For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলের আশ্বাসে পার্শ্বশিক্ষকরা দিলেন 'খেলা হবে' স্লোগান, খুশি বিজেপি নেতা টানলেন কেন্দ্রীয় সাহায্যের কথা

মুকুলের আশ্বাসে পার্শ্বশিক্ষকরা দিলেন 'খেলা হবে' স্লোগান, খুশি বিজেপি নেতা টানলেন কেন্দ্রীয় সাহায্যের কথা

  • |
Google Oneindia Bengali News

পার্শ্বশিক্ষকদের (para teacher) সভায় যোগ দিয়ে ভোটের আগে বড় আশ্বাস দিলেন বিজেপির (bjp) সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় (mukul roy)। তিনি বলেছেন, রাজ্যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে পার্শ্বশিক্ষকরা বঞ্চনার শিকার হবেন না, সেই আশ্বাস তিনি দিতে পারেন।

 মুকুল রায়ের আশ্বাস

মুকুল রায়ের আশ্বাস

পশ্চিমবঙ্গে শিক্ষা ক্ষেত্রে যা ঘটে চলেছে তা দেশের পক্ষে মোটেও সুখকর নয়। পার্শ্বশিক্ষকদের সভায় গিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়। তিনি বলেছেন, পার্শ্বশিক্ষকদের বেতনের একটা অংশ কেন্দ্রীয় সরকার দিয়ে থাকে। ফলে অন্য রাজ্যে পার্শ্বশিক্ষকদের যে বেতনক্রম রয়েছে, তা এই রাজ্যে চালু হবে না কেন, প্রশ্ন তুলেছেন তিনি। মুকুল রায় বলেছেন, তিনি দায়িত্ব নিয়ে বলছেন, আগামী নির্বাচনে যদি বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে পারে, তাহলে আন্দোলনকারীরা বঞ্চনার শিকার হবে না। তিনি বলেছেন, বেশি দিতে পারব না। এর জন্য যতদূর যেতে হয়, যেখানে বলতে হয় নিশ্চিত করে তিনি বলবেন বলে জানিয়েছেন মুকুল রায়।

লড়াই ধরে রাখতে হবে

লড়াই ধরে রাখতে হবে

মুকুল রায় বলেছেন, ১৯৪২-এর ভারত ছাড়ো আন্দোলনের পরে সেরকম আন্দোলন হয়নি। কিন্তু তার রেশ ধরেই ১৯৪৭ সালে স্বাধীনতা পায় বাংলা তথা ভারত। এব্যাপারে তিনি পার্শ্বশিক্ষকদের লড়াই ধরে রাখতে বলেন। তিনি বলেন, লড়াই করছেন প্রায় ৬৪ হাজার পার্শ্বশিক্ষক। তাদের পরিবার মিলিয়ে সংখ্যাটা প্রায় দুলক্ষের মতো। এই লড়াইকে ভোটের বাক্সে নিয়ে যেতে বলেন তিনি। মুকুল রায় বলেন, বাংলায় পরিবর্তনের বাজনা বেজে গিয়েছে, খালি সময়ের অপেক্ষা। তিনি বলেছেন, বিজেপি এই নির্বাচনে জিতব বলছে না, বলছে জিতবই। ফলে পার্শ্বশিক্ষকরা বিজেপির সঙ্গে থাকবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

বাংলায় অরাজকতা চলছে

বাংলায় অরাজকতা চলছে

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কাছে আন্দোলনকারীদের পৌঁছে যাওয়া প্রসঙ্গে মুকুল রায় বলেন, বাংলায় অরাজকতা চলছে। তিনি বলেন, এই অরাজকতার বিরুদ্ধে কত ছোট ছোট আন্দোলন হচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন। সবাই রাস্তায় নেমেছে। সেটাকেই একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে হবে। আশ্বাস দিয়ে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় আশলে পার্শ্ব শিক্ষকদের আর রাস্তায় বসতে হবে না। প্রাইমারিতে প্রায় ১৬ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রসঙ্গে মুকুল রায় কটাক্ষ করে বলেন, কতটা ভিতরে যাবে, কতটা চাকরি হবে কেউ জানে না।

রাজ্যপালের সঙ্গে দেখা করার উপদেশ

রাজ্যপালের সঙ্গে দেখা করার উপদেশ

পার্শ্বশিক্ষকদের মঞ্চ থেকে মুকুল রায় আন্দোলনকারীদের বলেন, রাজ্যপালের সঙ্গে দেখা করতে। রাজ্যপালের কোনও প্রশাসনিক ক্ষমতা না থাকলেও বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে দেখা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

প্রশান্ত কিশোর কেন রাতারাতি দীনেশ ত্রিবেদীর চক্ষুশূল হলেন! বিস্ফোরক পদত্যাগী সাংসদপ্রশান্ত কিশোর কেন রাতারাতি দীনেশ ত্রিবেদীর চক্ষুশূল হলেন! বিস্ফোরক পদত্যাগী সাংসদ

English summary
West bengal election 2021: Mukul Roy has given assurance for salary increase in parateacher's meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X