For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রকল্পের কাজে 'না-খুশ'! আধিকারিককে 'ধমক', মন্ত্রীকে 'প্রশ্ন' অপর হেভিওয়েট মন্ত্রীর

Google Oneindia Bengali News

কাজে খুশি না হয়ে সরকারি অনুষ্ঠানের মঞ্চে এক মন্ত্রী আরও এক মন্ত্রীকে প্রশ্ন করছেন৷ এমনই চিত্র দেখা গেল বীরভূমের বোলপুরে৷ বীরভূমের 'মুক্তিধারা' নামক প্রকল্প নিয়ে খুশি নন সংশ্লিষ্ট ক্রেতা সুরক্ষা ও স্বনির্ভর গোষ্ঠী দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে। এনিয়ে তিনি মঞ্চে অন্য নেমা মন্ত্রীদের সামনেই ভর্ৎসনা করেন সাধন পাণ্ডে।

মমতার সাধের প্রকল্পের কাজ ধীর গতিতে কেন

মমতার সাধের প্রকল্পের কাজ ধীর গতিতে কেন

মমতার সাধের প্রকল্পের কাজ ধীর গতিতে কেন, এই নিয়ে প্রকাশ্যে আধিকারিকদের প্রতি অসন্তোষ প্রকাশ করলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে৷ পাশাপাশি কাজে খুশি না হয়ে রাজ্যের আরও এক মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে প্রশ্ন করলেন। যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। উল্লেখ্য বেশ কয়েকদিন ধরেই সাধন পাণ্ডের সঙ্গে দলের বিভিন্ন নেতা মন্ত্রীর দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে।

বীরভূমে কি বেকার নেই?

বীরভূমে কি বেকার নেই?

বুধবার বোলপুরে সবলা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সাধন পাণ্ডে। বলেন, 'বীরভূমে কি বেকার নেই? তাহলে এই প্রকল্পের এমন বেহাল দশা কেন? কাজ না পারলে তারা দায়িত্ব ছেড়ে দিন।' এরপর তিনি নির্দেশ দেন বীরভূমে ৫ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। তা বাড়িয়ে অন্তত ১১ লক্ষ করতে হবে।

মন্ত্রীর এমন প্রকাশ্যে ক্ষোভে অস্বস্তি ছড়ায়

মন্ত্রীর এমন প্রকাশ্যে ক্ষোভে অস্বস্তি ছড়ায়

বোলপুর ডাকবাংলো মাঠে বুধবার থেকে শুরু হয়েছে সবলা মেলা। ক্রেতা সুরক্ষা মন্ত্রীর সঙ্গে ওই মঞ্চে হাজির ছিলেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল, জেলাশাসক বিজয় ভারতী, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ। তাদের সামনে মন্ত্রীর এমন প্রকাশ্যে ক্ষোভে অস্বস্তি ছড়ায়।

<strong>শুভেন্দু অধিকারীর 'ভবিষ্যদ্বাণী' সত্যি প্রমাণিত করা নেপথ্যে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়?</strong>শুভেন্দু অধিকারীর 'ভবিষ্যদ্বাণী' সত্যি প্রমাণিত করা নেপথ্যে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়?

English summary
West bengal election 2021: Sadhan Pandey snubs Govt official, questions fishery minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X