For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির সঙ্গে থেকে তৃণমূলকে তাড়ানোর সিদ্ধান্ত ভুল, সিপিএম-এর পুরনো কর্মীদের ফেরার আহ্বান সূর্যকান্তের

বিজেপির সঙ্গে থেকে তৃণমূলকে তাড়ানোর সিদ্ধান্ত ভুল, সিপিএম-এর পুরনো কর্মীদের ফেরার আহ্বান সূর্যকান্তের

  • |
Google Oneindia Bengali News

ফিরে আসুন দলের পুরনো কর্মীরা। আহ্বান সূর্যকান্ত মিশ্রের (suryakanta mishra)। যাঁরা সিপিএম (cpim) ছেড়ে গিয়ে তৃণমূল (trinamool congress) কিংবা বিজেপির (bjp) ঝান্ডা ধরেছেন তাঁদের লাল ঝান্ডার তলায় ফিরে আসার আহ্বান জানিয়ে জামালপুরের সভায় তিনি বলেন, তৃণমূল কিংবা বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলে বাম-কংগ্রেস রাজ্যে সরকার গঠন করবে।

বিজেপির সঙ্গে থেকে তৃণমূলকে তাড়ানোর সিদ্ধান্ত ভুল

বিজেপির সঙ্গে থেকে তৃণমূলকে তাড়ানোর সিদ্ধান্ত ভুল

জামালপুরে সিপিএম-এর সভায় তিনি বলেন, অনেকেই বিজেপিকে সঙ্গে নিয়ে তৃণমূলকে তাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সেইসব মানুষদের ওই সিদ্ধান্ত ভুল। কেননা এখন তৃণমূল থেকে লোকজন বিজেপিতে যোগ দিচ্ছেন। তারা নিশানা করছেন পুরনো বামপন্থীদেরই। তিনি বলেন কংগ্রেসকে সঙ্গে নিয়ে তাদের লড়াইয়ের সিদ্ধান্ত সঠিক। একইসঙ্গে তৃণমূলের অত্যাচার থেকে মুক্তি পেতে হবে এবং বিজেপিকে ঠেকাতে হবে। তাই পুরনো কর্মীদের এগিয়ে আসতে হবে। সূর্যকান্ত মিশ্রের আবেদন আর যাই করুন, তৃণমূল কিংবা বিজেপি করবেন না। সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, আগে রাম পরে বাম নীতির কথা যাঁরা বলছেন, তাঁরা ভুল করছেন। রাজ্যের স্বার্থে তাঁদের কাছে এগিয়ে আসার আহ্বান করে সূর্যকান্ত বলেছেন, তাঁরা ঘুরে দাঁড়ালেই দল ঘুরে দাঁড়াবে।

বিজেপির ক্ষমতায় থাকা রাজ্যগুলিতে দুর্দশা

বিজেপির ক্ষমতায় থাকা রাজ্যগুলিতে দুর্দশা

সূর্যকান্ত মিশ্র বিজেপি নেতাদের সোনার বাংলা গড়ার মন্তব্য প্রসঙ্গে বলেন, যে সব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, সেই সব রাজ্যগুলির দুর্দশা দেখে আসুন। এব্যাপারে উল্লেখযোগ্য হল একসময়ে বাম শাসিত ত্রিপুরা। সাধারণ মানুষের অবস্থা খুব খারাপ। একইসঙ্গে যুক্ত হয়েছে মূল্যবৃদ্ধি, কর্মহীনতা এবং জাতিভেদ।

মিমের সঙ্গে আব্বাসের কোনও সম্পর্ক নেই

মিমের সঙ্গে আব্বাসের কোনও সম্পর্ক নেই

মিম প্রধানের সঙ্গে কথা হলেও, পিরজাদা আব্বাস সিদ্দিকির নতুন দল গঠনের আগে সূর্যকান্ত মিশ্র আব্বাস সিদ্দিকিকে সাম্প্রদায়িক বলতে চাননি। জামালপুরের সভা থেকেই আব্বাসের প্রতি বিশ্বাস রেখেছেন সূর্যকান্ত মিশ্র। আব্বাস সিদ্দিকি এখনও বেশ কিছু আসন নিয়ে অনড় থাকলেও তাঁর সঙ্গে আসাদউদ্দিন ওয়েইসির মিমেলর যোগসাজস উড়িয়ে দিয়েছেন তিনি। সূর্যকান্ত মিশ্র বলেছেন, বিজেপির বি-টিম হল মিমি। তিনি এই দুই শক্তিকে সাম্প্রদায়িক শক্তি বলে উল্লেখ করে বলেন বাম-কংগ্রেস ও আব্বাসের দল ধর্মনিরপেক্ষ জোট তৈরি করেছে। সমাজের সব শ্রেণিকে নিয়ে ফ্রন্ট তৈরি করা হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। তিনি অভিযোগ করেছেন বিজেপি ও তৃণমূল আব্বাসের দলকে নিয়ে ভুল বোঝানোর চেষ্টা করছে।

 দলীয় কর্মীদের বাড়ি বাড়ি যেতে হবে

দলীয় কর্মীদের বাড়ি বাড়ি যেতে হবে

দলে থাকা বর্তমাব কর্মী ও নেতাদের পাড়ায়-পাড়ায় ও বাড়িতে-বাড়িতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। পাশাপাশি যাঁরা তৃণমূল কিংবা বিজেপি করছেন, তাঁদের বাড়িতে যাওয়ারও পরামর্শ তিনি দিয়েছেন। তৃণমূলের নতুন স্লোগান বাংলা নিজের মেয়েকে চায়, কে কটাক্ষ করতে গিয়ে সূর্যকান্ত বলেছেন, তিনি পিসি। ভাইপোর পিসি। কিন্তু সবার পিসি তিনি নন।

 দলবদলের ঝড়ের মাঝেই মুখ খুললেন অঙ্কুশ! মমতা থেকে যশের বিজেপি প্রবেশ প্রসঙ্গে কোন বার্তা টলি-স্টারের মুখে দলবদলের ঝড়ের মাঝেই মুখ খুললেন অঙ্কুশ! মমতা থেকে যশের বিজেপি প্রবেশ প্রসঙ্গে কোন বার্তা টলি-স্টারের মুখে

English summary
West bengal election 2021: Suryakanta Mishra calls for join old party cadres and leader in CPIM
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X