For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রীর হাতিয়ার বাজেট, শিল্পায়নের মাধ্যমেই বাংলার মন জয় করার ছক কষলেন মমতা!

Google Oneindia Bengali News

দ্রুত শিল্পায়নের লক্ষ্যে বেশ কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। এদিন মমতা ঘোষণা করেন, 'পূর্ব ভারত শিল্পোন্নয়ন, রফতানি এবং পরিবহণের স্বার্থে পূর্ব মেদিনীপুরের তাজপুরে একটি গভীর সমুদ্র বন্দর গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পের পরিকাঠামো উন্নয়ন কাজে প্রায় ৭ হাজার কোটি টাকা খরচ হবে। এর ফলে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে।'

অশোকনগরের গ্যাস উত্তোলনের প্রকল্প

অশোকনগরের গ্যাস উত্তোলনের প্রকল্প

এদিকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে উঠে আসে অশোকনগরের গ্যাস উত্তোলনের প্রকল্প। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'উত্তর ২৪ পরগনার অশোকনগরে ওএনজিসির তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনের একটি বিরাট প্রকল্প চালু হচ্ছে। এরফলে প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল বিভিন্ন অনুসারী শিল্প গড়ে উঠবে সেখানে। এরফলে প্রচুর কর্মসংস্থান হবে। এভাবেই এটি একটি শিল্পনগরীতে পরিণত হবে।'

দেউচা-পাচামি থেকে কয়লা উত্তোলনের প্রকল্প

দেউচা-পাচামি থেকে কয়লা উত্তোলনের প্রকল্প

এছাড়া দেউচা-পাচামি থেকে কয়লা উত্তোলনের বিষয়টিও উত্থাপিত করেন মুখ্যমন্ত্রী। মমতা এদিন বলেন, 'রাজ্যের বীরভূম জেলার দেউচা-পাচামিতে একটি বিরাট কয়লার মজুত ভাণ্ডার পাওয়া গিয়েছে। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লার ব্লক। এই প্রকল্পও খুব শীঘ্র চালু হবে। এই প্রকল্পে প্রথম দুই বছর শুধু সরকারি জমিতেই কাজ হবে। কোনও মানুষকে তাদের জমি থেকে উচ্ছেদ করা হবে না।'

পুরুলিয়ার রঘুনাথপুরে শিল্পনগরী

পুরুলিয়ার রঘুনাথপুরে শিল্পনগরী

এছাড়া এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ডানকুনি থেকে বর্ধমান-দুর্গাপুর হয়ে আসানসোল পর্যন্ত, অন্যদিকে বড়জোড়া-বাঁকুড়া-পুরুলিয়ার রঘুনাথপুর পর্যন্ত বিশেষ করিডোর তৈরি করা হচ্ছে। এই করিডোর রাজ্যের প্রথম শিল্পনগরী হবে যেটি ডাব্লুবিআইডিসি-র গড়ে তুলবে। ২,৪৮৩ একর জমির উপর তৈরি হবে এই শিল্পনগরী। এই শিল্পনগরীর নাম হবে 'জঙ্গল সুন্দর কর্মনগরী'।'

অন্ডাল বিমানবন্দরের উন্নয়ন

অন্ডাল বিমানবন্দরের উন্নয়ন

অন্ডাল বিমানবন্দরকেও কলকাতা বিমানবন্দরের স্তরে গড়ে তোলার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য ১৫০ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাবও করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, 'আমাদের রাজ্যে দ্বিতীয় একটি বিমানবন্দর অত্যন্ত জরুরি। সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই আগামী দুই বছরের মধ্যে অন্ডাল বিমানবন্দরটিকে আন্তর্জাতিক উড়ান চলাচলের উফযোগী করে গড়ে তোলা হবে।'

বেঙ্গল সিলিকন ভ্যালি

বেঙ্গল সিলিকন ভ্যালি

এছাড়া নিজের সাধের বেঙ্গল সিলিকন ভ্যালি নিয়েও ঘোষণা করেন মমতা। তিনি বলেন, 'নিটাউনে ২০০ একরের উপর জমিতে বেঙ্গল সিলিকন ভ্যালি প্রকল্পটি চালু হয়েছে। ২৪টি আইটি কোম্পানিকে ৭৯ একলর জমি দেওয়া হয়েছে। সেখানে প্রায় ১১,৩১৭ কোটি টাকা বিনিয়োগ আসবে। বহু মানুষের কর্মসংস্থান হবে। টিসিএস, ইনফোসিস, উইপ্রোর মতো সংস্থা আসছে সেখানে।'

English summary
West Bengal Budget: Mamata banerjee announced several industrial projects before Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X