For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সপ্তম দফায় ভোট দেবেন মমতা, বিশেষ ব্যবস্থা করা হল মিত্র ইনস্টিটিউশনে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) ইঙ্গিত করেছেন, তিনি সুস্থ হয়ে উঠছেন। তাঁর পায়ের ব্যথাও আগের থেকে অনেকটাই কম। সেই পরিস্থিতিতে এখনও তাঁর পায়ে প্ল্যাস্টার রয়েছে। আর তিনি হুইল চেয়ার (wheel chair) ব্যবহার

  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) ইঙ্গিত করেছেন, তিনি সুস্থ হয়ে উঠছেন। তাঁর পায়ের ব্যথাও আগের থেকে অনেকটাই কম। সেই পরিস্থিতিতে এখনও তাঁর পায়ে প্ল্যাস্টার রয়েছে। আর তিনি হুইল চেয়ার (wheel chair) ব্যবহার করছেন। তাই তাঁর ভোট কেন্দ্র ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে বিশেষ ব্যবস্থা করেছেন কমিশন।

মঞ্চে ওঠার জন্য ছিল র‍্যাম্পের ব্যবস্থা

মঞ্চে ওঠার জন্য ছিল র‍্যাম্পের ব্যবস্থা

মুখ্যমন্ত্রী যেসব জায়গায় প্রচারে গিয়েছে, সবকটি সভাতেই ছিল র‍্যাম্পের ব্যবস্থা। ওঠানামার সুবিধার জন্যই তা করা হয়েছিল। তবে নন্দীগ্রামে বয়ালের বুথে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুইল চেয়ার ঢোকাতে গিয়ে সমস্যায় পড়ে গিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। প্রসঙ্গত গণ্ডগোলের খবর পেয়েছ নন্দীগ্রামের ভোটের দিন দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ারে পৌঁছে গিয়েছিলেন বয়ালের বুথে।

বাড়িতেই কন্ট্রোলরুম মমতার

বাড়িতেই কন্ট্রোলরুম মমতার

সাধারণভাবে নিজের কেন্দ্রে ভোটের দিনে বাড়িতেই কন্ট্রাল রুম করে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই সকালে যোগাযাগ সারেন তিনি। আর সাধারণভাবে দুপুরের দিকে ভোট দিতে বের হন তিনি। এবারও তিনি সেরকমই কিছু করতে পারেন বলেই জানা গিয়েছে।

অষ্টমদফার প্রচার শেষ হচ্ছে সোমবারই

অষ্টমদফার প্রচার শেষ হচ্ছে সোমবারই

এদিকে করোনা বিধি মানতে গিয়ে সোমবারই অষ্টম তথা শেষ দফার নির্বাচনী প্রচার শেষ হচ্ছে। তাই সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু কর্মসূচি রয়েছে। তবে তা ভার্চুয়ালি করা হবে। এবার ভবানীপুর থেকে তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করতে গিলেই ভবানীপুর আসনটি শোভনদেব চট্টোপাধ্যায়কে দেন। রাসবিহারী থেকে সরিয়ে তাঁকে ভবানীপুরে প্রার্থী করা হয়। এই ভবানীপুরে তৃণমূলের সঙ্গে বিজেপির ব্যবধান ছিল খুবই কম। তাই নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী।

মিত্র ইনস্টিটিউশনের বুথে তৈরি করা হয়েছে র‍্যাম্প

মিত্র ইনস্টিটিউশনের বুথে তৈরি করা হয়েছে র‍্যাম্প

মিত্র ইনস্টিটিউশনের বুথেও প্লাইউডের র‍্যাম্প তৈরি করা হয়েছে। সাধারণভাবে বুথে বিশেষভাবে সক্ষমদের জন্য যে বন্দোবস্ত থাকার কথা মিত্র ইনস্টিটিউশনের বুথেও সেই ব্যবস্থা করা হয়েছে।

কবে কাটাবেন পায়ের প্লাস্টার, ইঙ্গিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কবে কাটাবেন পায়ের প্লাস্টার, ইঙ্গিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

English summary
Special arrangement for Mamata Banerjee in Mitra institution in Bhawanipur for voting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X