For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার জেরে কেন্দ্র-রাজ্য সংঘাতের মধ্যে তবলিঘি ইস্যু ফোকাসে!উত্তরবঙ্গ নিয়ে বড় খবর

  • |
Google Oneindia Bengali News

করোনা ইস্যুতে রাজ্য কোনওভাবেই সহায়তা করছে না কেন্দ্রকে, এমনই দাবি কেন্দ্রীয় পর্যবেক্ষক দল বারবার করে আসছে। রাজ্যে এই সপ্তাহেই পা রেখেছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। আর তার জেরে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে বাংলায়। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় দলের ফোকাসে রয়েছে উত্তরবঙ্গ। রয়েছে তবলিঘি ইস্যুও।

মমতা সরকারকে নিশানা!

মমতা সরকারকে নিশানা!

রাজ্যের করোনা পরিস্থিতি দেখতে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। বহু দিন ধরেই এই ইস্যুতে কেন্দ্র রাজ্য ঠান্ডা লড়াই চড়েছে। মমতা সরকারকে নিশানা করে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল খোঁজ নিচ্ছে রাজ্যে যাঁরা তবলিঘির অনুষ্ঠানের জেরে দিল্লি থেকে ফিরেছেন , তাঁদের নিয়ে বাংলার সরকার কী কী পদক্ষেপ নিয়েছে। কতজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বা কতজনের টেস্টিং সম্পন্ন হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ খবর রাজ্যের থেকে জানতে চেয়েছে কেন্দ্রীয় দল।

 উত্তরবঙ্গ নিয়ে অসন্তোষ!

উত্তরবঙ্গ নিয়ে অসন্তোষ!

কেন্দ্রীয় পর্যবেক্ষক দল উত্তরবঙ্গ নিয়ে ব্যপক অসন্তোষ প্রকাশ করেছে। উত্তরবঙ্গের পরিস্থিতি কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের কাছে খুব একটা সন্তোষজনক নয় বলে খবর। এর জন্য সেখানে লকডাউন কঠোরভাবে লাগু করার বার্তা দিয়েছে কেন্দ্রীয় দল।

 মমতা সরকার 'জবাব' দিচ্ছে না!

মমতা সরকার 'জবাব' দিচ্ছে না!

কেন্দ্রীয় পর্যবেক্ষক দলকে 'উদাসীন' বলে ব্যখ্যা করে একাধিক কটাক্ষ এসেছে তৃণমূলের তরফে। এদিকে, কেন্দ্রীয় দলের অভিযোগ পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় দলের ৪ টি চিঠির কোনও জবাব দেয়নি। এমনকি কেন্দ্রীয় দল রাজ্যে যেখানে খুশি পর্যবেক্ষণ করতে পারে বলে সহযোগিতার রাস্তা থেকে সরে এসেছে পশ্চিমবঙ্গ সরকার। যা স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়মের বিরোধিতা বলে দাবি ওই দলের।

 পুলিশি সহযোগিতা নেই!

পুলিশি সহযোগিতা নেই!

কেন্দ্রীয় দলের দাবি, তাঁদের সঙ্গে কোনও পুলিশি সহযোগিতা করা হচ্ছে না। যদিও কেন্দ্রীয় দলের নিরাপত্তা সেই রাজ্যের পুলিশের হাতে, তবুও রাজ্য পুলিশকে কেন্দ্রীয় দ পাচ্ছে না বলেই জানানো হয়েছে। যা নিয়ে অসন্তোষ বাড়ছে।

English summary
West Bengal versus Centre fights goes on Coronavirus issue, strict lockdown may be for northern states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X