For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিপিএম কি আদৌ বামপন্থী, একের পর এক প্রশ্নবাণে বিস্ফোরক প্রাক্তন সংখ্যালঘু নেতা

বাম-কংগ্রেস-আব্বাসের দলকে নিয়ে সংযুক্ত মোর্চার গঠন হয়েছে। মোর্চার তরফে বামেরা (cpim) তাদের প্রার্থী তালিকাও প্রকাস করে দিয়েছে। সেই পরিস্থিতিতে আব্বাস সিদ্দিকির (abbas siddiqui) দল আইএসএফ-এর (isf) সঙ্গে জোট নিয়ে প্রশ

  • |
Google Oneindia Bengali News

বাম-কংগ্রেস-আব্বাসের দলকে নিয়ে সংযুক্ত মোর্চার গঠন হয়েছে। মোর্চার তরফে বামেরা (cpim) তাদের প্রার্থী তালিকাও প্রকাস করে দিয়েছে। সেই পরিস্থিতিতে আব্বাস সিদ্দিকির (abbas siddiqui) দল আইএসএফ-এর (isf) সঙ্গে জোট নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন সিপিআইএম (cpim) নেতা মজিদ আলি মাস্টার (majid ali master)। আব্বাসের দলের সমঝোতা নিয়ে সিপিএম-এর আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

বেলা বাড়তেই অস্বস্তিকর আবহাওয়া, উত্তর ও দক্ষিণবঙ্গের হাওয়া অফিসের রিপোর্ট একনজরেবেলা বাড়তেই অস্বস্তিকর আবহাওয়া, উত্তর ও দক্ষিণবঙ্গের হাওয়া অফিসের রিপোর্ট একনজরে

এলাকা ছাড়া হয়েছিলেন

এলাকা ছাড়া হয়েছিলেন

বাম জমানায় উত্তর ২৪ পরগনার শাসন বলতে নাম চলে আসত সিপিএম নেতা মজিদ আলি মাস্টারের নাম। তিনি এলাকায় পরিচিত ছিলেন মজিদ মাস্টার নামে। কিন্তু ২০১১-র পালা বদলে তাঁকে চলে আসতে হয়েছিল বারাসতে। সেখানেই বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। খুনের মামলায় তাঁকে জেলেও কাটাতে হয়েছে। পরে স্থানীয় তৃণমূল বিধায়কের উদ্যোগে বাড়িতে ফেরেন।

দলের সঙ্গে সম্পর্ক নেই

দলের সঙ্গে সম্পর্ক নেই

গত প্রায় ছয় বছর সিপিএম-এর সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁর। একটা সময়ে শাসনের রাজনীতিতে শেষ কথা বলা মজিদ মাস্টার দলের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করেছিলেন ২০১৫-র জুন মাস নাগাদ। তারপর থেকে দলের সদস্যপদ নবীকরণ করাননি তিনি। এখনও নিজেকে বামপন্থী আদর্সে বিশ্বাসী বলে দাবি করেছেন তিনি। তবে সেই নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে তিনি রাজনীতি করবেন না বলে জানিয়েছেন।

কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে প্রশ্ন

কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে প্রশ্ন

সিদ্ধার্থশঙ্কর রায়ের সময়ে বাম রাজনীতিতে নাম লিখিয়েছিলেন মজিদ আলি। তারপর এলাকায় প্রাথমিক শিক্ষক হন। সেই মজিদ মাস্টার সংবাদ মাধ্যমকে বলেছেন, ২০১৬-তে যখন বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হয়েছিল তখনই তাঁর মনে হয়েছিল সিপিএম আদর্শচ্যুত হয়েছে। তিনি বলেছেন, যেসময়ে তিনি রাজনীতি এসেছেন, তখন বলা হয়েছিল কংগ্রেসের সঙ্গে বামেদের নীতি-আদর্শের পার্থক্যের কথা। সেই সময়ে রাজনীতিতে হাতে খড়ি। তাঁর প্রশ্ন সেই আদর্শ কোথায় গেল। তিনি কটাক্ষ করে বলেছেন, ক্ষমতার লোভের ঊর্ধ্বে নয় বাম নেতারা। তাঁর আরও কটাক্ষ মুখে গরিবের কথা বলে জমিদারি দলের সঙ্গে হাত মেলানোর মধ্যে আদর্শ থাকতে পারে না।

আব্বাসের দলের সঙ্গে জোট নিয়েও প্রশ্ন

আব্বাসের দলের সঙ্গে জোট নিয়েও প্রশ্ন

তিনি বলেছেন, কংগ্রেসের সঙ্গে জোট করে যে আদর্শচ্যুত হয়েছিল বামেরা, তাঁকে আরও বেশি করে তুলল আব্বাসের দলের সঙ্গে জোট করে। মজিদ মাস্টারের দাবি বিজেপির সঙ্গে আব্বাস সিদ্দিকির আইএসএফ-এর কোনও ফারাক নেই। সেই জায়গায় আদর্শ আর থাকল কই, প্রশ্ন করেছেন তিনি। তিনি কটাক্ষ করে বলেছেন, যাবতীয় আদর্শ জলঞ্জলী দিয়ে সিপিএম এখন আর বামপন্থী নেই।

English summary
Ex CPIM leader Majid Ali Master criticises alliance with Abbas Siddiqui's ISF
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X