For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিঘায় স্নান করতে ভালবাসেন! জলে নামলে সাবধান, না হলে অবস্থা হতে পারে এই যুবকের মতো

দিঘায় বেড়াতে গিয়ে বিপত্তি। গুরুতর জখম পূর্ব বর্ধমানের রায়নার যুবক জৌলুদ্দিন চৌধুরী। তাঁক দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

দিঘায় বেড়াতে গিয়ে বিপত্তি। গুরুতর জখম পূর্ব বর্ধমানের রায়নার যুবক জৌলুদ্দিন চৌধুরী। তাঁক দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিঘায় স্নান করতে ভালবাসেন! জলে নামলে সাবধান, না হলে অবস্থা হতে পারে এই যুবকের মতো

বৃহস্পতিবার ভোরে দিঘায় গিয়েছিলেন পূর্ব বর্ধমানের রায়নার বাসিন্দা জৌলুদ্দিন। সকালেই দুটি বাসে করে তাঁরা দিঘায় পৌঁছন। দলে ছিলেন একশোজনেরও ওপর সদস্য। এঁদেরই কয়েকজন পুলিশ হলিডে হোম ঘাটে স্নান করতে নামেন। হঠাৎই আর্তনাদ। কিছু বোঝার আগেই জল লাল হয়ে যায়। সেখানেই সংজ্ঞাহীন হয়ে পড়েন জৌলুদ্দিন। জল থেকে ওপর তোলার পর দেখা যায় ডান পায়ে গুরুতর আঘাত লেগেছে। তার গভীরতাও খুব বেশি।

দিঘায় স্নান করতে ভালবাসেন! জলে নামলে সাবধান, না হলে অবস্থা হতে পারে এই যুবকের মতো

সেখানকার পর্যটকদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে কীভাবে এই আঘাত লাগল। কাছেই থাকা অপর এক পর্যটকের কথা, সমুদ্রে স্নান করার সময় আচমকাই একটি স্পিড বোট তাঁদের ঘেঁষে চলে যায়। বোটের তলায় লাগানো পাখার আঘাত লাগে জৌলুদ্দিনের পায়ে। তাঁকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

ঘটনার পরেই বিক্ষোভ দেখাতে থাকেন পর্যটকরা। স্নান করতে নেমে ঢেউ না থাকলেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। শিক্ষানবিশ চালক দিয়ে বোট চালানোর অভিযোগ করেছেন পর্যটকরা। প্রকৃত ঘটনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

English summary
Youth from Bardhaman seriously injured in the Digha sea beach when he is busy with bathing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X