For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতবিরোধী স্লোগান দিলে তার মাথা ধর থেকে আলাদা করে দেওয়া হবে, হুমকি বাংলার বিজেপি প্রধান দীলিপ ঘোষের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৩ মার্চ : ভারতবিরোধী স্লোগান যদি কেউ দেয়, বা কারোর মুখে যদি শোনা যায় 'পাকিস্তান জিন্দাবাদ', তাহলে সে যেই হোক না কেন তার মাথা থেকে ৬ ইঞ্চি কেটে ধর থেকে আলাদা করে দেওয়া হবে। প্রকাশ্য জনসভাতে এই ভাষাতেই হুমকি দিলেন পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ।

বুধবার বীরভূমে একটি সমাবেশে বক্তৃতা রাখতে উঠে এই মন্তব্য করেন দীলিপবাবু। প্রসঙ্গত মঙ্গলবার এই বীরভূমেই এক ছাত্রের ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা ছড়ায়। রণক্ষেত্রের চেহারা নেয় বীরভূম। বিক্ষুব্ধ জনতা আক্রমণ চালায়, পুলিশ স্টেশনে ভাঙচুর চালানো হয়, ভাঙচুর করা হয় গাড়িও। এই ঘটনায় ১ ব্যক্তির মৃত্যু পর্যন্ত হয়।[৩০০০ কন্ডোম, ২০০০ মদের বোতল রোজ মেলে JNU চত্ত্বরে, তোপ বিজেপি বিধায়কের!]

ভারত-বিরোধী স্লোগান দিলে তার মাথা ধর থেকে আলাদা করে দেওয়া হবে, হুমকি বাংলার বিজেপি প্রধন দিলীপ ঘোষের

সোমবার রাতে ওই ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার বিক্ষুব্ধ জনতা পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি ওই ছাত্রকে তাদের হাতে তুলে দিতে হবে পুলিশতে। এরপরই থানায় আক্রমণ চালায় তারা।

দিলীপ ঘোষের আগেও কেন্দ্রীয় মন্ত্রী রাম শঙ্কর কাঠারিয়া এবং বিজেপি বিধায়ক বাবু লাল আগরায় হিন্দুত্বের পক্ষে সওয়াল করতে গিয়ে ঘৃণ্য ভাষার উল্লেখ করেন।

বিশ্ব হিন্দু পরিষদ নেতা অরুণ মাহাউর খুনের ঘটনার প্রসঙ্গে টেনে কাঠারিয়া বলেন, "হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এই বিষয়টা বোঝার জন্য আমাদের সতর্ক হতে হবে। এবং নিজেদের শক্তি বাড়াতে হবে। কারণ আরা যদি এখন কিছু না করি তাহলে আজ একটা অরুণ মারা গিয়েছে, কাল আর একটা অরুণ মারা যাবে।খুনীদেরও মরত হবে। আমাদের এই উদাহরণকে প্রতিষ্ঠিত করতে হবে।"

ওই একই সভায় বাবুলালও উষ্কানিমূলক মন্তব্য করেন। পুলিশের কাছে তার নামে অভিযোগও দায়ের করা হয়েছে।

English summary
Will Chop 6 Inches If Anyone Says 'Pak Zindabad', Says BJP's Bengal Chief
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X