For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাকাশে রকেট পাঠাচ্ছে ভারত, সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে নভেম্বরেই পাড়ি বিক্রম-এসের

মহাকাশে রকেট পাঠাচ্ছে ভারত, সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে নভেম্বরেই পাড়ি বিক্রম-এসের

Google Oneindia Bengali News

সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে মহাকাশে রকেট পাঠাচ্ছে ভারত। বেসরকারি উদ্যোগে ভারতের মহাকাশযান বিক্রম-এস লঞ্চ করবে এই নভেম্বরেই। এটি একটি ঐতিহাসিক মিশন হিসেবে গণ্য হতে চলেছে। কারণ দেশে এখন পর্যন্ত বেসরকারি উদ্যোগে কোনও রকেট পাড়ি দেয়নি মহাকাশে। স্কাইরুট অ্যারোস্পেস দেশের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি রকেট মহাকাশে পাঠাতে প্রস্তুত।

বিক্রম এস মহাকাশে পাড়ি দেবে প্রদর্শনী ফ্লাইট হিসেবে

বিক্রম এস মহাকাশে পাড়ি দেবে প্রদর্শনী ফ্লাইট হিসেবে

স্কাইরুট অ্যারোস্পেসের তরফে আরও জানানো হয়েছে, দ্বিতীয় সপ্তাহে বিক্রম এস মহাকাশে পাড়ি দেবে। প্রদর্শনী ফ্লাইট হিসেবে তা মহাকাশে রওনা দেবে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এই মহাকাশ মিশনের নেপথ্যে রয়েছে। নকশা এবং উৎক্ষেপণে প্রযুক্তিগত সাহায্য করছে তাঁরা। সংস্থার তরফে জানানো হয়েছে মিশনটি ১২ থেকে ১৬ নভেম্বরের মধ্যে চালু করা যেতে পারে। তবে রকেটটি মহাকাশে পাড়ি দেওয়ার তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

বিক্রম এস ১২ থেকে ১৬ নভেম্বরের মধ্যে পাড়ি দেবে

বিক্রম এস ১২ থেকে ১৬ নভেম্বরের মধ্যে পাড়ি দেবে

বেসরকারি সংস্থাটি ইতিমধ্যেই ইন-স্পেসের কাছ থেকে প্রযুক্তিগত উৎক্ষেপণের ছাড়পত্র পেয়েছে। স্পেস-টেক প্লেয়ারদের প্রচার ও নিয়ন্ত্রণের জন্য দেশের নোডাল সংস্থা এই ছাড়পত্র দিয়েছে। স্কাই রুটের বিজনেস ডেভেলপমেন্ট লিড সিরেশ পাল্লিকোন্ডা বলেন, এটি তিনটি গ্রাহকের পেলোড-সহ একটি প্রদর্শনী ফ্লাইট। আমরা এখনও লঞ্চের জন্য চূড়ান্ত তারিখ পাইনি। তবে আমরা আশাবাদী যে বিক্রম এস ১২ থেকে ১৬ নভেম্বরের মধ্যে চালু হবে।

প্রথম উৎক্ষেপণ মিশন নিয়ে রোমাঞ্চিত স্কাইরুট

প্রথম উৎক্ষেপণ মিশন নিয়ে রোমাঞ্চিত স্কাইরুট

মঙ্গলবার তেলেঙ্গানার এই মহাকাশ সংস্থার তরফে আধিকারিকরা বলেন, আমরা প্রথম উৎক্ষেপণ মিশন নিয়ে রোমাঞ্চিত। আশা করি নির্দিষ্ট সময়েই লঞ্চ উইন্ডো খুলবে। এই উদ্যোগ সফল হবে। আর এই উদ্যোগকে সফল করতে মিশন উন্মোচন করেছেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ। তাঁরা জানিয়েছেন, স্কাইরুট বিক্রম-এস রকেটের তিনটি রূপ তৈরি হয়েছে। বিক্রম ১ লো আর্থ অরবিটে ৪৮০ কিলোগ্রাম পেলোড বদন করতে পারে। বিক্রম-২ ৫৯৫ কিলোগ্রাম কার্গো নিয়ে উঠতে পারে। আর বিক্রম-৩ ৮১৫ কেজি নিয়ে লো আর্থ অরবিটে উৎক্ষেপণ করতে পারে।

মিশন সফল করাই স্কাইরুটের লক্ষ্য

মিশন সফল করাই স্কাইরুটের লক্ষ্য

স্কাইরুটের সহ প্রতিষ্টাতা পবন চন্দনা টুইট করে বলেন, শ্রীহরিকোটার সুন্দর দ্বীপ থেকে আমাদের প্রথম লঞ্চ মিশন ঘোষণা করতে পেরে অত্যন্ত রোমাঞ্চিত। এই মিশনটি তিনটি পেলোড বহন করবে, যার মধ্যে একটি ২.৫ কিলোগ্রামের পেলোড রয়েছে। স্পেস কিডস ইন্ডিয়ার তত্ত্বাবধানে ভারত-সহ বেশ কয়েকটি দেশের শিক্ষার্থীরা এটি তৈরি করেছে। তা অবিলম্বে দেশের বাণিজ্যিক মহাকাশ ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক তৈরি করবে। এখন এই মিশন সফল করাই স্কাইরুটের লক্ষ্য। এরপর আরও বড় ভাবনা রয়েছে এই সংস্থার।

ছবি সৌজন্য স্কাইরুট অ্যারোস্পেস

এখন কেন ব্লু-টিকের জন্যে টাকা দেব? মাস্ককে প্রশ্ন ভারতের প্রথম টুইটার ইউজার Naina Redhu-এরএখন কেন ব্লু-টিকের জন্যে টাকা দেব? মাস্ককে প্রশ্ন ভারতের প্রথম টুইটার ইউজার Naina Redhu-এর

English summary
India will create history in space science to send first private rocket Vikram-S to in November
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X