For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন নীচে নামল মমতার বিমান? ‘এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়া'-র কাছে জানতে চাইলেন মুখ্যসচিব

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাটের ঘটনায় নড়েচড়ে বসল নবান্ন! কেন এমন ঘটনা? এই বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে ‘এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়া'-র কাছে জানতে চাইলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আজ শনিবার এই বিষয়ে চ

  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাটের ঘটনায় নড়েচড়ে বসল নবান্ন! কেন এমন ঘটনা? এই বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে 'এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়া'-র কাছে জানতে চাইলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আজ শনিবার এই বিষয়ে চিঠি লিখেছেন তিনি। অন্যদিকে পুলিশ প্রশাসনের তরফেও এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়া-র কাছে জানতে চাইলেন মুখ্যসচিব

জানা গিয়েছে, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সঙ্গেও এই বিষয়ে কথা বলেছেন নবান্নের শীর্ষ এক আধিকারিক। ভালো পরিবেশ থাকা স্বত্বেও কেন এমন ভাবে নেমে এল মুখ্যমন্ত্রীর বিমান? আর সেই কারণ খুঁজতেই তৎপর নবান্ন। বিষয়টি মোটেই হালকা ভাবে না নেওয়ার পথেই হাঁটছেন প্রশাসনের আধিকারিকরা।

উল্লেখ্য, বারাণসী থেকে কলকাতায় ফেরার পথে শুক্রবার এই বিমান বিভ্রাটের ঘটনা ঘটে। জানা যায়, হঠাত করেই নির্দিষ্ট উচ্চতা থেকে নীচে নেমে আসে মুখ্যমন্ত্রীর বিশেষ এই বিমান। ল্যান্ডিংয়ের ঠিক আগে এহেন ঘটনা ঘটে। সেই সময়ে প্রবল ঝাঁকুনি দেয় বলে জানা যায়। আর তাতে ভয়ঙ্কর ভাবে কোমড়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবল ঝাঁকুনি এবং সঙ্গে ভয়ঙ্কর ভাবে দুলতে থাকায় তীব্র আতঙ্ক তৈরি হয় বিমানের মধ্যে।

কিন্তু কেন এমন ঘটল? সবথেকে বড় কথা সেই সময়ে একেবারে আকাশ পরিষ্কার ছিল। এমনকি মেঘ, বৃষ্টি, ঝড় কোনওটাই ছিল না বলেও জানা যায়। তা সত্ত্বেও বিমানটি আচমকা কেন নীচে নেমে আসল তা নিয়ে প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

তবে সাময়িক ভাবে সেই সময়ে জানানো হয় যে মুখ্যমন্ত্রী চাটার্ড বিমানের উপর একটি বড় বিমান চলে আসাতেই এই বিপত্তি ঘটেছে। কিন্তু বিষয়টি নিয়ে 'এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়া' এবং অসামরিক বিমান প্রতিরক্ষা মন্ত্রকের কাছে বিস্তারিত জানতে চায় নবান্ন। আর সেই কারণেই ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই দুই জায়গাতে চিঠি দেওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত চিঠির কোনও উত্তর দেওয়া হয়ছে কিনা তা এখনও সরকারি ভাবে জানানো হয়নি।

উল্লেখ্য, এর আগেও দমদম বিমানবন্দরে বিমান বিভ্রাটে পড়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কখনও তাঁর বিমান আকাশপথে চক্কর কাটানোর অভিযোগ তো কখনও ল্যান্ডিংয়ে সমস্যা সামনে এসেছে। এমনকি তাঁকে মারার চক্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ এনেছিলেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে কম বিতর্ক হয়নি।

আর সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনার পুনঃরাবৃতত্তি ঘটে শুক্রবার সন্ধ্যায়! তাও আবার কলকাতার আকাশেই। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী কোমরে ব্যাথা পেলেও সুস্থ রয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে থাকা অন্যান্যরাও সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

English summary
why flight height gets low, Chief Secretary seeks answer from Airport Authority of India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X