For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এসএসকেএম-এ মমতাকে দেখতে যাওয়া রাজ্যপালের গাড়ি ঘিরে বিক্ষোভ, ধনখড়কে গোব্যাক স্লোগান

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) এসএসকেএম (sskm) হাসপাতালে ভর্তি করানোর পরে তাঁকে সেখানে দেখতে যান রাজ্যপাল জগদীপ ধনখড় (jagdeep dhankhar)। তাকে দেখেই গোব্যাক স্লোগান দেন সেখানে উপস্থিত থাকা তৃণ

  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) এসএসকেএম (sskm) হাসপাতালে ভর্তি করানোর পরে তাঁকে সেখানে দেখতে যান রাজ্যপাল (governor) জগদীপ ধনখড় (jagdeep dhankhar)। তাকে দেখেই গোব্যাক স্লোগান দেন সেখানে উপস্থিত থাকা তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাঁকে বিজেপির দালাল বলেও কটাক্ষ করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

হিংসার নামে ভোট ভাগের চেষ্টা, পায়ে আঘাতে মমতার দোষারোপের পাল্টা প্রতিক্রিয়ায় আর কী বললেন সেলিমহিংসার নামে ভোট ভাগের চেষ্টা, পায়ে আঘাতে মমতার দোষারোপের পাল্টা প্রতিক্রিয়ায় আর কী বললেন সেলিম

মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে ধনখড়

মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে ধনখড়

মুখ্যমন্ত্রীকে দেখতে এদিন রাতে এসএসকেএম হাসপাতালে যান রাজ্যপাল। চিকিৎসকদের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন। রাজ্যপাল টুইট করে জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা এবং মুখ্যসচিবের কাছ থেকে এব্যাপারে তথ্য চেয়েছেন। স্বাস্থ্যসচিব এবং হাসপাতাল অধিকর্তাকে সবরকমের সতর্কতা পালনের জন্য বলা হয়েছে।

হাসপাতালে রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ

হাসপাতালে রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ

মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম থেকে এসএসকেএম-এ নিয়ে আসার খবর পেয়ে বহু তৃণমূল কর্মী-সমর্থক হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন আগেই। রাজ্যপাল সেখানে যেতেই তাঁরা রাজ্যপালের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাজ্যপাল গো-ব্যাক স্লোগানও দেওয়া হয়। উত্তাল হয়ে ওঠে এসএসকেএম হাসপাতাল চত্বর। রাজ্যপালের গাড়ি লক্ষ্য করে জুতোও ছোঁড়া হয় বলে অভিযোগ উঠেছে। রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে দেখে বেরনোর পরেও তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ চলে। তৃণমূলের কর্মী সমর্থকদের অভিযোগ বিজেপির ষড়যন্ত্রেই মুখ্যমন্ত্রীর ওপরে হামলা হয়েছে।

মুখ্যমন্ত্রী চাইলে কেন্দ্রীয় নিরাপত্তা

মুখ্যমন্ত্রী চাইলে কেন্দ্রীয় নিরাপত্তা

রাজ্যের তরফে মুখ্যমন্ত্রীর জন্য জেড-প্লাস নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ওপরে যদি হামলাই হয়ে থাকে, তাহলে নিরাপত্তা ব্যবস্থাতেই গলদ রয়েছে বলে মনে করছেন অনেকে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী চাইলে তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে।

তৃণমূলের তরফে প্রতিবাদ কর্মসূচি

তৃণমূলের তরফে প্রতিবাদ কর্মসূচি

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁর ওপর চার-পাঁচজন হামলা করেছে অভিযোগ করতেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাজ্য জুড়ে তাঁরা বিক্ষোভ দেখাবে। এদিন নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে গাড়ির দরজা খোলা অবস্থায় জনগণের দিকে হাত নাড়ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় দরজা মুখ্যমন্ত্রীর পা ও ঘাড়ের ওপর গিয়ে পড়ে। বা-পা এবং ঘাড়ে আঘাত পান মুখ্যমন্ত্রী। তারপরেই মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, চার থেকে পাঁচ জন গাড়ের দরজা তাঁর দিকে ঠেলে দিয়েছে ভিড়ের মধ্যে থেকে।

{quiz_525}

English summary
Governor Jagdeep Dhankhar arrives SSKM hospital to see CM Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X