For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগামী সপ্তাহে বাস ও আলু ধর্মঘটে নাকাল হবে রাজ্য

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বাস
কলকাতা, ১৪ অগস্ট: ধর্মঘট ধর্মঘট আর ধর্মঘট!

ধর্মঘটী রাজ্য পশ্চিমবঙ্গে আবারও শুরু হচ্ছে এক প্রস্থ ধর্মঘট। ট্যাক্সি ধর্মঘটের পর এ বার বাস ধর্মঘট ও আলু ধর্মঘট!

বাসভাড়া বৃদ্ধির দাবিতে গত এক বছর ধরে সরব বাসমালিকরা। রাজ্য সরকারও বারবার তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিল। কিন্তু কোনও ফল না মেলায় আগামী ২০, ২১ এবং ২২ অগস্ট রাজ্য জুড়ে বাস-মিনিবাস ধর্মঘটের ডাক দিয়েছে বাসমালিকদের ছ'টি সংগঠন। এর ফলে ওই তিনদিন মুখ থুবড়ে পড়বে পরিবহণ ব্যবস্থা। যদিও পরিবহণ মন্ত্রী মদন মিত্র বলেন, "কোনও সমস্যা হবে না। ধর্মঘটে অতিরিক্ত ৫০০ বাস রাস্তায় নামবে। সাধারণ মানুষকে পরিষেবা দিতে পরিবহণ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে ওই তিনদিন।"

প্রশ্ন উঠেছে, প্রয়োজনের তুলনায় ওই ৫০০ বাস খুবই অপ্রতুল। তা ছাড়া, ৫০০ বাস শুধু কলকাতা শহরে চলবে নাকি বাকি রাজ্যে, তা খোলসা করেননি মদনবাবু। ফলে ওই তিনদিন দুর্ভোগ হচ্ছেই!

পাশাপাশি, ১৯, ২০ এবং ২১ অগস্ট আলু ধর্মঘট হবে রাজ্যে। রাজ্য সরকারের 'দমনপীড়ন' নিয়ে প্রতিবাদ জানাতে টানা তিনদিন ধর্মঘটের ডাক দিয়েছেন আলু ব্যবসায়ীরা। ফলে হিমঘর থেকে যেমন আলু বেরোবে না, তেমনই তা বাজারে সরবরাহ করা হবে না। আলুর দাম এর ফলে আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এখনই ২০-২২ টাকা কিলো দরে বিকোচ্ছে জ্যোতি আলু। ধর্মঘটের জেরে তা অন্তত ৪০ টাকা ছুঁলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না বলে দাবি ওয়াকিবহাল মহলের।

English summary
West Bengal to be paralyzed by bus and potato strike in the next week
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X