For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বামীর বাড়িতে ছেলে কোলে স্ত্রী'র ধরনা, অধিকারের দাবিতে পাশে স্বেচ্ছাসেবী সংস্থাও

স্বামীর বাড়িতে ধরনায় বসেছে স্ত্রী। শনিবার স্ত্রীর অধিকারের দাবিতে শিশু সন্তানকে কোলে নিয়ে ধরনায় বসেন। ঘটনাটি রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের কালারবাড়িতে।

  • By Kamal Guha
  • |
Google Oneindia Bengali News

স্বামীর বাড়িতে ধরনায় বসেছে স্ত্রী। শনিবার স্ত্রীর অধিকারের দাবিতে শিশু সন্তানকে কোলে নিয়ে ধরনায় বসেন। ঘটনাটি রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের কালারবাড়িতে। জানা গিয়েছে, কালারবাড়ির অমৃত রায় বছর চারেক আগে শিলিগুড়ি মহকুমার বিধাননগর এলাকার মামনি রায়কে ভালোবেসে বিয়ে করেন।

স্বামীর বাড়িতে ছেলে কোলে ধরনায় স্ত্রী, অধিকারের দাবি

তাদের আড়াই বছরের এক পুত্র সন্তান আছে। কিন্তু স্ত্রীকে আর ঘরে তুলতে চাইছে না অমৃত। এইদিন স্বামীর বাড়িতে গিয়ে ধরনায় বসে মামনি। এই ঘটনায় পাশে দাঁড়িয়েছে বিধাননগর এলাকার একটি স্বেচ্ছাসেবী সংস্থা- উত্তর দিনাজপুর দার্জিলিং ওয়েলফেয়ার মঞ্চ।

অঞ্জলি বলেন, প্রায় চার বছর আগে তাদের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে তার সঙ্গে অমৃতের পরিচয় হয়। তখন থেকে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে এরপরেই তারা রেজিস্ট্রি বিয়েও করেন। সন্তান জন্মের পর তার স্বামী এড়িয়ে চলার চেষ্টা করতে থাকেন।

আড়াই বছর থেকে অমৃত স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললেও নিয়ে যায়না। অবশেষে স্ত্রী দ্বারস্থ হন বিধাননগরের ওই স্বেচ্ছাসেবী সংস্থার কাছে। এইদিন শিশু সন্তানকে কোলে নিয়েই শ্বশুর বাড়ির সামনে ধরনায় বসে পড়েন ওই গৃহবধূ। অমৃতের বাবা চিন্তারাম বলেন, ছেলে বাড়িতে নেই। আমার এই ঘরে পুত্রবধূকে ঢুকতে দেওয়া হবে না। নিজের জমি আছে সেই জমিতে ছেলে আলাদা ঘর করে থাকলে কোনো আপত্তি নেই।

English summary
Wife starts dharna in the house of husband with her son at Rajgunj.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X