বাংলায় বিজেপির বাড়বাড়ন্ত কেন, গোয়েন্দা লেলিয়ে দিলেন মমতা

সূত্র উল্লেখ করে বাংলা দৈনিক 'বর্তমান' জানিয়েছে, নবান্ন থেকে এ ব্যাপারে নির্দেশ যায় স্বরাষ্ট্র দফতরে। সেখান থেকে আইবি-র সদর দফতরে। সদর দফতর থেকে ওই নির্দেশ পৌঁছে গিয়েছে সব জেলার গোয়েন্দা দফতরে বা ডিআইবি-তে। বিজেপি কেন বাড়ছে, এই উত্তর খোঁজার পাশাপাশি কারা বিজেপিতে গিয়েছে, কারা যেতে পারে ইত্যাদি তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে।
গত লোকসভা ভোটে বিজেপি রাজ্যে ১৭ শতাংশ ভোট পেয়েছে। পাশাপাশি, সারদা, বর্ধমান বিস্ফোরণ ইত্যাদি ঘটনা বিজেপির হাতে অস্ত্র তুলে দিয়েছে। যে বিজেপিকে 'সাম্প্রদায়িক' বলে গাল পাড়েন তৃণমূল নেতারা, এখন সেই বিজেপিতে দলে দলে গিয়ে ভিড়ছেন সংখ্যালঘুরা। এর ফলে রাজ্যে মুসলিম ভোটেও থাবা বসিয়েছে বিজেপি। তাই বেজায় চিন্তিত মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে যখন তৃণমূলের উত্থান ঘটেছিল, সেই সময় তৎকালীন শাসক দল সিপিএমও গোয়েন্দা লাগিয়েছিল। দেখা যাচ্ছে, রং বদলালেও বদলায়নি শাসকের মানসিকতা।
তৃণমূলের সূত্র ব্যবহার না করে কেন মুখ্যমন্ত্রী গোয়েন্দাদের ওপর নির্ভর করছেন? মনে করা হচ্ছে, দলের নেতারা নেত্রীকে খুশি করতে ভুল রিপোর্ট দিতে পারেন। তাই আইবি-কে কাজে লাগানো হচ্ছে।