For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গই হবে শিল্পোদ্যোগীদের একমাত্র ঠিকানা, হলদিয়ায় ডাক মমতার

রাজ্যে শিল্প সম্ভাবনার সমস্ত পরিকাঠামো রয়েছে। ল্যান্ড ব্যাঙ্ক রয়েছে। সুদক্ষ শ্রমিক রয়েছে। শুধু চোখ-কান খোলা রাখতে হবে, তাহলেই এ রাজ্য শিল্পে তরতরিয়ে এগিয়ে যাবে।

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২ জানুয়ারি : পশ্চিমবঙ্গই হবে শিল্পোদ্যোগীদের ভবিষ্যৎ ঠিকানা। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় একটি কারখানার উদ্বোধন করে রাজ্যের ভবিষ্যৎ শিল্প-বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, রাজ্যে শিল্প সম্ভাবনার সমস্ত পরিকাঠামো রয়েছে। ল্যান্ড ব্যাঙ্ক রয়েছে। সুদক্ষ শ্রমিক রয়েছে। শুধু চোখ-কান খোলা রাখতে হবে, তাহলেই এ রাজ্য শিল্পে তরতরিয়ে এগিয়ে যাবে।[মোদীর নোট বাতিলে ধাক্কা খাচ্ছে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প: মমতা]

সোমবার হলদিয়ায় কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বলেন, রাজ্যজুড়ে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। হলদিয়া তার উৎকৃষ্ট উদাহরণ। শুধু হলদিয়ায়ই বা কেন, দিঘা থেকে শুরু করে সল্টলেকে শিল্পজোয়ার আসছে। তথ্য ও প্রযুক্তি শিল্প থেকে শুরু করে সমস্তরকম শিল্পের ঠিকানা হবে এ রাজ্য।

পশ্চিমবঙ্গই হবে শিল্পোদ্যোগীদের একমাত্র ঠিকানা, হলদিয়ায় ডাক মমতার

তিনি এদিন বলেন, হলদিয়ায় তথ্য ও প্রযুক্তি শিল্প বাড়ছে। এই জেলারই দিঘায় প্রভূত উন্নয়ন ঘটে চলেছে। দিঘাকে আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে তাঁর সরকারের। সেইসঙ্গে সল্টলেকে অদূর ভবিষ্যতে তথ্য-প্রযুক্তি শিল্পে ১০০ কোটি টাকা বিনিয়োগ হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

মমতা এদিন বার্তা দেন, আমরা সস্তার রাজনীতি করি না। রাজ্য ও দেশের উন্নতিতে আমাদের সরকার সর্বস্ব দিয়ে লড়তে জানে। সেই লড়াই-ই আমাদের শিখরে নিয়ে যাবে। শিল্পোদ্যোগীরা বাংলামুখী হচ্ছেন। বিনিয়োগ হচ্ছে। শিল্পের সমস্ত দুয়ারই খোলা রয়েছে রাজ্যে।

English summary
West Bengal is the only address of industrialist. Mamata Banerjee called in Haldia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X