For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আতঙ্কের মধ্যেই বাংলায় হঠাৎ হানা সোয়াইন-ফ্লুয়ের! আক্রান্ত তিন

করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছে গোটা দেশ। রাজ্যেও ক্রমশ হু হু করে বেড়েছে মারণ করোনার সংক্রমণ। আর এরই মধ্যে আরও এক আতঙ্কের খবর। শহরের বুকে হানা দিল আরও এক মারণ ভাইরা। সোয়াইন ফ্লু। ভয়ঙ্কর ভাবে রাজ্যে এই সংক্রমণ শুরু হয়েছে। এমন

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছে গোটা দেশ। রাজ্যেও ক্রমশ হু হু করে বেড়েছে মারণ করোনার সংক্রমণ। আর এরই মধ্যে আরও এক আতঙ্কের খবর। শহরের বুকে হানা দিল আরও এক মারণ ভাইরা। সোয়াইন ফ্লু। ভয়ঙ্কর ভাবে রাজ্যে এই সংক্রমণ শুরু হয়েছে। এমনটাই মনে করছেন চিকিৎসকদের একাংশ।

করোনা আতঙ্কের মধ্যেই বাংলায় হানা সোয়াইন-ফ্লুয়ের

সরকারি হিসাব অনুসারে এখনও পর্যন্ত কলকাতায় ৩ জন সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। তবে বেসরকারি মতে সংখ্যাটা আরও বেশি বলে জানা যাচ্ছে।

বেশ কয়েকজন এই রোগে আক্রান্ত হয়েছেন বলে খবর। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানানো হয়নি।

যদিও এই খবর প্রকাশ্যে আসতেই নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে এখনই প্যানিক না হওয়ার কথা বলছেন স্বাস্থ্যভবন। বিষয়টি নিয়ে খতিয়ে দেখতে শুরু করেছেন তাঁরাও। জানা যাচ্ছে, যে ৩ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন তাঁদের শরীরে জুন মাসের প্রথম দিকেই এই রোগ ধরা পড়ে।

সূত্রের খবর, হঠাত করে এই সমস্ত রোগীদের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে। এরপর হসপিটালে ভর্তি করা হয়। করোনার পরীক্ষা করা হয়। কিন্তু দেখা যায় রিপোর্ট নেগেটিভ আসছে। আর এরপরেই যথেষ্ট চিন্তার কারণ হয়ে অঠে চিকিৎসকদের কাছে।

কেন অক্সিজেনের মাত্রা শরীরে এভাবে কমতে শুরু করে টা যথেষ্ট ভাবায় চিকিৎসকদের। এরপর সোয়াইন ফ্লুয়ের পরীক্ষা করা হলে তাঁদের শরীরে রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যাচ্ছে।

কিন্তু হঠাত করে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার বিষয়টি চিন্তার কারণ হয়ে ওঠছে ডাক্তারদের।

অন্যদিকে জানা যাচ্ছে, বেসরকারি হাসপাতালে এই রোগে আক্রান্ত হয়ে আরও বেশ কয়েকজন রোগীর চিকিৎসাধীন রয়েছে। আবার বেশ কয়েকজন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়িও ফিরে গিয়েছেন বলে জানা যাচ্ছে।

অন্যদিকে,বাংলার দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা কমছে। স্বস্তি দিয়ে আড়াই হাজারের নিচে নেমেছে করোনা সংক্রমণ। তবে উদ্বেগ বাড়াচ্ছে সক্রিয়ের সংখ্যা।

বাংলায় সংক্রমণের সংখ্যা ধারাবাহিকভাবে কমতে থাকলেও, করোনা মুক্তির সংখ্যা সেই হারে বাড়ছে না।

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৪৮৬। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১৪ লক্ষ ৭৭ হাজার ৩৭ জন।

এদিন ২৪৮৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৭৯ হাজার ৫২৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭২৯৫। এদিন মৃত্যু হয়েছে ৫৫ জনের।

English summary
west bengal corona situation swine flu detected in kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X