বড়দিনের আগে আতঙ্ক বাড়িয়ে বাংলায় ২৪ ঘন্টায় ২২% করোনা আক্রান্ত বৃদ্ধি! একনজরে জেলাগুলির আপডেট
বুধবার, ২২ ডিসেম্বর রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে অনেকটাই বাড়ল। তবে মৃত্যু সংখ্যা ৪ কমেছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৩৪ জন। সুস্থতার হার একই রয়েছে, ৯৮.৩৩% । এদিন সুস্থ হয়েছেন ৫৩৫ জন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫৩৪ জন। মঙ্গলবার যা ছিল ৪৪০ জন। বড়দিনের আগে একদিনে সংক্রমণ বৃদ্ধি ২১.৮১ শতাংশের বেশি। মোট আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ২৮ হাজার ৪৬৪ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ৬৯৬। এদিন মৃত্যু হয়েছে ৮ জনের। মঙ্গলবার সংখ্যাটা ছিল ১২।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্ত ১৬ লক্ষ ২৮ হাজার ৪৬৪ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭৪৪২ জন। এদিন সক্রিয় আক্রান্তের সংখ্যা কমেছে ৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৫৩৫ জন। মোট করোনা মুক্ত হলেন ১৬ লক্ষ ০১ হাজার ৩২৬ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২০৬ (১৭৭)। উত্তর ২৪ পরগনায় ৭৩ (৬৮) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৫২৯৬ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৫০০৩। কলকাতায় এদিন সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৩৫ জন।
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,৩২, ৭৮৬। মঙ্গলবার কলকাতায় ৩ জনের মৃত্যুর পরে এদিনও মৃতের সংখ্যা ৩। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,২৫, ১২৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৩৬২ জন।
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,৩৫, ৬০৮ জন। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ২৯, ৩১২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৯৩ জন। এদিন তালিকা থেকে বাদ গিয়েছেন ২৫ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৩ (২), কোচবিহারে ৮ (৪) , দার্জিলিং ২১ (১২), কালিম্পং ১ (১) , জলপাইগুড়ি ৭ (৭), উত্তর দিনাজপুরে ১ (৪), দক্ষিণ দিনাজপুরে ২ (২), মালদহ ১ (২), মুর্শিদাবাদ ২ (২), নদিয়া ৩৩ (১৩), বীরভূম ১১ (১১), পুরুলিয়া ১ (১), বাঁকুড়ায় ৪ (৮), ঝাড়গ্রাম ১ (১১), পশ্চিম মেদিনীপুর ১৭ (৯), পূর্ব মেদিনীপুর ১০ (১১), পূর্ব বর্ধমান ৭ (২), পশ্চিম বর্ধমান ১৯ (১২), হাওড়া ৩১ (২৩), হুগলিতে ৪৫ (৩০), উত্তর ২৪ পরগনায় ৭৩ (৬৮), দক্ষিণ ২৪ পরগনায় ৩০ (২৮) জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ৭৩), দুনম্বরে হুগলি (৪৫), তিন নম্বরে হাওড়া (৩১)।

এদিন ১৯ জেলায় মৃত্যুর খবর নেই
এদিন উত্তরবঙ্গের কোথাও মৃত্যু হয়নি। অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে কোনও মৃত্যু হয়নি এদিন। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা থেকেও মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ৩ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়।
এদিন যে ৬ জেলায় সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেগুলি হল আলিপুরদুয়ার (১), দার্জিলিং (৪), নদিয়া (১০), পশ্চিম মেদিনীপুর (৬), পূর্ব মেদিনীপুর (৪), হুগলি (৪)।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ১০ লক্ষ ৯৬ হাজার ২১৩। ১৫৫ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৩৬, ৩৭০ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ১.৪৭ শতাংশ ( মঙ্গলবার যা ছিল ১.৩৪ %) । প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ২, ৩৪, ৪০২ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৪৯:৫১।

২২ ডিসেম্বর ভ্যাকসিন প্রাপকের সংখ্যা
এদিন সারা রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৪,২৪, ৮০২ জন। প্রথম ডোজ পেয়েছেন ৩১, ৮০১ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩,৯৩, ০০১ জন। এদিন পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ১০, ০৩, ৮০, ০৬২ জন। যাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৬, ৪১, ৭৪, ৬০৩ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩, ৬২, ০৫, ৪৫৯ জন। এদিন রাজ্যে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রের সংখ্যা ৪৮৮১।