন তরঙ্গ শনাক্ত করেছেন। মঙ্গলের বায়ুমণ্ডলে উদ্বায়ী বিবর্তনের ব্যাপারেও তাঁরা রিপোর্ট করেছেন। এই সংক্রান্ত গবেষণা রিপোর্ট দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছে।

২০১৫ সালে মঙ্গল গ্রহের চারপাশে পাঁচটি মাভিন মহাকাশযানে পর্যবেক্ষণ করা ৪৫০টি তরঙ্গ স্পন্দন বিশ্লেষণ করতে সমর্থ হয় ভারতীয় বিজ্ঞানীরা। পৃথিবী ও গ্রহের মহাকাশ প্লাজমা পরিবেশ বিভিন্ন ইলেক্ট্রো ম্যাগনেটিক এবং ইলেক্ট্রোস্ট্যাটিক তরঙ্গের ইঙ্গিত দেয়।

এই প্লাজমা তরঙ্গগুলি পর্যবেক্ষণ করে মঙ্গল গ্রহের ওই অঞ্চলগুলিতে মৌলিক জৈবিক প্রক্রিয়া নিয়ে জানার চেষ্টা চালানো হয়। গবেষকরা জানান, পৃথিবী একটি বিশাল চুম্বকের মতো এবং এর চৌম্বক ক্ষেত্র আমাদের উচ্-গতির চার্জযুক্ত কণা থেকে রক্ষা করে।

লাল গ্রহে কোনও অভ্যন্তরীণ চৌম্বক ক্ষেত্র নেই, যা উচ্চ-তির সৌরবায়ুর প্রবাহে বাধা দেবে। মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করে দেবে। এই তত্ত্বগুলি পরামর্শ দেয় যে, মঙ্গল গ্রহের মতো দুর্বল এবং পাতলা চৌম্বকমণ্ডলে কোনও একাকী তরঙ্গ ঘন ঘন পর্যবেক্ষণ করা যেতেই পারে। তবে তা এতদিন গোপন ছিল।

ভারতীয় গবেষকরা এতদিন পর তার খোঁজ পেয়েছেন। গবেষকরা এখন খুঁজে পেয়েছেন ম্যাগনেটোস্পিযার দুর্বল কিন্তু অত্যন্ত গতিশীল। মঙ্গলগ্রহের বায়ুমণ্ডলের সঙ্গে সৌরবায়ুর সরাসরি মিথস্ক্রিয়ার কারণে এ ধরনের ঘটনা ঘঠতে পারে। ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষে এই একাকী তরঙ্গের বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে।

মঙ্গলে স্বতন্ত্র তরঙ্গ নিয়ে আরও জানানো হয়েছে যেহেতু এই তরঙ্গগুলি প্লাজমা শক্তিকরণ ও পৃথিবীর চুম্বকমণ্ডলে পরিবহণের জন্য জায়ী, সেহেতু গবেষক দলটি মঙ্গল চৌম্বক মণ্ডলের কণার গতিশীলতায় তাদের ভূমিকায় আরও অন্বেষণ করছে এবং এই ধরনের তরঙ্গ মঙ্গল গ্রহে বায়ুমণ্ডলীয় আয়নগুলির ক্ষতিতে কোনও ভূমিকা পান করে কি না তা জানার চেষ্টা চালাচ্ছে।

English summary
Indian scientists create history to make this type of discovery in Mars
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X