For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা আপনার অত্যাচার থেকে মুক্তি চায়, মমতাকে নিশানা জেপি নাড্ডার

বাংলা আপনার অত্যাচার থেকে মুক্তি চায়, মমতাকে নিশানা জেপি নাড্ডার

  • |
Google Oneindia Bengali News

প্রচারের শেষ দফায় ভরসা ভার্চুয়াল মাধ্যম। সেই মাধ্যমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে(mamata banerjee) নিশানা জেপি নাড্ডার (jp nadda)। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি ভিডিও কনফারেন্সিং-এর (video conferencing) মাধ্যমে মালদহের (malda) মানিকচকের (manikchak) সভায় ভাষণ দেন।

বাংলার মানুষ ভয় পাচ্ছেন না

বাংলার মানুষ ভয় পাচ্ছেন না

এদিন নাড্ডার ভাষণ জুড়ে স্বাভাবিকভাবেই ছিল তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জেপি নাড্ডা বলেন, মমতাজি বাংলার মানুষ আর ভয় পাচ্ছে না। তাঁরা আপনার অত্যাচার থেকে মুক্তি পেতে চাইছেন। সপ্তম আর অষ্টম দফায় চূড়ান্ত লড়াই হচ্ছে। তাঁরা ভোট দিতে যাবেন এবং পদ্মেই ভোট দেবেন বলে দাবি করেছেন জেপি নাড্ডা।

প্রধানমন্ত্রী ডাকা সভায় হাজির না হওয়া নিয়ে আক্রমণ

প্রধানমন্ত্রী ডাকা সভায় হাজির না হওয়া নিয়ে আক্রমণ

জেপি নাড্ডা এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ডাকা সভায় হাজির না হওয়া নিয়ে কটাক্ষ করেন। প্রসঙ্গত করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী ডাকা একাধিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হননি। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ওইসব সভায় আমন্ত্রণ না পাওয়া অভিযোগ তোলা হয়েছে। জেপি নাড্ডা বলেছেন, প্রধানমন্ত্রীর ডাকা করোনা পরিস্থিতি নিয়ে ডাকা সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির না হয়ে মহামারী মোকাবিলা নিয়ে প্রশ্ন তুলছেন। জেপি নাড্ডা প্রশ্ন তুলেছেন, সেই সব সভা কেন যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ইগো না জেদ কোনটা তাঁকে বাধা দিয়েছে। বিজেপির সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছেন, অহংকারের কারণে বাংলার মানুষ আর প্রধানমন্ত্রীর মধ্যে একটা বাধা তৈরি করেছে।

নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা

নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা

নির্বাচন কমিশন করোনা পরিস্থিতির কারণে ইতিমধ্যেই পদযাত্রা এবং রোড-শো-এর ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি কোনও সভা হলেও, তাতে যাতে ৫০০-র বেশি লোক না হয় সেব্যাপারেও নির্দেশিকা জারি করেছে। তবে নিয়ম ভাঙার কারণে শনিবার মালদহের একটি সভার আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কমিশন। প্রসঙ্গত সেই সভায় হাজির ছিলেন মিঠুন চক্রবর্তী।

একাধিক কর্মসূচি রয়েছে নাড্ডার

একাধিক কর্মসূচি রয়েছে নাড্ডার

এদিন জেপি নাড্ডার মানিকচকের সভা ছাড়াও মুর্শিদাবাদের বড়ঞা কেন্দ্রেও সভা করেছেন। কলকাতায় তাঁর শেষ কর্মসূচি রয়েছে কাশীপুর-বেলগাছিয়ায়। ইতিমধ্যেই রাজ্যে ছয়দফার নির্বাচন সমাপ্ত হয়েছে। সপ্তম ও অষ্টমদফার নির্বাচন লহবে ২৬ ও ২৯ এপ্রিল। আর ভোটগণনা ২ মে।

English summary
West Bengal Election 2021 JP Nadda targets Mamata Banerjee via video conferencing for Manikchak in Malda
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X