For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রানাঘাট কাণ্ডে অভিযুক্তর পক্ষে না লড়ার সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের

Google Oneindia Bengali News

কৃষ্ণনগর, ২৮ মার্চ : রাণাঘাটে ডাকাতি ও ধর্ষণ কাণ্ডে অভিযুক্তের পক্ষে মামলা লড়বে না স্থানীয় বার অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা।

<strong>রানাঘাট ধর্ষণ কাণ্ড : ২ জনকে গ্রেফতার করল সিআইডি</strong>রানাঘাট ধর্ষণ কাণ্ড : ২ জনকে গ্রেফতার করল সিআইডি

<strong>সন্ন্যাসীনীদের ধর্ষণ খ্রীষ্টীয় সংস্কৃতি, রানাঘাট কাণ্ডে মন্তব্য বিশ্ব হিন্দু পরিষদের</strong>সন্ন্যাসীনীদের ধর্ষণ খ্রীষ্টীয় সংস্কৃতি, রানাঘাট কাণ্ডে মন্তব্য বিশ্ব হিন্দু পরিষদের

সরকারকে বিড়ম্বনায় ফেলে রাজ্য ছাড়লেন রানাঘাটের ধর্ষিতা সন্ন্যাসিনীসরকারকে বিড়ম্বনায় ফেলে রাজ্য ছাড়লেন রানাঘাটের ধর্ষিতা সন্ন্যাসিনী

রানাঘাট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মিলন সরকার জানিয়েছেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছে রানাঘাট ডাকাতি ও সিস্টার ধর্ষণের মতো জঘন্য অপরাধে অভিযুক্তর পক্ষে সওয়াল করার জন্য কেউ দাঁড়াব না।"

রানাঘাট কাণ্ডের অভিযুক্তর পক্ষে না লড়ার সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের

মুম্বই থেকে মহম্মদ সেলিম ওরফে সালিম শেখ নামে এক ব্যক্তিকে রানাঘাট কাণ্ডে গ্রেফতার করে সিআইডি। বৃহস্পতিবার তাঁকে স্থানীয় আদালতে তোলা হয়। কিন্তু তার সপক্ষে সওয়াল করার জন্য কোনও উকিলই রাজি হচ্ছিলেন না।

রানাঘাট কাণ্ডে সালিম শেখই প্রথম গ্রেফতার সিআইডির। রানাঘাট কাণ্ডের ১১ দিন কেটে যাওয়ার পর বৃহস্পতিবার মুম্বই থেকে সালিমকে গ্রেফতার করে সিআইডি। বার অ্যাসোসিয়েশনের সদস্যরা তার জন্য আদালতে সওয়াল না করলেও উপবিভাগীয় আইন সহকারি কমিটির সাহায্য পাবে সালিম।

উপবিভাগীয় আইন সহকারি কমিটির প্রতিনিধি তথা আইনজীবী বাসুদেব মুখোপাধ্যায় জানিয়েছেন, কমিটির তরফে আমাকে নিযুক্ত করা হয়েছে, সালিম শেখের জন্য আমি সওয়াল করব।

English summary
West Bengal: Bar Association not to defend nun rape case accused
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X