For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'The Diary of West Bengal' -এর ট্রেলার মুক্তি পেতেই পরিচালককে নোটিশ বাংলার পুলিশের

  • |
Google Oneindia Bengali News

'দ্য কেরলা স্টোরি' নিয়ে বিতর্ক দেখেছে বাংলার মানুষ! এমনকি 'দ্য কাশ্মীর ফাইলস'কে নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। যদিও সিনেমা নিয়ে একের পর এক ঘটনার মধ্যেই ফের একবার বিতর্ক।

এবার নজরে 'দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল' (The Diary of West Bengal)। সম্প্রতি এই ছবির একটি ট্রেলার সামনে এসেছে। আর তা সামনে আসার পর থেকেই কার্যত হৈচৈ পড়ে গিয়েছে। আর এরপরেই সিনেমার পরিচালককে নোটিশ পাঠাল পুলিশ ( West Bengal Police)। আমহার্স্ট স্ট্রিট থানার তরফে এই নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

The Diary of West Bengal

ইতিমধ্যে ছবির নির্মাতার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেই এই নোটিশ বলে জানা গিয়েছে। সেই মতো থানার অ্যাডিশনাল ইন চার্জের সামনে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। অভিযোগ, সত্য ঘটনার অবিলম্বে এই সিনেমা তৈরি করা হলেও আদৌতে মিথ্যা তথ্য দেখানোর অভিজপগ।

এমনকি একটি সম্প্রদায়কে নিয়েও সিনেমাতে মিথ্যা তথ্য তুলে ধরা হয়েছে বলেও অভিযোগ। এমনকি বাংলার মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করা হয়েছে বলেও অভিযোগ। আর এই সমস্ত বিষয়েই পরিচালককে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। আগামী ৩০ সেপ্টেম্বর দুপুরে তাঁকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।

এমনকি মুম্বইয়ের স্থানীয় পুলিশ স্টেশনেও এই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। জানা গিয়েছে, Wasim Rizvi Films-এর তরফে সিনেমাটি তৈরি করা হয়েছে।

সিনেমাটি পরিচালক এবং কাহিনীকার বিখ্যাত লেখক Sanoj Mishra। মূলত তাঁর নামেই এই নোটিশ পাঠানো হয়েছে পুলিশের তরফে। যদিও সিনেমাটি এখনও রিলিজ হয়নি। সম্প্রতি সিনেমার একটি ট্রেলার সামনে এসেছে। আর তা সামনে আসার পর থেকেই যাবতীয় বিতর্ক।

বলে রাখা প্রয়োজন, দ্য কেরলা স্টোরি কিংবা 'দ্য কাশ্মীর ফাইলসে'র মধ্যে বাংলা বেঙ্গল স্টোরি নিয়েও সিনেমা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর এরপরেই বিতর্কিত এই সিনেমার ট্রেলার সামনে এল। যেখানে বাংলায় গোষ্ঠী কোন্দল, সাম্প্রদায়িক একাধিক বিষয়কে তুলে ধরা হয়েছে। যদিও এই সিনেমা বাংলায় দেখানো হবে কিনা তা নিয়ে একটা সংশয় রয়েছেই? তবে তার আগে পুলিশি এই তৎপরতা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে ক রা হচ্ছে।

যদিও এই বিষয়ে সিনেমা পরিচালক জানিয়েছেন, বাংলাকে কালিমালিপ্ত করতে এই সিনেমা তৈরি করা হয়নি। বাস্তব ছবিটা তুলে ধরা হয়েছে বলে দাবি সানোজ মিশ্র। তবে এক সংবাদমাধ্যমের দাবি, পুলিশের নোটিশকে চ্যালেঞ্জ করে আদালতে যেতে পারেন পরিচালক।

English summary
West Bengal Police gives notice to director after trailer of 'The Diary of West Bengal' released
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X