For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির মান বাঁচালেন হিরণ-অরূপ! এক নজরে হেভিওয়েট হিসাবে কারা কারা জিতলেন?

বিজেপির মান বাঁচালেন হিরণ-অরূপ! এক নজরে হেভিওয়েট হিসাবে কারা কারা জিতলেন?

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের সব পুরসভাতেই কার্যত জয়জয়কার তৃণমূলের। আজ বুধবার রাজ্যের ১০৮ পুরসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়। ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই একের পর এক পুরসভাতে এগিয়ে যেতে শুরু করে তৃণমূল। রাজ্য নির্বাচন কমিশন সুত্রে খবর, এখনও পর্যন্ত রাজ্যের ১০৩ পুরসভাতেই বিপুল জয় পেয়েছে শাসকদল। যার বেশিরভাগ ক্ষেত্রেই বিরোধীরা কোনও জায়গা করতে পারেনি। একেবারে বিরোধী শূন্য পুরসভা শাসকদলের। আর এই প্রবল তৃণমূল ঝড়ে দাঁড়াতে পারেনি বিরোধী দলের কোনও হেভিওয়েটই। তবে অনেকেই সবুজ ঝড় থমকে দিয়ে জিতেওছেন। এক নজরে শাসক-বিরোধী শিবিরে কে জিতলেন আর কে হারলেন এক নজরে

জিতলেন কোচবিহারের রবীন্দ্রনাথ ঘোষ

জিতলেন কোচবিহারের রবীন্দ্রনাথ ঘোষ

এই প্রথম পুরসভা নির্বাচনে দাঁড়িয়েছেন তিনি। আর প্রথমবার দাঁড়িয়েই জয়। কোচবিহার পুরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে ৭৩১ ভোটে জয়ী হলেন তিনি। প্রথমে বিধায়ক। এরপর সেখান থেকে রাজ্যের মন্ত্রীও হয়েছেন। এবার কাউন্সিলর। কোচবিহার পুরসভার বড় দায়িত্ব তাঁর কাঁধেই যেতে পারে বলে জানা যাচ্ছে।

 জিতলেন কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরি

জিতলেন কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরি

মান রাখলেন মমতার এই সৈনিক! বিধানসভা নির্বাচনে প্রবল বিজেপি ঝড়ে কার্যত উপড়ে গিয়েছিলেন। কিন্তু এবার ইংরেজবাজারের ১০ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছিলেন কৃষ্ণেন্দু। এবার বিজেপির দাপট উড়িয়ে ইংরেজবাজার পুরসভায় তৃণমূলকে জিতিয়ে আনলেন মালদহের দাপুটে তৃণমূল নেতা।

জিতলেন হিরণ

জিতলেন হিরণ

খড়গপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ছিলেন হিরণ চট্টোপাধ্যায়। দিলীপ গড় খগড়পুর পুরসভা হারলেও মান রেখেছেন এই অভিনেতা। বিধায়ক থাকার পরেও মানুষের বিপুল রায়ে এবার কাউন্সিলরও হলেন তিনি।

সুপ্রকাশ গিরি-

সুপ্রকাশ গিরি-

কাঁথি পুরসভা অধিকারীদের থেকে ছিনিয়ে নেওয়া কার্যত এবার তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। দীর্ঘ ২০ বছর এই পুরসভাতে শেষ কথা ছিল অধিকারীরা। তবে এবার সুপ্রকাশ গিরিদের উপর ভরসা রেখেই তৃণমূল এগোয়। আর তাতেই জয়জয়কার। মুখ থুবড়ে পড়লেন শুভেন্দু অধিকারীরা।

 শুভ্রাংশু রায়-

শুভ্রাংশু রায়-

তৃণমূলে ফিরতেই জয়ে ফিরলেন মুকুল-পুত্র শুভ্রাংশু। এবার তাঁকে দল প্রার্থী করে। আর তা করতেই বিপুল ভোটে জয় পেলেন শুভ্রাংশু। আর এরপরেই ভুল স্বীকার করেন মুকুল পুত্র জানিয়েছেন, বিজেপিতে যাওয়া ভুল ছিল।

জিতলেন দক্ষিণ কাঁথির বিধায়ক

জিতলেন দক্ষিণ কাঁথির বিধায়ক

কাঁথিতে প্রবল সবুজ ঝড়। ধারে কাছে নেই অধিকারীরা। তবে মান বাঁচালেন বিজেপির অরূপ। ১০ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন বিজেপি প্রার্থী তথা দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস। জয়ের ব্যবধান ১৭৮ ভোট। কাঁথির স্কুলবাজার এবং আথিলাগড়ি এলাকা হল ১০ নম্বর ওয়ার্ড। যা অরূপের নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। সেখানেই জয় পেয়েছেন। এই পুরসভায় তিনটি ওয়ার্ড পেয়েছে বিজেপি। এমনকি কামারহাটিতে জিতলেন মদন মিত্রের বউমা মেঘনা। এছাড়াও জিতেছেন মদন ঘনিষ্ঠ শ্রিতমাও।

হারলেন একাধিক বিজেপি বিধায়ক!

হারলেন একাধিক বিজেপি বিধায়ক!

তৃণমূল ঝড়ে দাঁড়াতেই পারলেন না কোনও হেভিওয়েটই। বিরোধী শিবিরে রীতিমত ধস নামালেন মমতা বন্দ্যোপাধ্যায়। হারলেন কাঁথি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী তথা উত্তর কাঁথির বিধায়িকা সুমিতা সিনহা। এমনকি কাঁথির ৯ নম্বর ওয়ার্ডে প্রাক্তন বিজেপি বিধায়িকা বনশ্রী মাইতি পরাজিত হয়েছেন। এছাড়াও একাধিক ওয়ার্ডে কংগ্রেস এবং বামেদের একাধিক প্রার্থীরা ছিটকে গিয়েছেন।

English summary
Who won election as heavy weight candidate in municipal election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X