For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্পেস স্টেশনে প্রথম ইউরোপীয় মহিলা কমান্ডার মহাকাশচারী সামান্থা ক্রিস্টোফরেত্তি, যাত্রা শুরুর অপেক্ষা

প্রথম ইউরোপীয় মহিলা কমান্ডার হিসেবে মহাকাশে স্টেশনে পাড়ি দিচ্ছেন মহাকাশচারী সামান্থা ক্রিস্টোফরেত্তি। শীঘ্রই তিনি মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন। আসন্ন অক্টোবরেই লঞ্চ করতে চলেছে ক্র্যু-৫।

  • |
Google Oneindia Bengali News

প্রথম ইউরোপীয় মহিলা কমান্ডার হিসেবে মহাকাশে স্টেশনে পাড়ি দিচ্ছেন মহাকাশচারী সামান্থা ক্রিস্টোফরেত্তি। শীঘ্রই তিনি মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন। আসন্ন অক্টোবরেই লঞ্চ করতে চলেছে ক্র্যু-৫। আর তার আগে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে শুরু হয়ে গিয়েচে ক্র্যু রোটেশন প্রক্রিয়া। তা সম্পন্ন হলই সামান্থা ক্রিস্টোফরেত্তি উড়ে যাবেন মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে।

স্পেস স্টেশনে প্রথম ইউরোপীয় মহিলা কমান্ডার সামান্থা

সামান্থা ক্রিস্টোফরেত্তি প্রথম ইউরোপিয়ান মহিলা হিসেবে ফ্লায়িং ল্যাবরেটারির মহিলা কম্যান্ডার হতে চলেছেন। তিনি এক্সপিডিশন ৬৭ ক্র্যু সদস্য রাশিয়ান মহাকাশচারী ওলেগ আর্টমিয়েভের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করবেন। মহাকাশচারী সামান্থা ক্রিস্টোফরেত্তি এ বছর এপ্রিলের পর থেকে স্টেশনে আমেরিকান সেগমেন্টের নেতৃত্ব দিচ্ছেন।

সামান্থা ক্রিস্টোফরেত্তি মার্কিন, ইউরোপীয়, জাপানি এবং কানাডিয়ান মডিউল এবং স্টেশনের উপাদানগুলির কার্যক্রম তত্ত্বাবধান করছেন। যখন তিনি দায়িত্বভার গ্রহণ করবেন, তখন তিনি হবেন মহাকাশ স্টেশনের পঞ্চম ইউরোপীয় কম্যান্ডার। সামান্থা ক্রিস্টোফরেত্তির আগে ইউরোপের ফ্রাঙ্ক ডি উইন, আলেকজান্ডার গার্স্ট, লুকা পারমিতানো এবং টমাস
পেসকুয়েট কম্যান্ডারের ভূমিকা গ্রহণ করেছিলেন।

সামান্থা ক্রিস্টোফরেত্তি বলেন, কম্যাণ্ডারের পদে নিযুক্ত হতে পেরে আমি সত্যিই গর্বিত। কক্ষপথে একটি অত্যন্ত দক্ষ দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি মহাকাশে এবং পৃথিবীতে অভিজ্ঞতা অর্জন করেছি। সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি এবার মহাকাশ অভিযানে নেতৃত্ব দেব। আমি সেই অভিজ্ঞতার ভিত্তিতে দক্ষতা দেখানোর অপেক্ষায় রয়েছি।

মহাকাশ ভ্রমণের কার্যভার একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে গ্রহণ করবেন সামান্থা ক্রিস্টোফরেত্তি। এই অনুষ্ঠানে তিনি পূর্ববর্তী কমান্ডারের কাছ থেকে একটি প্রতীকী চাবি গ্রহণ হাতে তুলে নেবেন। ইউরোপীয় মহাকাশ স্টেশন জানিয়েছে, অনুষ্ঠানটি ২৮ সেপ্টেম্বর আয়োজন করা হয়েছে। ওইদিন তিনি আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করবেন। তাঁর হাতে তুলে দেওয়া হবে ঐতিহ্যবাহী চাবি।

ইউরোপিয়ান স্পেস এজেন্সির ডিরেক্টর জেনারেল জোসেফ অ্যাশবাচার বলেন, কমান্ডারশিপের জন্য সামান্থার নির্বাচন স্পষ্টভাবে ইএসএ মহাকাশচারীদের মধ্যে আমাদের আন্তর্জাতিক অংশীদারদের স্থানের বিশ্বাস ও মূল্য প্রদর্শন করেন। তাঁর মিনার্ভা মিশনজুড়ে তিনি স্টেশনের বিজ্ঞানিক ও অপারেশনাল সাফল্যে ব্যাপক অবদান রেখেছেন। আমি আশা করি, এটি তার কম্যান্ডে আরও উন্নতি করবে।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকাকালীন প্রথম টিকটক ভিডিও তৈরি করার পরে সামান্থা আবার ইতিহাস তৈরি করতে চাইছে। কারণ তাঁকে অরবিটাল আউটপোস্টের কমান্ড করার জন্য নির্বাচিত করা হয়েছে, যা তাঁকে প্রথম মহাকাশ স্পেস স্টেশনের কম্যান্ডার হিসেবে ইউরোপীয় মহিলা মহাকাশচারীর সম্মান এনে দিয়েছে।

English summary
Astronaut Samantha Cristoforetti is the first European female commander of the space station.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X