For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE উপনির্বাচনের ফলাফল : খড়্গপুর, কালিয়াগঞ্জ ও করিমপুর তিন কেন্দ্রেই জয়ী তৃণমূল কংগ্রেস

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে আজ। এই তিনটি কেন্দ্র হল খড়গপুর সদর, কালিয়াগঞ্জ ও করিমপুর। এই তিন কেন্দ্রের ফলাফল আগামিদিনে বাংলার বিধানসভা নির্বাচনের দিক নির্দেশ করতে পারে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। আর সেজন্যই তৃণমূল কংগ্রেস, বিজেপি ও বাম-কংগ্রেস সহ সবকটি রাজনৈতিক দল নিজেদের সর্বশক্তি নিয়ে ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। লোকসভা নির্বাচনের পর এই তিন কেন্দ্রের ভোট ছিল রাজ্যে সবচেয়ে বড় ভোট যজ্ঞ। আর সেই লড়াইয়ে কারা ভালো নম্বর পেল তা জানা যাবে এদিন।

LIVE উপনির্বাচনের ফলাফল : কালিয়াগঞ্জ, খড়্গপুর ও করিমপুর তিন কেন্দ্রেই লিড তৃণমূলের

Newest First Oldest First
2:39 PM, 28 Nov

করিমপুর কেন্দ্রেও জয় পেল তৃণমূল। ২০ হাজারের বেশি ভোটে জয় প্রার্থীর।
1:23 PM, 28 Nov

খড়্গপুরে জয় মানুষের জয়, সংগঠনের জয়, দলনেত্রী মমতার প্রতি মানুষের আস্থার জয়। বললেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার।
1:19 PM, 28 Nov

'আমরা মানুষের কাছে কৃতজ্ঞ। এই জয় মা, মাটি মানুষের জয়। এটা সম্প্রীতি ও একতার জয়।' উপনির্বাচনের তিন আসনেই সবুজ ঝড়ের পর প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
12:42 PM, 28 Nov

খড়্গপুর সদর কেন্দ্রে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার।
12:21 PM, 28 Nov

করিমপুরে ষষ্ঠ রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস ২৫ হাজার ৭৮৪ ভোটে এগিয়ে। মোট ১৪ রাউন্ড গণনা হবে।
12:02 PM, 28 Nov

করিমপুর ও খড়্গপুর কেন্দ্রে জয়ের পথে তৃণমূল কংগ্রেস।
11:39 AM, 28 Nov

কালিয়াগঞ্জে ২৩০৪টি ভোটে জয় পেল তৃণমূল কংগ্রেস।
11:31 AM, 28 Nov

খড়্গপুরে নবম রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস ১৩ হাজার ১৪২ ভোটে এগিয়ে রয়েছে।
11:30 AM, 28 Nov

কালিয়াগঞ্জে ৮তম রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস ২১৮৫টি ভোটে এগিয়ে রয়েছে।
11:29 AM, 28 Nov

করিমপুরে ২৭ হাজার ৭৫১ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।
11:10 AM, 28 Nov

কালিয়াগঞ্জ ছিনিয়ে নিয়ে তৃণমূল এগিয়ে গেল ৩২০০টি ভোটের ব্যবধানে।
11:10 AM, 28 Nov

খড়্গপুরেও এগিয়ে তৃণমূল কংগ্রেস।
11:09 AM, 28 Nov

করিমপুরে তৃণমূল ২৭ হাজারে বেশি ভোটে এগিয়ে রয়েছে।
10:51 AM, 28 Nov

কালিয়াগঞ্জেও এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। পিছিয়ে গেল বিজেপি।
10:43 AM, 28 Nov

খড়্গপুরে ষষ্ঠ রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস ১২ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
10:41 AM, 28 Nov

কালিয়াগঞ্জ কেন্দ্রে মাত্র ৮০০ ভোটে এগিয়ে বিজেপি। ব্যবধান অনেক কমিয়ে ফেলল বিজেপি।
10:22 AM, 28 Nov

খড়্গপুরে ষষ্ঠ রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছে।
10:21 AM, 28 Nov

কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী পাঁচ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছে।
10:20 AM, 28 Nov

করিমপুরে ২৩৫৮৬ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী।
10:10 AM, 28 Nov

তৃণমূল প্রার্থী ৫৪৮২ টি ভোটের ব্যবধানে এগিয়ে গেলেন প্রদীপ সরকার।
10:08 AM, 28 Nov

খড়্গপুর কেন্দ্রে পঞ্চম রাউন্ড শেষে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার।
10:04 AM, 28 Nov

খড়্গপুরে পঞ্চম রাউন্ডে তৃণমূল কংগ্রেস এগিয়ে শুরু করল। তবে বিজেপিকে টপকে যেতে পারল কিনা তা রাউন্ড শেষে ফলাফল ঘোষণার পর বোঝা যাবে।
10:01 AM, 28 Nov

খড়্গপুরে চার রাউন্ডের গণনা শেষে বিজেপি এগিয়ে ৯১৫-র বেশি ভোটে। পিছিয়ে গেল বাম-কংগ্রেস জোট।
9:50 AM, 28 Nov

করিমপুরে তৃতীয় রাউন্ডের গণনা শেষে তৃণমূল কংগ্রেস ১৪ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছে।
9:37 AM, 28 Nov

খড়্গপুর সদক কেন্দ্রে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী প্রেমচন্দ্র ঝা। তিনি এগিয়ে ১ হাজারের বেশি ভোটে।
9:32 AM, 28 Nov

খড়্গপুরে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে তিনশোর বেশি ভোটে এগিয়ে বাম-কংগ্রেস প্রার্থী। দ্বিতীয় স্থানে বিজেপি, তৃতীয় তৃণমূল কংগ্রেস।
9:28 AM, 28 Nov

কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার এখনও পর্যন্ত পেয়েছেন ১০৩৪৭ টি ভোট।
9:12 AM, 28 Nov

খড়্গপুরে সামান্য ব্যবধান কমলেও এখনও এগিয়ে রয়েছে বাম-কংগ্রেস জোট।
9:03 AM, 28 Nov

প্রথম রাউন্ডের গণনা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ৪৬৪৩ ভোটে এগিয়ে রয়েছে।
9:01 AM, 28 Nov

খড়্গপুরে প্রথম রাউন্ডের শেষে বাম-কংগ্রেস প্রার্থী ৯৮০ ভোটে এগিয়ে রয়েছেন।
READ MORE

English summary
West Bengal By Elections result 2019 : Get all the live bypoll result updates of Kharagpur Sadar, Kaliaganj and Karimpur in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X