For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরীক্ষা হবে নন্দীগ্রামের মাটিতেই! নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো চ্যালেঞ্জ শিশির অধিকারীর

Google Oneindia Bengali News

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার ঘটনায় তোলপাড়। সেই প্রসঙ্গেই মমতাকে পাল্টা চ্যালেঞ্জ করলেন বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারী। এদিন নন্দীগ্রামের ঘটনা প্রসঙ্গে শিশির অধিকারী বলেন, 'মেদিনীপুরের মানুষ ষড়যন্ত্র জানে না। এত স্বচ্ছ রাজনীতি হয় এই জেলায় যে বিপক্ষ কখনও বলতে পারে না যে ভোট লুট হয়েছে। যা ঘটেছে তা মেদিনীপুরের মানুষ আশা করেনি। নন্দীগ্রামের লোক প্রতিবাদ করতে জানে না। চালকের আরও সতর্ক হওয়া উচিত ছিল। বিম থাকে যাতে বড় গাড়ি না থাকে। সেই বিমে লেগেই এই ঘটনা ঘটেছে। সেখানে ৪০ জন পুলিশকর্মী ছল।'

'মিডিয়া যেভাবে হাইপ করা হয়েছে, তা ঠিক হয়নি'

'মিডিয়া যেভাবে হাইপ করা হয়েছে, তা ঠিক হয়নি'

তিনি আরও বলে, 'মিডিয়া যেভাবে হাইপ করা হয়েছে, তা ঠিক হয়নি। কেউ ধাক্কা দেয়নি। দরজা খুলে রেখে নমস্কার করতে করতে যাচ্ছিলেন মমতা। সবসময়ই তিনি এটা করে থাকেন। কোনও ষড়যন্ত্র নেই। সততা থাকা উচিত। উনি ভুল চণ্ডীপাঠ করেছেন। সে যাই হোক, পরীক্ষা হয়ে যাবে নন্দীগ্রামে। কেমোফ্ল্যাজ করবেন না। মমতা কোন অভিসন্ধি নিয়ে এসেছেন নন্দীগ্রামে?'

নন্দীগ্রাম থেকে ভোটে লড়ছেন মমতা

নন্দীগ্রাম থেকে ভোটে লড়ছেন মমতা

ভবানীপুরের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় এ বার পূর্ব নন্দীগ্রাম থেকে ভোটে লড়ছেন৷ গতকাল তিনি নন্দীগ্রামে বেশ কয়েকটি মন্দিরে পুজো দেওয়ার পর হলদিয়ায় মনোনয়নপত্র পেশ করেন৷ তার পর ফিরে আসেন নন্দীগ্রামে৷ সেখানে আবার প্রচার সংক্রান্ত কর্মসূচিতে যোগদান করেন তিনি৷ এরপর সেখান থেকে নন্দীগ্রামে তাঁর জন্য নির্দিষ্ট বাড়িতে যাওয়ার পথে রওনা দেন৷ তার মধ্যেই অভিযোগ ওঠে, মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে ধাক্কাধাক্কিতে আহত হন মমতা৷ অভিযোগ, তাঁর উপর হামলা চালানো হয়েছে৷ তাঁর পায়ে আঘাত লাগে৷ তাঁর মাথা ও শরীরের অন্যান্য অংশেও আঘাত লাগে৷ এরপরই তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম-এ৷

মমতার শারীরিক পরীক্ষা

মমতার শারীরিক পরীক্ষা

এসএসকেএম-এর চিকিৎসকরা এমআরআই ও অন্যান্য শারীরিক পরীক্ষার রিপোর্ট দেখার পর ডাক্তাররা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে গুরুতর চোট রয়েছে৷ জমেছে রক্ত৷ পাশাপাশি তাঁর ডান কাঁধ, ডান হাত ও গলাতেও চোট রয়েছে৷ আহত হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট অনুভব করছেন বলে জানিয়েছেন চিকিত্সকরা৷ তাঁকে প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি দেওয়া হয়েছে ব্যাথার ওষুধ৷ তাঁকে আপাতত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে ডাক্তাররা জানিয়েছেন৷

'২ মে বাংলার মানুষের শক্তি দেখার জন্য তৈরি থাকো বঙ্গ বিজেপি'

'২ মে বাংলার মানুষের শক্তি দেখার জন্য তৈরি থাকো বঙ্গ বিজেপি'

এসএসকেএম হাসপাতালের বেডে শোয়া মুখ্যমন্ত্রীর ছবি টুইটারে পোস্ট করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেই ছবিতে দেখা যাচ্ছে, পায়ে প্লাস্টার করা আছে মমতার৷ ছবিটি পোস্ট করে অভিষেক ক্যাপশনে লিখেছেন, 'রবিবার, ২ মে বাংলার মানুষের শক্তি দেখার জন্য তৈরি থাকো বঙ্গ বিজেপি৷'

English summary
West Bengal Election 2021: Sisir Adhikari claims, no one pushed Mamata Banerjee in Nandigram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X