For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ষষ্ঠ দফা : ফৌজদারি মামলায় অভিযুক্ত কোন দলের কত প্রার্থী

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৩ মে : পশ্চিমবঙ্গ বিধানসভার ষষ্ঠ তথা শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৫ মে, বৃহস্পতিবার। এই দফায় দুটি জেলার মোট ২৫ টি আসনে ভোটগ্রহণ হবে।

ষষ্ঠ দফা : কোন দলের কতজন কোটিপতি প্রার্থী ভোটে লড়ছেন

এই দুটি জেলা হল উত্তরবঙ্গের কোচবিহার ও দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর। কোচবিহার জেলার মোট ৯টি আসনে ও পূর্ব মেদিনীপুরের মোট ১৬টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই দুই জেলায় ভোটে দাঁড়ানো প্রার্থীদের নিয়ে কিছু উল্লেখযোগ্য তথ্য দেখে নিন একনজরে।

ষষ্ঠ দফা : ফৌজদারি মামলায় অভিযুক্ত কোন দলের কত প্রার্থী

  • এই দফায় মোট ১৬৯ জন প্রার্থী সব দল মিলিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ফৌজদারী মামলা রয়েছে এমন প্রার্থীর সংখ্যা ৩৩ জন।
  • তার মধ্যে গুরুতর অভিযোগ রয়েছে ২৭ জনের বিরুদ্ধে। যার মধ্যে রয়েছে খুন, খুনের চেষ্টা, চুরি, মহিলাদের বিরুদ্ধে নানা অভিযোগ ইত্যাদি।
  • এই দফায় ভোটে লড়তে চলা প্রার্থীদের মধ্যে খুনের অভিযোগ রয়েছে ৪জন প্রার্থীর বিরুদ্ধে। এছাড়া খুনের চেষ্টার অভিযোগ রয়েছে ৬ জনের বিরুদ্ধে।
  • মহিলাদের বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত হিসাবে মোট ৫ জন প্রার্থী এবারের ষষ্ঠ দফা ভোটে লড়ছেন।
  • ফৌজদারী মামলায় মোট অভিযুক্ত প্রার্থীদের মধ্যে ৬ জন বিজেপি, ৯ জন তৃণমূল কংগ্রেস, ৩ জন সিপিএম, ২ জন ফরওয়ার্ড ব্লক, ১ জন কংগ্রেস ও ২ জন নির্দল প্রার্থী রয়েছেন।
  • গুরুতর ফৌজদারী মামলায় অভিযুক্ত রয়েছেন বিজেপির ৬ জন, তৃণমূলের ৭ জন, সিপিএমের ২ জন, ফরওয়ার্ড ব্লকের ২ জন, কংগ্রেসের ১ জন ও নির্দল ২ জন।
  • এই দফায় পাশকুড়া পূর্ব ও পাশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র দুটিকে অতি উত্তেজনাপূর্ণ কেন্দ্র হিসাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
English summary
West Bengal Assembly Election : 6th Phase : Candidates with criminal cases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X